বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > প্রতি ইনিংসে আমি শুরু থেকেই ব্যাট করার জন্য প্রস্তুত থাকি- রবিচন্দ্রন অশ্বিন

প্রতি ইনিংসে আমি শুরু থেকেই ব্যাট করার জন্য প্রস্তুত থাকি- রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন (ছবি-পিটিআই)

অশ্বিন বলেন, ‘আমি টেস্টে থেকে ভালো ফর্ম নিয়ে এসেছি। আমি মনে করি আমি ভালো গ্রিপ করতে পেরেছি এবং সঠিক লেন্থে বল ফেলতে পেরেছি। আমি যদি গত দুই বছরে পঞ্জাব কিংসের সঙ্গে সেই কাজগুলো করতে না পারি, তার মানে এই নয় যে আমি এখানে করতে পারব না। সফলতা বা ব্যর্থতা, এটা আমার নিজের শর্তেই হতে হবে।’

বুধবার, ২০২৩ আইপিএল-এ রাজস্থান রয়্যালস একটি রোমাঞ্চকর ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩ রানে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে রাজস্থান ১৭৬ রানের লক্ষ্য রেখেছিল। যার জবাবে চেন্নাই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান করতে পারে। এই ম্যাচে রাজস্থানের জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি প্রথম ব্যাটিংয়ে ৩০ রানের অবদান রাখেন এবং তারপর বোলিংয়ে ২ উইকেট নিয়ে চেন্নাইয়ের পিঠ ভেঙে দেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এরপরে অশ্বিন তার পারফরম্যান্স সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন যে তিনি তাঁর পারফরম্যান্স দিয়ে সকলকেই অবাক করে দিয়েছেন।

রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ‘আমি মনে করি আমি মানুষকে অবাক করে দিয়ে থাকি। যখনই আমি ব্যাট করতে যাই, লোকেরা ধরে নেয় যে আমি এটার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি বেরিয়ে এসেছি। কিন্তু এই ভূমিকাটি আমাকে দেওয়া হয়ে থাকে। আমরা তখন সঞ্জুকে হারিয়েছিলাম। এবং আমায় তখন একটা কাজ দেওয়া হয়েছিল।’ আমি আমার শক্তির মূল্যায়নে অনেক ভালো, আমার স্থির হতে কয়েকটা বলের দরকার লাগে। প্রায় প্রতিটা ম্যাচে ব্যাট করার সময়ে আমি শুরু থেকেই প্যাড পরে প্রস্তুত থাকি, এটা সহজ জিনিস নয় কিন্তু এটা ভালো।’

এরপরে তিনি বলেন, ‘আমি টেস্টে থেকে ভালো ফর্ম নিয়ে এসেছি। আমি মনে করি আমি ভালো গ্রিপ করতে পেরেছি এবং সঠিক লেন্থে বল ফেলতে পেরেছি। আমি যদি গত দুই বছরে পঞ্জাব কিংসের সঙ্গে সেই কাজগুলো করতে না পারি, তার মানে এই নয় যে আমি এখানে করতে পারব না। সফলতা বা ব্যর্থতা, এটা আমার নিজের শর্তেই হতে হবে।’

ম্যাচের কথা বললে, বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৭৫ রান করে রাজস্থান রয়্যালস। তাদের হয়ে জোস বাটলার ৫২, দেবদূত পাডিক্কাল ৩৮ , রবিচন্দ্রন অশ্বিন ৩০ এবং শিমরন হেতমায়ার ৩০ রানে অপরাজিত থাকেন। আকাশ সিং, তুষার দেশপান্ডে এবং রবীন্দ্র জাদেজা তিনজনেই নিয়েছেন দুটি করে উইকেট। জবাবে রান‌ তাড়া করতে নেমে ছয় উইকেটে ১৭২ রানেই আটকে যায় চেন্নাই। ফলে তিন রানে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস। সিএসকের হয়ে ডেভন কনওয়ে ৫০, অজিঙ্কা রাহানে ৩১ , রবীন্দ্র জাদেজা ২৫* এবং মহেন্দ্র সিং ধোনি ৩২ রানে অপরাজিত থাকলেও ম্যাচ জেতাতে পারেননি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.