আইপিএলের নয় মরশুমের দীর্ঘ কেরিয়ারে মেগা নিলামের আগে গ্লেন ম্যাক্সওয়েলকে এই প্রথমবার কোনও দল ধরে রাখল। উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিটি নিলামে অজি তারকার দাম বেড়েছে। এবার আরসিবি তাঁকে ধরে রাখায় এই প্রথমবার তাঁর দামও গেল কমে।
1/7২০১২ সালে ট্রেভিস বার্টের পরিবর্ত হিসেবে দিল্লি ডেয়ারডেভিলস দলে নেয় গ্লেন ম্যাক্সওয়েলকে। তাঁর দাম ছিল ২০ হাজার মার্কিন ডলার।
2/7২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স ৫ কোটি ৩০ লক্ষ টাকায় কিনে নেয় ম্যাক্সওয়েলকে।
3/7২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাব অজি অল-রাউন্ডারকে দলে নেয় ৬ কোটি টাকার বিনিময়ে।
4/7২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস ৯ কোটি টাকার বিনিময়ে দলে নেয় ম্যাক্সওয়েলকে।
5/7২০২০ সালে ম্যাক্সওয়েলকে ১০.৭৫ কোটি টাকায় পুনরায় কিনে নেয় কিংস ইলেভেন পঞ্জাব।
6/7২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গ্লেন ম্যাক্সওয়েলকে কেনে ১৪.২৫ কোটি টাকার বিনিময়ে।
7/7২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১১ কোটি টাকার বিনিময়ে ধরে রাখে অজি অল-রাউন্ডারকে।