বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs DC: ২৩ রানে ৫ উইকেট হারানো দিল্লি হারাল গুজরাটকে, ইশান্তের দাপটে ফার্স্টবয়কে টেক্কা লাস্টবয়ের

GT vs DC: ২৩ রানে ৫ উইকেট হারানো দিল্লি হারাল গুজরাটকে, ইশান্তের দাপটে ফার্স্টবয়কে টেক্কা লাস্টবয়ের

দুরন্ত বোলিং ইশান্তের। ছবি- বিসিসিআই।

Gujarat Titans vs Delhi Capitals IPL 2023: জলে গেল মহম্মদ শামির আইপিএল কেরিয়ারের সেরা বোলিং। ব্যর্থ হয় হার্দিকের হাফ-সেঞ্চুরিও।

মাত্র ১৩০ রানের পুঁজি নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে হারিয়ে দিলে দিল্লি ক্যাপিটালস। লিগ টেবিলের শীর্ষে থাকা দলকে তাদের ঘরের মাঠে পরাজিত করেন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ডেভিড ওয়ার্নাররা। সেদিক থেকে বলা যায় যে, আমদাবাদে ফার্স্টবয়কে টেক্কা দেয় লাস্টবয়।

আমদাবাদে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি দলনায়ক ডেভিড ওয়ার্নার। যদিও সবার ধারণা ছিল টস জিতে এই পিচে শুরুতে বল করাই শ্রেয়। তাছাড়া আকাশে হালকা মেঘ থাকায় সুইং বোলারদের অল্প-বিস্তর সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল।

ওয়ার্নারের সিদ্ধান্ত কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা ম্য়াচের একেবারে প্রথম বল থেকে উইকেট হারাতে থাকে দিল্লি। শামির প্রথম বলেই ডেভিড মিলারের হাতে ধরা পড়েন দিল্লির ওপেনার ফিল সল্ট। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন সল্ট।

দ্বিতীয় ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। তিনি ২ বলে ২ রান করেন। রিলি রসউ ৮, মণীশ পান্ডে ১ ও প্রিয়ম গর্গ ১০ রান করে মাঠ ছাড়েন। পাওয়ার প্লে-র ৬ ওভারে দিল্লি ২৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে। শামি একাই পাওয়ার প্লে-তে ৪টি উইকেট তুলে নেন।

সেখান থেকে দিল্লিকে লড়াইয়ে ফেরান অক্ষর প্যাটেল ও আমন খান জুটি। অক্ষর ৩০ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন। হাফ-সেঞ্চুরি করেন আমন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন। ১৩ বলে ২৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন রিপল প্যাটেল। ব্যক্তিগত ৩ রানে নট-আউট থাকেন এনরিখ নরকিয়া। একসময় ১০০ রানের গণ্ডি টপকানো নিয়ে সংশয়ে থাকা দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলে লড়াইয়ের রসদ সংগ্রহ করে নেয়।

গুজরাটের হয়ে ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন মহম্মদ শামি। ৩৩ রানে ২টি উইকেট তুলে নেন মোহিত শর্মা। ৪ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট নেন রশিদ খান।

আরও পড়ুন:- GT vs DC: নো-বলে রান-আউট, ধোনির কৌশল কাজে লাগিয়ে ওয়ার্নারকে ফেরালেন রশিদ খান- ভিডিয়ো

জবাবে ব্যাট করতে নেমে গুজরাটও শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ইনিংসের প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহাকে (০) আউট করেন খলিল আহমেদ। প্রথম ওভারের শেষ বলে ফিল সল্টের দস্তানায় ধরা পড়েন সাহা। ৩.১ ওভারে এনরিখ নরকিয়া ফিরিয়ে দেন শুভমন গিলকে (৬)। মণীশ পান্ডের হাতে ধরা পড়েন শুভমন। পঞ্চম ওভারের শেষ বলে বিজয় শঙ্করকে ফিরিয়ে গুজরাট শিবিরে মোক্ষম আঘাত হানেন ইশান্ত। ১১৯ কিলোমিটার গতির স্লো নাকল-বলে বোল্ড হন বিজয় (৬)।

গুজরাট পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩১ রান তুলতেই ৩টি উইকেট হারিয়ে বসে। পাওয়ার প্লে-র ঠিক পরেই সাজঘরে ফেরেন ডেভিড মিলার। তিনি খাতা খুলতে পারেননি। ৩২ রানে ৪ উইকেট হারানো গুজরাটকে নির্ভরতা দেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন:- GT vs DC: সুপারম্যানের মতো উড়ে মণীশের ক্যাচ ধরলেন ঋদ্ধিমান, ধোনি ও কার্তিকের পরে IPL-এ বিরল 'সেঞ্চুরি' সাহার- ভিডিয়ো

অভিনব মনোহরকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটের জুটিতে ৬২ রান যোগ করেন হার্দিক। মনোহর ৩৩ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন। রাহুল তেওয়াটিয়া ক্রিজে এসেই ঝড় তোলেন।

শেষ ২ ওভারে জয়ের জন্য ৩৩ রান দরকার ছিল গুজরাটের। ১৯তম ওভারে নরকিয়ার শেষ ৩টি বলে পরপর ৩টি ছক্কা মারেন তেওয়াটিয়া। ওভারে ২১ রান ওঠে। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার ছিল টাইটানসের। ইশান্ত শর্মা শেষ ওভারে মাত্র ৬ রান খরচ করেন এবং রাহুল তেওয়াটিয়ার উইকেট তুলে নেন। গুজরাট ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্য়াচ জেতে দিল্লি।

তেওয়াটিয়া ৭ বলে ২০ রান করে আউট হন। হার্দিক ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ইশান্ত ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। ২৪ রান খরচ করে ২টি উইকেট দখল করেন খলিল আহমেদ। ১টি করে উইকেট নেন নরকিয়া ও কুলদীপ। গুজরাট হারলেও ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শামি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নাগপুর হিংসায় বাংলাদেশ যোগ! ওপারে বসে উসকানিমূলক পোস্ট! বড় ছক ধরল সাইবার সেল আবাসের ঘর দিতে ২০ হাজার করে তোলার অভিযোগ, দিনহাটা পুরসভাকে শো-কজ হাইকোর্টের 'পাপা ড্রাম মে হ্যায়…' পাড়ার লোকজনকে বলেছিল মীরাটে খুন হওয়া সৌরভের মেয়ে মমতা বিদেশে থাকাকালীন রাজ্য সামলাবে টাস্ক ফোর্স, গড়ে দিলেন মমতাই প্রিয় তারকাকে জড়িয়ে ধরেন, চোখের জল মোছেন সোনু, নেটপাড়া বলছে, ‘উদিতজির মত…’ ষষ্ঠ শিরোপা লক্ষ্য,তবে বুমরাহের চোট নিয়ে আশঙ্কা, জানুন MI-এর শক্তি,দুর্বলতাগুলি? সুযোগ পেলে টেস্টেও দলকে জেতাব! IPL শুরুর আগে হুঙ্কার বেঙ্কির! কাকে বার্তা দিলেন? ‘আপনার ছেলের ছবি কজন দেখেন?', অক্ষয়ের ছবিকে কটাক্ষ করতেই জয়াকে তুলোধনা নেটপাড়ার IPL 2025: RR-এ স্বজনপোষণের অভিযোগ! যশস্বীর বদলে রিয়ানকে নেতা করতেই বিতর্কের ঝড় কী হয়েছিল সেই রাতে? আপনার কাছে ভিডিয়ো ফুটেজ? আরজি কর তদন্তে সিবিআই ডাকল নার্সকে

IPL 2025 News in Bangla

ষষ্ঠ শিরোপা লক্ষ্য,তবে বুমরাহের চোট নিয়ে আশঙ্কা, জানুন MI-এর শক্তি,দুর্বলতাগুলি? সুযোগ পেলে টেস্টেও দলকে জেতাব! IPL শুরুর আগে হুঙ্কার বেঙ্কির! কাকে বার্তা দিলেন? IPL 2025: RR-এ স্বজনপোষণের অভিযোগ! যশস্বীর বদলে রিয়ানকে নেতা করতেই বিতর্কের ঝড় IPL 2025-র নতুন নিয়ম! দ্বিতীয় ইনিংসে দুটো বল, উঠে গেল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা উনি বড় ভাইয়ের মতো…কিং খান মালিকের চেয়েও বেশি,আবেগপ্রবণ দাবি KKR-এর সহ-অধিনায়কের ভিডিয়ো: রোহিতের স্টাইল দেখে অবাক কপিল-ধোনি! বললেন নতুন চ্যাম্পিয়নকে খুঁজে পেয়েছি ও জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছে, তবে… অধিনায়ক রাহানকে নিয়ে বড় দাবি বেঙ্কটেশের খেলবেন ‘অধিনায়ক’ সঞ্জু, কিন্তু RR-র প্রথম ৩ ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন রিয়ান পরাগ রজতের উপর পাহাড় প্রমাণ চাপ,মিডল অর্ডার নিয়ে প্রশ্ন,RCB-র শক্তি,দুর্বলতাগুলো কি? বিরাটের আপত্তিকে পাত্তা দিচ্ছে না BCCI! বহাল থাকছে পরিবার থেকে দূরে থাকার SOP

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.