বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK, IPL 2023 Final: ব্যাটারদের লড়াই হবে আমদাবাদে, তফাৎ গড়তে পারে শুভমন- ফাইনালের প্রিভিউ করলেন সচিন

GT vs CSK, IPL 2023 Final: ব্যাটারদের লড়াই হবে আমদাবাদে, তফাৎ গড়তে পারে শুভমন- ফাইনালের প্রিভিউ করলেন সচিন

শুভমন গিল এবং সচিন তেন্ডুলকর।

কোয়ালিফায়ার-টু-তে মাঠে বসে সচিন তেন্ডুলকর শুভমনের ঝড়ে দেখেছিলেন। দেখেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের শোচনীয় হার। শুভমনের জন্য নাস্তানাবুদ হতে হয়েছিল মুম্বইকে। আর ফাইনালের আগে শুভমনের প্রতি মুগ্ধতা জাহির করলেন সচিন।

প্রাক্তন ভারত এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সচিন তেন্ডুলকর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শুভমন গিলকে। শুভমন ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আপাতত সর্বোচ্চ স্কোরার। এবং তিনিই অরেঞ্জ ক্যাপ জয়ী হতে চলেছে। কারণ তাঁর ধারেকাছে কেউই নেই।

কোয়ালিফায়ার-টু-তে মাঠে বসে সচিন তেন্ডুলকর শুভমনের ঝড়ে দেখেছিলেন। দেখেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের শোচনীয় হার। শুভমনের জন্য নাস্তানাবুদ হতে হয়েছিল মুম্বইকে। দশটা ছয় এবং সাতটি বাউন্ডারি হাঁকিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন শুভমন। তাঁর জেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছিলেন সচিনের মুম্বইকে।

আরও পড়ুন: ‘যত্র প্রতিভা অবসর প্রাপ্যনতি’- IPL ট্রফির গায়ে লেখা এই সংস্কৃত শ্লোকের অর্থ কী জানেন?

শুভমনের সঙ্গে ম্যাচের দিনই সচিনকে কথা বলতে দেখা গিয়েছিল। এর পর তিনি টুইটারে শুভমনকে নিয়ে আবেগে ভেসেছেন। সচিন লিখেছেন, ‘এই মরশুমে শুভমন গিলের পারফরম্যান্স অবিস্মরণীয় থেকে কম কিছু নয়, ওর দুটি সেঞ্চুরির একটি আমাদের আইপিএলে ফিরিয়ে এনেছিল। পরের শতরান আইপিএল থেকে ছিটকে দিল।’

তিনি আরও যোগ করেছেন, ‘শুভমনের ব্যাটিংয়ে আমাকে যেটা সত্যিই মুগ্ধ করেছে, সেটা হল ওর অসাধারণ মেজাজ, অটল প্রশান্তি, রানের খিদে এবং উইকেটের মধ্যে দ্রুত গতিতে দৌড়। মুম্বইয়ের বিরুদ্ধে বারো ওভারের পর থেকে গিল যে ব্যাটিং করেছিল তার জবাব ছিল না আমাদের বোলারদের কাছে।’

শোনা যায়, শুভমনের গিল নাকি সচিন কন্যা সারা সম্পর্কে রয়েছেন। যদিও কেউ এই বিষয়ে কোন কিছু খোলাখুলি স্বীকার করেননি এখনও পর্যন্ত। কিন্তু কথায় আছে, যা রটে, তার কিছুটা তো বটে। আর শুভমনকে নিয়ে সচিনের এই উচ্ছ্বসিত প্রশংসা কি মেয়ের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ার প্রথম ধাপ?

এর বাইরেও অন্য দুই ব্যাটসম্যান হিসেবে হার্দিক পাণ্ডিয়া এবং ডেভিড মিলারের নাম নিয়েছেন সচিন, যাঁরা রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে গুজরাটের বড় অস্ত্র হয়ে উঠবেন।

পাশাপাশি সচিন চারবারের চ্যাম্পিয়নদের সম্পর্কে লিখেছেন, ‘আশা করছি আজ ফাইনালে আবার একটা দুর্দান্ত ব্যাটিং দেখতে পাব। মনে রাখতে হবে চেন্নাই সাত আট নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে। ধোনি নিজেও আসছে অনেক শেষে। একটা দুর্দান্ত ফাইনাল হতে চলেছে আমি নিশ্চিত।’

আরও পড়ুন: শুভমনকে তাড়াতাড়ি ফেরাতে হবে- GT ওপেনারকেই ত্রাস বলছেন CSK কোচ

এ দিকে এই মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে এখনও পর্যন্ত ৮৫১ রান করেছেন শুভমন গিল। যার মধ্যে চারটি হাফ সেঞ্চুরি এবং তিনটি সেঞ্চুরি রয়েছে।

লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট, এই সপ্তাহের শুরুতে কোয়ালিফায়ার-ওয়ানে চেন্নাইয়ের কাছে বাজে ভাবে হেরে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা দুরন্ত প্রত্যাবর্তন করে। মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে টানা দ্বিতীয় বছর ফাইনালে জায়গা করে নেয় টাইটান্স।

এ দিকে চেন্নাই সুপার কিংস দশ নম্বর বার আইপিএল ফাইনাল খেলতে নামবে। কোয়ালিফায়ার-ওয়ানে হার্দিকের টিমকে উড়িয়ে আত্মবিশ্বাসী হয়ে রয়েছে তারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন