বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও- গিলের প্রশংসায় বিরাট বার্তা, কী বোঝাতে চাইলেন কোহলি?

পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও- গিলের প্রশংসায় বিরাট বার্তা, কী বোঝাতে চাইলেন কোহলি?

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুভমন গিলের শতরান (ছবি-এএফপি) (AFP)

তরুণ ব্যাটসম্যান শুভমন গিলের প্রশংসায় এগিয়ে এসেছেন বিরাট কোহলি। শুভমন গিলের সেঞ্চুরির পর মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গিলকে নিয়ে একটি পোস্ট লেখেন বিরাট কোহলি। এই বার্তায় শুভমন গিলকে পরবর্তী প্রজন্মের তারকা বলেছেন বিরাট। 

তরুণ ব্যাটসম্যান শুভমন গিলের প্রশংসায় এগিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে ভারতীয় ক্রিকেটের তারকা খেলোয়াড় বিরাট কোহলি। আইপিএল ২০২৩-এ, শুভমন গিল সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলায় তাঁর প্রথম আইপিএল সেঞ্চুরিটি করেছেন। এর পর তাঁর প্রশংসাকারীদের ভিড় ছিল। বিরাট কোহলিও এই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। বিরাট কোহলি সবসময় তরুণদের সমর্থন করেন এবং তাদের প্রশংসা করার একটি সুযোগও ছাড়েন না। এদিনও সেটাই দেখা গেল।

শুভমন গিলের সেঞ্চুরির পর মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গিলকে নিয়ে একটি পোস্ট লেখেন বিরাট কোহলি। এই বার্তায় শুভমন গিলকে পরবর্তী প্রজন্মের তারকা বলেছেন বিরাট। কোহলির ইমস্টা স্টোরিতে গিলকে ট্যাগ করে কোহলি লিখেছেন, ‘সম্ভাবনা আছে, কারণ সেখানে গিল আছে। এগিয়ে যাও এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দিও। শুভমন গিল ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

<p>শুভমন গিলকে নিয়ে বিরাট কোহলির বার্তা (ছবি-ইনস্টাগ্রাম)</p>

শুভমন গিলকে নিয়ে বিরাট কোহলির বার্তা (ছবি-ইনস্টাগ্রাম)

আরও পড়ুন… ভিডিয়ো: ধোনির সই নিয়ে কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন, গাভাসকর জানালেন জীবনের শেষ ইচ্ছার কথা

এই বার্তার মাধ্যমেই স্পষ্ট যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটের হাল গিলদের হাতে যেতে চলেছে। এই বার্তার মাধ্যমে ভারতের ভবিষ্যত নিয়েও ইঙ্গিত দিয়েছেন বিরাট। এক দিন আগেই বিরাট-রোহিতের টি টোয়েন্টির ভবিষ্যত নিয়ে কথা বলেছিলেন রবি শাস্ত্রী। এরপরে প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়াও কেএল রাহুল, বিরাট কোহলি ও রোহিত শর্মার কেরিয়ার নিয়ে কথা বলেছিলেন। এমন সময় তাদের দাবি ছিল এবার হয়তো টি টোয়েন্টিতে কোহলি-রোহিতদের সময় শেষ। তাহলে প্রশ্ন হল কে নেবে এদের জায়গা। এর উত্তর বিরাট কোহলি নিজেই দিয়ে দিলেন।

আরও পড়ুন… GT vs SRH: রিঙ্কুর কাছে এক ওভারে ৫ ছক্কা হজম করার ৩৬ দিন পরে ফের মাঠে নামলেন GT -র যশ দয়াল

শুভমান গিলকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এ সেরা ফর্মে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ৫৭৬ রান করেছেন তিনি। এই মুহূর্তে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় নম্বরে রয়েছেন শুভমন। এই সময়ে আইপিএল-এ নিজের প্রথম সেঞ্চুরিটিও করে ফেলেছেন গিল। যা সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে এসেছিল। তিনি গুজরাট টাইটানসের হয়ে ১০০০ রান করা প্রথম খেলোয়াড়ও হয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে গুজরাট টাইটানসের ম্যাচের কথা বললে, এদিন প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানসের হয়ে কোনও অ্যাকাউন্ট না খুলেই আউট হন ঋদ্ধিমান সাহা। এরপর গিল ও সাই সুদর্শন (৪৭) ১৪৭ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করে দলকে ১৮৯ রানে নিয়ে যান শুভমন গিল। হায়দরাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার ৫টি উইকেট (৫/৩০) শিকার করেন।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl) 

জবাবে, পাওয়ারপ্লে শেষে SRH তাদের ৪৫ রানে ৪ উইকেট হারিয়েছিল হায়দরাবাদ। কঠিন সময়ে, হেনরিখ ক্লাসেন একটি হাফ সেঞ্চুরি (৬৪) নিয়ে লড়াই করেছিলেন, কিন্তু দলকে জেতাতে পারেননি। হায়দরাবাদ ২০ ওভারে মাত্র ১৫৪ রান করতে পারে এবং ৩৪ রানে হেরে যায়। এর ফলে চলতি আইপিএল-এর প্লে অফে যাওয়ার রাস্তা তাদের জন্য বন্ধ হয়ে যায়। তবে এই ম্যাচে জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠেছে গুজরাট টাইটানস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.