বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK: দর্শনের নো-বলের বিরাট মাশুল দিল গুজরাট, আউট হয়েও বেঁচে গিয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি রুতুরাজের- ভিডিয়ো

GT vs CSK: দর্শনের নো-বলের বিরাট মাশুল দিল গুজরাট, আউট হয়েও বেঁচে গিয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি রুতুরাজের- ভিডিয়ো

দর্শনের নো-বলে আউট হয়ে বাঁচেন রুতুরাজ। ছবি- টুইটার।

Gujarat Titans vs Chennai Super Kings IPL 2023 Qualifier 1: চিপকে ব্যক্তিগত ২ রানের মাথায় দর্শন নালকান্ডের ভুলে জীবনদান পান রুতুরাজ গায়কোয়াড়।

একটি নো-বলের কতবড় মাশুল দিতে হতে পারে, চলতি আইপিএলে হাড়ে হাড়ে টের পেয়েছেন একাধিক বোলার। সব থেকে বড় শিক্ষা পেয়েছেন সন্দীপ শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের শেষ বলে সন্দীপ নো-বল করায় জিতে গিয়েও ম্যাচ হারতে হয় রাজস্থান রয়্যালসকে।

এবার আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে দর্শন নালকান্ডের একটি নো-বলের বিরাট মাশুল দিতে হয় গুজরাট টাইটানসকে। চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের যেখানে মাত্র ২ রানে সাজঘরে ফেরার কথা ছিল, জীবনদান পেয়ে তিনি সেখানে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে চেন্নাইকে শক্ত ভিতে বসিয়ে দেন।

দর্শন নালকান্ডেকে লিগ পর্বের একটিও ম্যাচে মাঠে নামায়নি গুজরাট টাইটানস। তাঁকে সরাসরি চেন্নাইয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামিয়ে দেন হার্দিক পান্ডিয়ারা। মহম্মদ শামির সঙ্গে নতুন বলে দৌড় শুরু করেন দর্শন।

দ্বিতীয় ওভারে দর্শনের প্রথম বলে ১ রান নেন ডেভন কনওয়ে। দ্বিতীয় বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন রুতুরাজ। তবে সেটি নো-বল হওয়ায় বেঁচে যান গায়কোয়াড়। দর্শন পুনরায় তৃতীয় বল করলে ফ্রি-হিটে ছক্কা হাঁকান রুতুরাজ। চতুর্থ বলে চার মারেন তিনি। উইকেট পাওয়ার বদলে সেই ওভারে ১৪ রান খরচ করেন দর্শন।

আরও পড়ুন:- WTC Final: কেমন হবে ওভালের পিচ, হদিশ দিলেন পন্টিং, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রাণ ওষ্ঠাগত হতে পারে রোহিতদের

রুতুরাজ গায়কোয়াড় ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ইনিংসের ১০.৩ ওভারে মোহিত শর্মার বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন গায়কোয়াড়। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। কনওয়ের সঙ্গে ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করেন রুতুরাজ।

আরও পড়ুন:- ২০২৩-এ এই নিয়ে তিনবার কোহলির পার্টি ভেস্তে দিলেন গিল, বিরাট যখনই সেঞ্চুরি করেন, পালটা শতরানে স্পটলাইট কাড়েন শুভমন

দর্শন পরে অজিঙ্কা রাহানের মূল্যবান উইকেটটি তুলে নিলেও ৪ ওভারে ৪৪ রান খরচ করেন। শুরুতেই রুতুরাজের উইকেট তুলে নিতে পারলে তাঁর বোলিং গড় তুলনায় ভালো হতো সন্দেহ নেই। তাঁর দল গুজরাট টাইটানসও তুলনায় ভালো জায়গায় থাকতে পারত। রুতুরাজের হাফ-সেঞ্চুরিতে ভর করে চেন্নাই শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করে।

সুতরাং, একটি নো-বলের কতবড় প্রভাব পড়তে পারে ম্যাচে, সেটা আরও একবার দেখা যায় চলতি আইপিএলে। বিষয়টা বোঝেন বলেই মহেন্দ্র সিং ধোনি টুর্নামেন্টের একেবারে শুরুতেই চেন্নাইয়ের বোলারদের হুঁশিয়ারি দিয়ে রাখেন যে, নো-ওয়াইড না কমালে তাদের অন্য ক্যাপ্টেনের নেতৃত্বে মাঠে নামতে হতে পারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন