বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs DC: ২-১-০-W-২-১- শেষ ওভারে বুড়ো হাড়ের ভেল্কি, হার্দিকদের রুখে চমক ইশান্তের

GT vs DC: ২-১-০-W-২-১- শেষ ওভারে বুড়ো হাড়ের ভেল্কি, হার্দিকদের রুখে চমক ইশান্তের

ইশান্তই শেষ ওভারে বাজিমাত করলেন। (Delhi Capitals Twitter)

ইশান্ত শর্মাকে ব্রাত্যের তালিকাতেই ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লির জার্সিতে আইপিএলে তিনি ফুল ফোটাচ্ছেন। ইশান্তের জন্যই মাত্র ১৩০ রান করেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস।

কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। সেটাই আর একবার প্রমাণ করলেন ইশান্ত শর্মা। তাঁর জাদুতেই গুজরাটের ঘরের মাঠে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বধ করে অক্সিজেন পেল দিল্লি ক্যাপিটালস।

শেষ ওভারে আসল কাজটা করে গেলেন ইশান্ত শর্মাই। গুজরাট টাইটান্সের জিততে হলে দরকার ছিল ১২ রান। ক্রিজে ছিলেন হার্দিক পাণ্ডিয়া এবং রাহুল তেওয়াটিয়া। রাহুল ভয়ঙ্কর মেজাজে ছিলেন। আগের ওভার অর্থাৎ ১৯তম ওভারের শেষ তিন বলে এনরিখ নরকিয়াকে পিটিয়ে ছক্কা হাঁকানোর হ্যাটট্রিক করেন রাহুল। সেই সঙ্গে বলের সঙ্গে রানের ব্যবধান এক লাফে অনেকটা কমিয়ে নিয়ে আসেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারে ১২ রান করাটা কোনও বড় বিষয়ই ছিল না। আকছার এই রান তাড়া করে জিতছে বিভিন্ন টিম। কিন্তু ডেভিড ওযার্নার এই রান ডিফেন্ড করার দায়িত্ব তুলে দেন ইশান্তের হাতে। আর অধিনায়কের ভরসার যথাযোগ্য মর্যাদা দেন ইশান্ত।

আরও পড়ুন: কোহলি-গম্ভীরের মধ্যে ধুন্ধুমার, টেনশনে পড়ে মাঠেই সকলকে নিয়ে বৈঠক লখনউ কর্তাদের

ইশান্ত বল করতে এলে হার্দিক ছিলেন স্ট্রাইকে। প্রথম বলে হয় ২ রান। দ্বিতীয় বলে হয় ১ রান। স্ট্রাইকে আসেন রাহুল তেওয়াটিয়া। তিনি তৃতীয় বলে রান নিতে পারেননি। পরের তিন বলে প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু এর পর রাহুলকে স্লোয়ার লেন্থ বল দেন ইশান্ত। সেটা মারতে গিয়ে ক্যাচ তোলেন রাহুল। রিলি রসৌ সেই ক্যাচ মিস করেননি। শেষ ওভারের চতুর্থ বলে রাহুলের এই উইকেট হারানোটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়।

রাহুলের বদলে ক্রিজে আসেন রশিদ খান কিন্তু তিনি স্ট্রাইকে এসে পঞ্চম বলে নেন ২ রান। শেষ বলে জিততে ৭ রান প্রয়োজন ছিল। আর ছক্কা হলেও ম্যাচ সুপার ওভারে গড়াত। কিন্তু শেষ বলটি হাঁটুর উপরে ফুলটস দেন ইশান্ত। রশিদ মারার চেষ্টা করলেও, সেটা বেশি দূর যায়নি। এক রান হয়। ম্যাচটি দিল্লি ৫ রানে জিতে যায়। সৌজন্য ইশান্ত শর্মা।

ইশান্ত শর্মাকে ব্রাত্যের তালিকাতেই ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লির জার্সিতে আইপিএলে তিনি ফুল ফোটাচ্ছেন। ইশান্তের জন্যই মাত্র ১৩০ রান করেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জয় ছিনিয়ে নিতে পারলেন ডেভিড ওয়ার্নাররা।

আরও পড়ুন: প্রথম বলে উইকেট নিয়ে রেকর্ড শামির, ছুঁলেন মালিঙ্গা-বোল্টকে, একাই গুঁড়িয়ে দিলেন সৌরভের দিল্লিকে- ভিডিয়ো

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মহম্মদ শামির বিধ্বংসী বোলিংয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির টপ-অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চার জনকেই ফেরান শামি। একমাত্র ডেভিড ওয়ার্নার (২) রানআউট হন। প্রথম বলেই শামি সাজঘরে ফেরান সল্টকে (শূন্য)। এর পর রিলি রসৌ (৮), মণীশ পাণ্ডে (১) এবং প্রিয়ম গর্গকে (১০) আউট করে দিল্লির কোমর ভেঙে দেন শামি।

তবে সাতে ব্যাট করতে নেমে আমন হাকিম খান ৪৪ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন। ৩০ বলে ২৭ করেন অক্ষর প্যাটেল। এ ছাড়া রিপল প্যাটেল ১৩ বলে ২৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। যে কারণে দিল্লি ক্যাপিটালস নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানে পৌঁছতে পারে। শামির চার উইকেট ছাড়া মোহিত শর্মা ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন রশিদ খান।

হার্দিক পাণ্ডিয়া ছাড়া গুজরাট টাইটান্সের ব্যাটিং অর্ডারের দশাও তথৈবচ। তিনে নেমে হার্দিক ৫৩ বলে ৫৯ রান করেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। এ ছাড়া অভিনব মনোহর ৩৩ বলে ২৬ রান করেন। রাহুল তেওয়াটিয়া ৭ বলে ঝোড়ো ২০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১২৬ রান করে গুজরাট। দিল্লির ইশান্ত এবং খালিল আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব এবং এনরিখ নরকিয়া ১টি করে উইকেট নেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের T20 বিশ্বকাপ দলে কার্যত জায়গা পাকা এই ৭ জনের গরমে শরীর আর্দ্র থাকবে, কমবে পেটের মেদ! ওজন কমাতে এভাবে বানান বার্লির জল ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার উত্তর কলকাতার মুরারিপুকুরে হেলে গিয়েছে বাড়ি, ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা তাপপ্রবাহের মধ্যেই সন্দেশখালির এগ্রাম থেকে ওগ্রাম ছুটে বেড়াচ্ছে CBI, কী হল আবার ছেলের বিয়ের চিন্তায় ঘুম উড়েছে মায়ের, সায়ন্তন বললেন, ‘প্রেম করছি, কিন্তু…’ সোনার দাম বৈশাখে বিয়ের মরশুমে হু হু করে নামল কলকাতায়! শনিতে রুপোও সস্তা দিদাকে হাতে তৈরি উপহার দিল তৈমুর-জেহ, মা ববিতার জন্মদিনে কী করলেন করিনা ঘরে বসেই শুরু করুন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি, রইল সিক্রেট টিপস ও সিলেবাস বলিউডের বিখ্যাত কমেডিয়ান অভিনেতা, আরবাজের সঙ্গে থাকা অভিনেতাকে চিনতে পারছেন?

Latest IPL News

২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.