তারকার তকমা থাকা সত্ত্বেও যে পাঁচ ক্রিকেটারকে রিটেন করেনি তাঁদের দল, আইপিএল নিলামে তাঁরা কিন্তু সাড়া ফেলে দেবে। জেনে নিন কোন পাঁচ ক্রিকেটারকে নিয়ে চলছে নানা অঙ্ক কষা। তবে এঁদের মধ্যে কেউ কেউ হয়তো নতুন দুই ফ্র্যাঞ্চাইজি টিমেও যোগ দিতে পারেন।
1/5কেএল রাহুল নাকি নিজেই পঞ্জাব কিংসে থাকতে চাইনি। নিলামে অংশ নিতে চেয়েছে। এমনটা জানিয়েছেন কোচ কুম্বলে। সূত্রের খবর অবশ্য, রাহুলকে নাকি ২০ কোটি টাকার বিনিময়ে নিতে চলেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। তবে নতুন দুই দল যদি তাঁকে না নেয়, সেক্ষেত্রে নিলামে বড় আকর্ষণ থাকবে রাহুলকে নিয়ে।
2/5সানরাইজার্স হায়দরাবাদের ওপেনারকে রিটেন করা হয়নি। তবে জনি বেয়ারস্টোর কিন্তু দল পেতে সমস্যা হবে না। কারণ তাঁর পার ফরম্যান্স যা তাতে নিলামে তাঁকে নিয়ে কাড়াকাড়ি হবে। আর যদি নতুন ফ্র্যাঞ্চাইজি আগেই নিয়ে নেয়, তা হলে আলাদা বিষয়।
3/5ডেভিড ওয়ার্নারের সঙ্গে গত মরশুমে কয়েক ম্যাচ গড়ানোর পর থেকেই ঝামেলা শুরু হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। যে কারণে এ বার যে তাঁকে রিটেন করা হবে না, সেই বিষয়ে নিশ্চিত ছিল সকলেই। তবে ওয়ার্নার টি-টোয়েন্টি বিশ্বকাপে য়া খেলেছেন, তাতে আইপিএলের নিলামে তিনি বড় দর পাবে। আর আগেই যদি নতুন দুই ফ্র্যাঞ্চাইজিক সঙ্গে চুক্তিবদ্ধ হয়, সে ক্ষেত্রে নিলাম পর্যন্ত যেতে হবে না ওয়ার্নারকে।
4/5কলকাতা নাইট রাইডার্স শুভমান গিলের পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ারকেই রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে। যার অর্থ হল নিলামে অন্য দলগুলো গিলকে পেতে মরিয়া থাকবে। নতুন ফ্র্যাঞ্চাইজি দলে সই না করলে নিলামে তাঁর চাহিদা তুঙ্গে থাকবে। কারণ গিলের বয়স কম। পারফরম্যান্সও ভালো।
5/5ঋষভ পন্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকলে, তিনি যে সেই দলে আর খেলবেন না, সে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। দিল্লি পন্তকেই অধিনায়ক হিসেবে রেখে দিয়েছে। তাই দিল্লি ছেড়ে নিলামের জন্য ফ্রি হয়ে গিয়েছেন শ্রেয়স। তবে নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোনও দলে যোগ দিলে আলাদা বিষয়। কিন্তু যদি তিনি তা না করেন, নিলামে কিন্তু তাঁকে নেওয়ার জন্য বড় অঙ্কের বাজেট থাকবে। কারণ এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স।