নতুন বছরের শুরুতে চেলসির দায়িত্ব নিয়ে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন থমাস টুশেল। টানটান উত্তেজনাময় লিগের শেষ পর্বে প্রথম চারে থাকার লড়াইয়ে আরও একটু এগিয়ে গেল ব্লুজরা। ৩৪তম ম্যাচ উইকে ফুলহামকে ২-০ গোলে পরাস্ত করে পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল চেলসি।
ম্যাচ জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবে প্রিমিয়র লিগে হোসে মরিনহো ও লুই ফেলিপে স্কোলারিকে পিছনে ফেলে নতুন নজির গড়লেন টুশেল। মরিনহো ও স্কোলারি উভয়ই ইংল্যান্ডে তাঁদের প্রথম ১৫টি ম্যাচের পর ১০টি করে ক্লিন-শিটের মালিক ছিলেন। তাঁদের টপকে টুশেল চেলসির হয়ে ১১তম ক্লিন-শিট রাখার নজির গড়লেন। পোক্ত ডিফেন্সের ওপর ভর করেই চেলসি কোচ দলের ভাগ্য ফেরাতে সক্ষম হয়েছেন। থিয়াগো সিলভাদের নিয়ে গঠিত ডিফেন্সের সুবাদেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের পাশাপাশি এফএ কাপ ফাইনালেও দলকে পৌঁছে দিতে পেরেছেন প্রাক্তv প্যারিস সাঁ-জা কোচ।
এ দিন তাঁর দলের হয়ে দু'টি গোলই আসে স্বদেশীয় ফরোয়ার্ড কাই হ্যাভার্টসের পা থেকে। দ্বিতীয় গোলের জন্য হাভার্টসকে ঠিকানা লেখা পাসটি বাড়ান আরেক জার্মান টিমো ওয়ার্নার। নতুন লিগে তরুণ জার্মান জুটির মানিয়ে নিতে বেশ কষ্টই হয়েছে। আশানুরূপ খেলতে না পারায় শুনতে হয়েছে অনেক কটাক্ষ। তবে অবশেষে নিজেদের আস্তে আস্তে মেলে ধরছেন দুই জার্মান তারকাই। চেলসির পরের লক্ষ্য রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজেদের জায়গা পাকা করা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।