বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs MI: 'সবকিছু ভুলভাল হয়েছে', চিপকে ৪,৭৭৭ দিন পরে হেরে চরম বিরক্ত রোহিত

CSK vs MI: 'সবকিছু ভুলভাল হয়েছে', চিপকে ৪,৭৭৭ দিন পরে হেরে চরম বিরক্ত রোহিত

হতাশ রোহিত। ছবি- এপি (AP)

চিপকে ৪,৭৭৭ দিন পর হারের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচ হারের ফলে হতাশ রোহিত শর্মা।

ফের হারের মুখ দেখতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হল রোহিত শর্মার দলকে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতদের টপ অর্ডার এদিন পুরোপুরি ভাবে ব্যর্থ হয়। হেভিওয়েট ক্রিকেটাররা এলেন আর গেলেন। এদিন অধিনায়কও খাতা খুলতে পারেননি। ফলে শুরু থেকেই মুম্বইকে চাপে রাখে ধোনির চেন্নাই।

শুধুমাত্র মুম্বইয়ের হয়ে এই ম্যাচে অর্ধশতরান করেন নেহাল ওয়াধেরা। ৫১ বলে ৬৪ রান করেন তিনি। নেহালের এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তাছাড়া আর কোনও ব্যাটার বড় রান করতে পারেনি। একমাত্র নেহালের ব্যাটে ভর করেই ১৩৯ রান তুলতে পারে মুম্বই। নইলে অনেক আগেই গুটিয়ে যেতে পারত তারা। কারণ মাত্র ১৪ রানেই ৩ উইকেট পড়ে যায় মুম্বইয়ের। সেই পরিস্থিতি থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় রোহিতের দল।

তবে এই ম্য়াচ জিততে অনেকটাই কম রান ছিল। তা ভালো মতোই বুঝে গিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। কিন্তু নিজেদের সেরাটা দিয়ে লড়াই জারি রাখেন তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। ম্যাচ হারতে হয় তাদের। এই ম্যাচ হারের পিছনে যে ব্যাটারদের ব্যর্থতা কারণ তা মেনে নিয়েছেন মুম্বই অধিনায়ক। চিপকে ৪,৭৭৭ দিন পরে ম্যাচ শেষে রোহিত জানান, 'আজকের দিনটা আমাদের জন্য একেবারেই ছিল না। আমাদের ব্যাটাররা রান তুলতে পারেনি। আর সেটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আমরা ম্যাচের একেবারে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলি। শুরুতেই আমরা ছন্দ হারাই।'

এই মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মুম্বইয়ের ব্যাটার তিলক ভর্মা। চোটের জন্য চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। তিলকের না থাকায় দলের যে সমস্যা হয়েছে তা মেনে নিয়েছেন অধিনায়ক। হিটম্যান বলেন, 'তিলক ছিল না বলেই আমি নিজেকে তিন নম্বরে নামিয়ে এনেছিলাম। যাতে একটু সুবিধা হয়। কিন্তু সে যাই হোক না কেন আমরা পাওয়াপ্লেতে ৩ উইকেট হারিয়ে ফেলি। সেখানেই ম্যাচ ঘুরে গিয়েছে।'

এই ম্য়াচ হারলেও বল হাতে উইকেট নিতে ভোলেননি পীযূষ চাওলা। প্রতি ম্যাচেই উইকেট নিয়ে চলেছেন তিনি। এই ম্যাচেই উইকেট নিয়েছেন সিনিয়র স্পিনার। ম্যাচ শেষে চাওলার প্রশংসা করেন হিটম্যান। মুম্বই অধিনায়ক বলেন, 'পীযূষ খুব ভালো বল করেছে। ওকে অনুসরণ করা উচিত। এটা দলগত খেলা, ফলে আমরা ঠিক এমন পারফরম্যান্স প্রত্যাশা করি। তবে আমরা এই ম্য়াচ থেকে অনেক কিছু শিখতে পারলাম। এই মরশুমে আমার ধারণা, এই বছর আমরা মোটেই হোম অ্যাডভান্টেজ পাইনি। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। শেষ দুই হোম ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কামব্যাক করার চেষ্টা করব।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন