IPL নিলামে দল পাননি মর্গ্যান, ফাঁকা সময়ে খেলার উন্নতি করাই লক্ষ্য প্রাক্তন KKR অধিনায়কের
1 মিনিটে পড়ুন . Updated: 04 Mar 2022, 05:04 PM IST- গত মরশুমের আইপিএলে ১১.০৮ গড়ে মাত্র ১৩৩ রান করেছিলেন মর্গ্যান।
গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে অধিনায়ক হিসাবে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন ইয়ন মর্গ্যান। তবে মর্গ্যানের ব্যক্তিগত ফর্ম একেবারেই ভাল ছিল না। ব্যাট হাতে ১৬ ইনিংসে মাত্র ১১.০৮ গড়ে ১৩৩ রান করেছিলেন তিনি। একটিও অর্ধশতরান আসেনি তাঁর ব্যাট থেকে। পরিণামে যা হওয়ার তাই হল। এই বারের নিলামে কেউই মর্গ্যানকে দলে নেননি।
১.৫ কোটি টাকার বেসপ্রাইসের মর্গ্যান প্রথম রাউন্ডে অবিক্রিত থাকলেও, দ্বিতীয় রাউন্ডে তাঁকে কেউ দলে নেবে বলে আশা করেছিলেন তিনি। Evening Standard-কে এক সাক্ষাৎকারে মর্গ্যান বলেন, ‘আমি ভেবেছিলাম দ্বিতীয় রাউন্ডে কেউ হয়তো আমাকে নেবে। কারুর যদি অভিজ্ঞ, ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটার তথা অধিনায়কের প্রয়োজন হয়, তাহলে আমার সুযোগ ছিল। তবে প্রথম রাউন্ড শেষ হতে হতেই সকলে ওই জায়গাটা ভরাট করে ফেলেছিল, তাই আমার আর সুযোগ ছিল না। আমি এই দুই মাস সুযোগ পেলেও কোনো ক্রিকেট খেলছি না। ব্যস্ত বছরের পর এই সময়টা আমি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
হতশ্রী আইপিএলের পর তাঁর যে ব্যাটিংয়ে কিছু রদবদল করা দরকার, তা ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক ভাল ভাবেই জানেন। বিশ্রামের পাশপাশি আইপিএলের সময়কালে তাই তিনি নিজের খেলার উন্নতি ঘটাতেই সচেষ্ট। ‘আমি যে রান করতে পারিনি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছি। এর আগেও এমন পরিস্থিতি থেকে আমি বেরিয়ে এসেছি এবং আশা করছি এবারও এমনটাই হবে। আমি এই সময়টাকে নিজেকে চাঙ্গা করতে কাজে তো লাগাবই। পাশপাশি এই সময়ে নিজের খেলার ওপরও একটু কাজ করব। সাধারণত নাগাড়ে খেলা চালিয়ে গেলে এই কাজ করার সময়টাই পাওয়া যায় না।’ জানান প্রাক্তন কেকেআর অধিনায়ক।