বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK, IPL 2023 Final: রিজার্ভ ডে-তেও বৃষ্টির সম্ভাবনা পুরো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে ম্যাচ হয়তো ভাসবে না

GT vs CSK, IPL 2023 Final: রিজার্ভ ডে-তেও বৃষ্টির সম্ভাবনা পুরো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে ম্যাচ হয়তো ভাসবে না

বৃষ্টিতে ভাসল ম্যাচ, রিজার্ভ ডে-তে হবে আইপিএল ফাইনাল।

ভারতীয় আবহাওয়া বিভাগ সোমবার (২৯ মে) হালকা বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কপাল পুড়বে ধোনির চেন্নাই সুপার কিংসের।

শেষ পর্যন্ত রবিবার হলই না গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল। বৃষ্টির জেরে এ দিন ম্যাচে একটিও বল হল না। বৃষ্টির কারণে একদিন পিছিয়েই গেল ম্যাচ। সোমবার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল ম্যাচ। সোমবার নিয়ম মেনে সন্ধ্যে ৭টায় টস হবে। সাড়ে ৭টা থেকে খেলা শুরু হবে। একই নিয়মে খেলা হবে। কিন্তু প্রশ্ন হল সোমবার খেলা করা সম্ভব হবে তো? ফের বৃষ্টিতে ভেসে যাবে না তো ম্যাচ? কী বলছে পূর্বাভাস?

সোমবারের আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে কিছুটা স্বস্তি ফিরতে পারে ভক্তদের। রিজার্ভ ডে-র পূর্বাভাস অনুযায়ী, সে অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশে মেঘ থাকলেও, দিনে ৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ম্যাচ চলার সময়ে রাত সাড়ে দশটা পর্যন্ত ৭ শতাংশ মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততক্ষণে ম্যাচের সিংহভাগ খেলা হয়ে যাবে। সাড়ে দশটার পর বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ১১ শতাংশ। রাতে হয়তো ২০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: ভারতীয় জার্সিতে ধোনির শেষ ম্যাচ ছিল বৃষ্টিবিঘ্নিত, আম্পায়ার ছিলেন রড টাকার, একই চিত্রনাট্য IPL 2023 ফাইনালে

আবহাওয়াবিদ নবদীপ দাহিয়া বলেছেন, ‘আশা করি রিজার্ভ ডে-তে ম্যাচটা হতে পারবে। সোমবার (সন্ধ্যা-রাত্রিতে) বৃষ্টির পূর্বাভাস আছে। তবে সম্ভাবনা আজকের তুলনায় কম। কারণ আজ ভারী বৃষ্টিতে বায়ুমণ্ডল কিছুটা শীতল হয়েছে।’ ভারতীয় আবহাওয়া বিভাগ সোমবার (২৯ মে) হালকা বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে।

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপর-বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেছিলেন। অনেকেই ধরে নিয়েছেন, এটিই ধোনির শেষ ম্যাচ। তাই হলুদ জার্সি গায়ে দর্শকেরা ভিড় করে আসেন স্টেডিয়ামে। গুজরাট টাইটান্সের ঘরের মাঠে খেলা হলেও দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না। এ বারের আইপিএলে ধোনি যখন যে শহরে খেলেছেন, সর্বত্রই এই একই ছবি দেখা গিয়েছে। কিন্তু রবিবার আমদাবাদের দর্শকদের হতাশ হতে হয়। বৃষ্টির জন্য দেখা যায়নি ধোনির খেলা।

আরও পড়ুন: এটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে, আর ফিরছি না- IPL ফাইনালের আগেই অবসরের ঘোষণা রায়ডুর

আগে থেকেই রবিবার আমদাবাদে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। মুষল ধারে বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ ঢাকা ছিল। মাঝে মাঝে বৃষ্টি কমলেও, আবার ঝেঁপে নামছিল বৃষ্টি। আম্পায়াররা রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ পিছিয়ে দেয়। সোমবার রিজার্ভ ডে-তেই হবে ম্যাচ।

যদি সোমবারেও বৃষ্টির কারণে ম্য়াচ ভেসে যায়, তবে অন্তত ৫ ওভার করে মোট ১০ ওভার খেলা আয়োজনের চেষ্টা করা হবে। সেটা না হলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। যদি সুপার ওভারও আয়োজন করা না যায়, তবে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটান্স। কেননা নিয়ম মতো লিগ টেবলে যে দলের অবস্থান ভালো, ম্যাচ আয়োজিত না হলে খেতাব উঠবে তাদের হাতে। এক্ষেত্রে গুজরাট লিগ টেবিলের শীর্ষে ছিল। চেন্নাই ছিল পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে। তাই চ্যাম্পিয়ন হবে গুজরাট। কপাল পুড়বে ধোনিদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট কীভাবে পাবেন? রিপোর্টে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.