বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ‘গত ৩ বছর ধরে যা কিছু চলছে, তার প্রভাব পড়ছে’, IPL থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন জেসন রয়

‘গত ৩ বছর ধরে যা কিছু চলছে, তার প্রভাব পড়ছে’, IPL থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন জেসন রয়

জেসন রয়।

নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনে নেওয়ার পর, এর আগেও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন জেসন রয়। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস তাঁকে বেস প্রাইস ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। তবে ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছিলেন টুর্নামেন্ট থেকে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল।

আইপিএল শুরুর আগেই গুজরাট টাইটানসকে রীতিমতো চাপে ফেলে হঠাৎ করেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান ব্রিটিশ ওপেনার জেসন রয়। ২০২২ আইপিএলের মেগা নিলামে জেসন রয়কে বেস প্রাইস ২ কোটি টাকায় দলে নেয় হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। তবে তিনি কেন হঠাৎ করে সরে দাঁড়ালেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে সেই কারণ এ বার নিজেই জানালেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।

মূলত জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তি থেকে মুক্তি পেতেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন জেসন রয়। মঙ্গলবার টুইটারে তাঁর সিদ্ধান্তের ব্যাখ্যা করতে একটি বিবৃতি দিয়েছেন ব্রিটিশ ওপেনার। তিনি লিখেছেন, ‘হ্যালো সবাইকে, বিশেষ করে গুজরাট টাইটানসের ভক্ত এবং স্কোয়াডকে। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমি এই বছরের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং আমাকে নিলামে বাছাই করার জন্য, ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিককে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও লিখেছেন, ‘গত ৩ বছর ধরে বিশ্বে যা কিছু ঘটছে,তার  বড় প্রভাব পড়ছে আমার উপর। আমি মনে করি, নিজের পরিবারের সঙ্গে যে কোয়ালিটি টাইম কাটাচ্ছি, সেটাই আসল প্রাপ্তি। পাশাপাশি নিজের সঙ্গে এবং নিজের নানা কাজের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি। এর পর আবার খেলার ঠাঁসা সূচি থাকবে।’ 

তিনি আরও যোগ করেছেন, ‘আমি টাইটানদের প্রতিটি খেলা দেখব এবং তারা যাতে তাদের প্রথম বছরেই ট্রফি পায়, তার জন্য সমর্থন করব। আমাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমি আশা করি সকলে আমার সিদ্ধান্তকে সম্মান করবেন এবং সমর্থন জানাবেন।’

নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনে নেওয়ার পর, এর আগেও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন জেসন রয়। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস তাঁকে বেস প্রাইস ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। তবে ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছিলেন টুর্নামেন্ট থেকে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল।

৩১ বছর বয়সী জেসন রয় সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে দারুণ ছন্দে ছিলেন। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৬টি ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১১৬, ৫৪, ০, ১৩, ৩৮ ও ৮২ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.