বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Qualifier 1: ‘রুদ্ধশ্বাস ম্যাচ হবে’, CSK-র বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারের আগে উত্তেজনায় ফুটছেন শুভমন গিল

IPL 2023 Qualifier 1: ‘রুদ্ধশ্বাস ম্যাচ হবে’, CSK-র বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারের আগে উত্তেজনায় ফুটছেন শুভমন গিল

কোচ নেহরার সঙ্গে শুভমন গিল। ছবি- পিটিআই।

 GT vs CSK IPL 2023 Qualifier 1: মঙ্গলবার চিপকে আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে গুজরাট টাইটানস।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়ন দল বনাম চারবারের চ্যাম্পিয়ন দলের লড়াইটা যে তুল্যমূল্য হতে চলেছে সেই বিষয়ে কোন সন্দেহই নেই। আর সেকথাই জানিয়ে দিয়েছেন গুজরাট দলের ওপেনার তথা ভারতীয় তারকা শুভমন গিল। তাঁর মতে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানসের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ হতে চলেছে। প্রসঙ্গত স্বপ্নের ফর্মে এই মুহূর্তে ব্যাট করছেন গিল। একের পর এক ম্যাচ তিনি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দলের হয়ে।

গুজরাটের হয়ে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধেও তিনি দুরন্ত অপরাজিত একটি শতরান করে দলকে ম্যাচ জিতিয়েছেন। আরসিবিকে হারানোর পরে গিল জানিয়েছেন, 'আমি মনে করি আমাদের খুব শক্তিশালী একটি বোলিং আক্রমণ রয়েছে। চেন্নাইয়ের উইকেটের জন্য যা খুব সামঞ্জস্যপূর্ণ। খুব উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে এই কোয়ালিফায়ার-১। চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা সবসময়ে কঠিন। তবে আমরা যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।'

আরও পড়ুন:- IPL 2023: সাদামাটা পারফর্ম্যান্স সাড়ে ১৮ কোটির স্যাম কারানের, ঢের ভালো খেলেন ২০ লাখের জিতেশ

আরসিবির বিরুদ্ধে নিজের শতরান নিয়ে বলতে গিয়ে গিল জানিয়েছেন, 'ইনিংসের শুরুটা ভালো হওয়া খুব জরুরি। আর সেটা হলে বড় রান করাটা সহজ হয়ে যায়। একবার ভালো শুরু হলে সেটাকে বড় রানে পরিবর্তন করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত এই আইপিএলে আমি সেটা করতে পেরেছি। আর সেই কারণেই সাফল্য এসেছে। পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই খুব গুরুত্বপূর্ণ। সত্যি বলতে আইপিএলের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমার সবকিছু ঠিকঠাক হওয়ার জন্য আমি কৃতজ্ঞ।'

আরও পড়ুন:- চলতি IPL-এ পঞ্জাবের ঘরোয়া ক্রিকেটারদের রান সব থেকে বেশি, কোন দলের আনক্যাপড কেউ ১ রানও করেননি জানেন?

প্রসঙ্গত রবিবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ম্যাচে অনবদ্য অপরাজিত শতরান হাঁকান শুভমন গিল। বিরাট কোহলির অপরাজিত ১০১ রানে ভর করে ১৯৭ রান করেছিল আরসিবি। জবাবে শুভমন গিলের অনবদ্য ১০৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় ছিনিয়ে নেয় গুজরাট। মাত্র ৫২ বলে শতরান করেন তিনি। পাশাপাশি তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার এবং আটটি ছয়ে। ফলে অনায়াসেই ছয় উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন