শুক্রবার ২০২২ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সাত উইকেটে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস। এরফলে ২০২২ আইপিএল-এর ফাইনালে প্রবেশ করেছে তারা। জোস বাটলারের দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে রাজস্থান রয়্যালস ১১ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। এই জয়ের পরে নিজের ক্রিকেটারদের সাফল্যের কথা জানান রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা। জোস বাটলারের পাশাপাশি ওবেদ ম্যাককয়ের প্রশংসা করেন তিনি।
জোস বাটলারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সাঙ্গাকারা। আইপিএল-এর চলতি মরশুমে নিজের চতুর্থ সেঞ্চুরি করেছেন বাটলার। কুমার সাঙ্গাকারা বলেন, ‘জোস বাটলার তার শক্তিতে বিশ্বাস করতেন। নিজের এলাকায় বোলারদের বল করতে বাধ্য করেছেন। ভালো ব্যাপার হল সে যে কোনও সময় রান-রেট বাড়াতে পারে। ঠিক আছে, সে একজন উজ্জ্বল খেলোয়াড়, যে নিজের খেলা নিয়ে গভীরভাবে চিন্তা করে।’
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা রাজস্থান রয়্যালসের বর্তমান কোচ কুমার সাঙ্গাকারা বলেছেন, আইপিএলের ফাইনালে উঠতে অনেক নিষ্ঠার প্রয়োজন। তিনি প্রসিধ কৃষ্ণ এবং ওবেদ ম্যাককয়ের প্রশংসা করেছেন এবং বলেছেন যে সাম্প্রতিক অতীতে তারা দুজনেই আইপিএল প্রচারে প্রচুর লড়াই করেছেন। সাঙ্গাকারা বলেছেন, ‘আমাদের পুরো বোলিং ইউনিট দুর্দান্ত কাজ করেছে। প্রসিধ কৃষ্ণের বিশেষ উল্লেখ করা হবে। শেষ ম্যাচে ১৬ রানে থামার কথা থাকলেও পরপর তিন ছক্কা হাঁকান মিলার। এটি কৃষ্ণের বিশ্বাসের উপর একটি বড় প্রভাব ফেলেছে। কিন্তু তিনি সৎ ছিলেন। নেটে ভালো কাজ করেছেন।’ সাঙ্গাকারা আরও বলেন, ‘এরপর ট্রেন্ট বোল্টও ফিরেছেন। ওবেদ ম্যাককয়ের মা অসুস্থ। তবে এই খববর পেয়েও ওবেদ এই ম্যাচটিতে মনোনিবেশ করেছিলেন। এটা সত্যি ব্যাতিক্রম। এখন অবশ্য তার মায়ের শরীর ভালো আছে।’