বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR-এর কাছে হারের জন্য রাহুলদের ধমক দেবেন গম্ভীর! আকাশ চোপড়ার মজা

RR-এর কাছে হারের জন্য রাহুলদের ধমক দেবেন গম্ভীর! আকাশ চোপড়ার মজা

গৌতম গম্ভীরের সঙ্গে তার দল (ছবি:আইপিএল)

আকাশ চোপড়া বলেন, ‘আমি মনে করি তাদের (লখনউয়ের খেলোয়াড়) আবার গৌতম গম্ভীর বকুনি দেবে। কারণ শীর্ষ দুই-এ পৌঁছানোর সুযোগ আর আপনার হাতে নেই। আমি কেএল রাহুলকে একটি প্রশ্ন করতে চাই, আপনি আটজন বোলার ব্যবহার করেছেন, কখনও কখনও আপনার এত বিকল্পের প্রয়োজন হয় না।’

লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে রবিবার আইপিএল ২০২২ এর ৬৩নম্বর ম্যাচে রাজস্থান রয়্যালস দুর্দান্ত জয় পেয়েছে। ব্যাট এবং বলে দুরন্ত পারফরম্যান্স করে সকলের প্রশংসা পেয়েছেন ট্রেন্ট বোল্ট। এই ম্যাচে বোল্ট ৯ বলে ১৭ রান করে রাজস্থানকে ১৭৮-৬ স্কোরে পৌঁছাতে সাহায্য করে। পরে তিনি চার ওভার বল করে ১৮ রানে দুই উইকেট নেন। এরফলে স্যামসনরা ২৪ রানে জয়ী হয়। ম্যাচ জয়ের পিছনে ছিল ট্রেন্ট বোল্টের বড় ভূমিকা। বোল্টের পারফরমেন্স এদিনের ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে আকাশ চোপড়া একটি মজা করেছেন।  

নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিয়োতে বোল্টের পারফরম্যান্স সম্পর্কে আকাশ চোপড়া বলেন, ‘প্রথমে বোল্ট ব্যাট করতে নেমেছিল। রাজস্থানের হয়ে কেউ হাফ সেঞ্চুরি করেননি, কিন্তু তবুও আপনি ১৭০ পেরিয়েছেন। সবাই ভালো কাজ করেছে। কেউ কেউ ৩০-৪০ রান করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের ইনিংস বিপক্ষ দলের নাট-বোল্ট আলগা করে দিয়েছিল। খুব সুন্দর ভাবে দু-তিনটি চার মেরে ছিলেন তিনি।’

বোল্টের বোলিংয়ের প্রশংসা করে চোপড়া বলেন, ‘এর পর যখন বোলিংয়ের কথা আসে, তখন তিনি দুই ব্যাটসম্যানকে আউট করেন। প্রথমে কুইন্টন ডি’কক এবং তারপর আয়ুষ বাদোনি। একেবারে চাঞ্চল্যকর বোলিং করেছেন তিনি। গভীর তারার মতো ফিল্ডিং করছিলেন তিনি। তাই ট্রেন্ট বোল্ট ছিলেন আমার ম্যাচ রক্ষক। তাকে একেবারেই অসাধারণ লাগছিল।’

লখনউয়ের পারফরম্যান্স সম্পর্কে আকাশ চোপড়া বলেছেন যে দলকে আবারও মেন্টর গৌতম গম্ভীর দ্বারা বকা ঝকা করা হবে। কেএল রাহুলের নেতৃত্বাধীন দল টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর আগে রবিবার দলটি গুজরাট টাইটানসের (জিটি) কাছে ৬২ রানে হেরেছিল। তারপর লখনউ-এর মেন্টর গম্ভীর তার খেলোয়াড়দের লড়াই না করে হাল ছেড়ে দেওয়ার জন্য তিরস্কার করেছিলেন।

আকাশ চোপড়া বলেন, ‘আমি মনে করি তাদের (লখনউয়ের খেলোয়াড়) আবার গৌতম গম্ভীর বকুনি দেবে। কারণ শীর্ষ দুই-এ পৌঁছানোর সুযোগ আর আপনার হাতে নেই। আমি কেএল রাহুলকে একটি প্রশ্ন করতে চাই, আপনি আটজন বোলার ব্যবহার করেছেন, কখনও কখনও আপনার এত বিকল্পের প্রয়োজন হয় না। তার কাছে অনেক অপশন ছিল তাই কাকে দিয়ে ওভার করাবেন সেটা তারা বুঝতে পারেননি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন