বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK, IPL 2023 Final: CSK-কে শুভেচ্ছায় ভাসালেন সচিন, কোহলি, রাহুলরা, আলাদা করে উল্লেখ করলেন ধোনির নাম

GT vs CSK, IPL 2023 Final: CSK-কে শুভেচ্ছায় ভাসালেন সচিন, কোহলি, রাহুলরা, আলাদা করে উল্লেখ করলেন ধোনির নাম

সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি।

পঞ্চম আইপিএল ট্রফি জয়ের পর চেন্নাই সুপার কিংসকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন প্রাক্তন এবং বর্তমান তারকা ক্রিকেটাররা। বিশেষ করে প্রত্যেকেই আলাদা করে উল্লেখ করলেন ধোনির নাম।

চেন্নাই সুপার কিংস পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর একটি দুর্দান্ত পোস্ট করেছেন। সোমবার রাতে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস শেষ বলের থ্রিলারে গুজরাট টাইটান্সকে পরাজিত করে ২০২৩ আইপিএলের শিরোপা জিতে নিয়েছে। ম্যাচের শেষ দুই বলে একটি ছক্কা ও চার মেরে রবীন্দ্র জাদেজা সিএসকে-কে রেকর্ড-সংখ্যক বার পঞ্চম আইপিএল শিরোপা জেতাতে সাহায্য করেছেন।

আরও পড়ুন: এই মিরাকেল করতে শুধু তুমিই পারো- CSK-কে চ্যাম্পিয়ন করার পর ধোনিকে বললেন শ্রীনি

২০২৩ আইপিএল ফাইনালের পর ধোনির সিএসকে এবং হার্দিকের নেতৃত্বাধীন টাইটান্সের প্রশংসা করে টুইটার এবং ইনস্টাগ্রামে সচিন লিখেছেন, ‘ধোনি এবং পুরো চেন্নাই টিমকে অভিনন্দন আরও একটি আইপিএল শিরোপা জয় করার জন্য। একেবারে শেষ বল পর্যন্ত গুজরাট টাইটান্সের প্রচেষ্টাও প্রশংসনীয়। দুর্ভাগ্যবশত খেলায় শুধুমাত্র একজনই জিততে পারে। কিন্তু দুই দলই আমাদের হৃদয় জয় করে নিয়েছে! ভাল খেলেছে, সবাই!’

প্রাক্তন ভারত অধিনায়ক, যিনি এমআই-এর পরামর্শদাতাও, তাদের জয়ের পিছনে প্রধান কারণ হিসাবে সিএসকে-এর গভীরতার কথাও বলেছেন। সচিন লিখেছেন, ‘এখনও পর্যন্ত সবচেয়ে চিত্তাকর্ষক আইপিএল মরশুমগুলির মধ্যে এটি একটি ছিল! চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স দুই দলই প্রচণ্ড লড়াই করেছিল। কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা জয়ের কারণ হিসেবে প্রমাণিত হয়েছে। ঠিক যেমনটি আমি বলেছিলাম। বিজয়ী নির্বাচন করা কোনও সহজ কাজ ছিল না। প্রথম থেকেই উভয় দলেরই ব্যতিক্রমী পারফরম্যান্স। শেষ বল পর্যন্ত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’

আরও পড়ুন: GT-র মোহিত যেন ‘ফিনিক্স পাখি’, তবু মহাভারতের কর্ণ হয়েই থাকতে হল হরিয়ানার পেসারকে

শুধু সচিন একাই নয়, বিরাট কোহলি, কেএল রাহুলরাও সিএসকে চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ধোনিদের প্রশংসা করে আর শুভেচ্ছা জানিয়ে তাঁরা মন জয় করা পোস্ট দিয়েছেন। কোহলি লিখেছেন, ‘অসাধারণ চ্যাম্পিয়ন রবীন্দ্র জাদেজা, ওয়েল ডাব সিএসকে এবং বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি।’

<p>বিরাট কোহলির পোস্ট।</p>

বিরাট কোহলির পোস্ট।

রাহুল আবার লিখেছেন, ‘দুই দলই ফিল্ডে সকলের মন জয় করেছে। সত্যিকারের কিংবদন্তি, যার সোনার মতো হৃদয়। পঞ্চম শিরোপার জন্য সিএসকে-কে শুভেচ্ছা।’

<p>লোকেশ রাহুলের পোস্ট।</p>

লোকেশ রাহুলের পোস্ট।

সোমবার মধ্যরাতে আমদাবাদের মোতেরায় ৫ উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে গুজরাট। বৃষ্টিতে প্রায় আড়াই ঘণ্টা নষ্ট হওয়ায় ১৫ ওভারে চেন্নাইয়ের টার্গেট দাঁড়ায় ১৭১। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। ঘড়ির কাঁটায় তখন ঠিক দেড়টা। প্রথম বলে রান নিতে পারেনি চেন্নাই। প্রথম চার বলে হল মাত্র ৩ রান। এখানেই ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল। বাকিটা ইতিহাস। পাঁচবার আইপিএল জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলল চেন্নাই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন