IPL 2022-এর পরেই কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নেবেন ব্রেন্ডন ম্যাকালাম। দেখে নেওয়া যাক তাঁর জায়গায় নাইট রাইডার্সের নতুন কোচ হওয়ার দাবি জানাতে পারেন কারা।
1/5২০১৪ পর্যন্ত কলকাতার হয়ে মাঠে নামার পরে জ্যাক কালিস কেকেআরের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকা পালন করেন। ট্রেভর বেলিসের পরে কলকাতার হেড কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় প্রোটিয়া অল-রাউন্ডারের কাঁধে। কলকাতা কালিসকে হেড কোচ হিসেবে ফিরিয়ে আনলে অবাক হওয়ার কিছু থাকবে না।
2/5ট্রেভর বেলিসের কোচিংয়েই কলকাতা দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাকালামের জায়গায় বেলিসকে পুনরায় ফিরিয়ে আনতে পারে নাইট রাইডার্স।
3/5ম্যাকালামের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর দাবি জানাতে পারেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়ার পরে তিনি এখনও কোনও দলের সঙ্গে যুক্ত হননি। অস্ট্রেলিয়ার জাতীয় দলকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন করানো ছাড়াও কোচ হিসেবে তিনবার পারথ স্কর্চার্সকে বিবিএল চ্যাম্পিয়ন করিয়েছেন ল্যাঙ্গার।
4/5কেকেআরের মেন্টর থেকে হেড কোচের দায়িত্ব নেওয়া অসম্ভব নয় ডেভিড হাসির। মেগা নিলাম থেকে নতুন করে গড়ে তোলা স্কোয়াডের সঙ্গে পরিচিত বলেই ম্যাকালামের পরে তাঁকে দায়িত্ব দিতে পারে কলকাতা।
5/5কলকাতা নাইট রাইডার্স তথা আইপিএলে কোচিংয়ের নিরিখে সাইমন কাটিচ পরিচিত মুখ। এবছর মেগা নিলামের পরে হায়দরাবাদের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচিং টিমে ছিলেন কাটিচ। জ্যাক কালিস কলকাতার হেড কোচ থাকার সময় কাটিচ তাঁর সহকারীর দায়িত্ব পালন করেছেন। ম্যাকালামের পরে কলকাতা কাটিচকে নতুন করে দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারে।