শেষ পর্যন্ত দেশে ফেরার ছাড়পত্র পেলেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা। সোমবার বিসিসিআই-এর চাটার্ড বিমানে করে দেশে ফিরবেন আইপিএল ফেরৎ ৩৮ জন অস্ট্রেলিয়ান। সেখানে ক্রিকেটার ছাড়াও, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকর প্রত্যেকেই রয়েছেন। এমন কী করোনা মুক্ত হওয়ার পর দেশে ফেরার ছাড়পত্র পেয়েছেন মাইক হাসিও।
চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসির করোনা রিপোর্ট বৃহস্পতিবার রাতে নেগেটিভ আসে। তার পর থেকেই তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। সোমবার বাকি প্লেয়াররা যে সময়ে ফিরবেন, সেই সময়েই দোহা হয়ে দেশে ফিরবেন মাইক হাসি। আর ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলরা মলদ্বীপ থেকে সিডনি ফিরবেন। যা খবর পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, বিসিসিআই-এর চাটার্ড প্লেন আগে পার্থে দাঁড়াবে। তার পর সিডনি যাবে। আইপিএল ফেরৎ অস্ট্রেলিয়ানরা দেশে পৌঁছানোর পর আগে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার পরে বাড়ি ফিরতে পারবেন।
করোনার জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পরে বাকি বিদেশিরা নিজেদের বাড়ি ফিরে গেলেও, অস্ট্রেলিয়ানরা আটকে পড়েছিলেন। কারণ করোনার জন্যই ও দেশে ভারত থেকে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তার মধ্যে মাইক হাসিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বাড়ি ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।