বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Gambhir vs Kohli: 'গম্ভীরের বিশ্বকাপ জয়ের কথা ভুলে যাবে', বিরাটের সঙ্গে ঝামেলা নিয়ে বললেন মনোজ

Gambhir vs Kohli: 'গম্ভীরের বিশ্বকাপ জয়ের কথা ভুলে যাবে', বিরাটের সঙ্গে ঝামেলা নিয়ে বললেন মনোজ

বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। ছবি- এএফপি (AFP)

গত কয়েক দিন আগেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান গৌতম গম্ভীর। এই ঘটনায় উত্তাল ভারতীয় ক্রিকেট। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মনোজ তিওয়ারি।

চলতি আইপিএলে কয়েকদিন আগেই একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে নবীন উল হকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি। সেই ঝামেলার রেশ ম্যাচের পরেও থেকে যায়। আর সেই জন্যই ম্যাচের শেষে সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গাম্ভীরের সঙ্গেও কথা কাটাকাটি হয় প্রাক্তন ভারত অধিনায়কের। এই ঝামেলার জন্য বিভিন্ন মহল থেকে সমালোচনা ঝড় বয়ে আসে ক্রিকেটারদের প্রতি। তবে ঝামেলা এত বড় হওয়ার কথাই ছিল না। তবে কয়েকটি প্রতিবেদনের থেকে বোঝা গিয়েছে হয়তো এই ঝামেলা কোহলির আক্রমণাত্মক কথার জন্য হয়েছে। তাদের এই রকম আচরণের জন্য প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনা করেন।‌ এবার এই নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি। তিনি জানান বিসিসিআইয়ের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

সেই ম্যাচে আরসিবি ১২৬ রানের টার্গেট দিলেও সুপার জায়ান্টস সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। হারতে হয় তাদের। ম্যাচে ঝামেলার পর বিসিসিআই কঠোর ব্যবস্থা নেয় তাদের বিষয়ে। বিসিসিআই আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য কোহলি এবং গম্ভীর উভয়কেই ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমান করেন। তবে সুনীল গাভাসকর এবং বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন, এই শাস্তি তাদের জন্য যথেষ্ট নয়। কেউ যাতে পরবর্তীতে এমনটা না করে সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ছিল। এই দুইজনকে কিছুদিনের জন্য খেলা থেকে বাইরে রাখা উচিত ছিল।

মনোজ তিওয়ারি জানান, বিসিসিআইকে ঝগড়ার মূল কারণ খুঁজে বার করে আরও বড় শাস্তি ব্যবস্থা করতে পারত। এই বঙ্গ ক্রিকেটার ক্রিকবাজে বলেন, 'বিসিসিআইয়ের একটি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কারণ এই ঝামেলা কোনও মজার দৃশ্য নয়। বিশেষ করে যখন কেউ দলের অধিনায়ক হয়ে থাকে। আইপিএল বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট। অনেকেই এই খেলা দেখে বিশেষ করে তরুণ-তরুণীরা। অনেক তরুণ যারা বিরাটের মতো ক্রিকেটার হতে চায়। তাই এই ধরনের ঝামেলার মূল কারণ খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ।'

তিনি আরও বলেন, 'এই ঘটনার পর হয়তো অনেকেই ভুলে যাবে ভারতের অন্যতম ক্রিকেটার গম্ভীর ভারতের শেষ দুটি বিশ্বকাপ জয়ের ভূমিকা পালন করেছে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপে বাঁহাতি ক্রিকেটারের জন্যই জিততে পেরেছিল। বিশেষ করে ২০০৭ টি-টোয়েন্টিতে গম্ভীর ভারতের জন্য সর্বোচ্চ স্কোর করে। এছাড়াও ২০১১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপেও ফাইনালে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.