বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs LSG: নবাগতদের লড়াইয়ে লখনউকে পাঁচ উইকেটে হারাল গুজরাট
ম্যাচ শেষে গুজরাট ও লখনউ ক্রিকেটারদের শুভেচ্ছা বিনিময়। ছবি- আইপিএল।

GT vs LSG: নবাগতদের লড়াইয়ে লখনউকে পাঁচ উইকেটে হারাল গুজরাট

২৪ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন তেওয়াটিয়া।

মরশুমের তৃতীয় দিন, চতুর্থ ম্যাচে নতুন দুই দল গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস মাঠে নেমেছিস। শুরুতেই মহম্মদ শামির আগুনে বোলিংয়ের জেরে ২৯ রানে চার উইকেট হারিয়ে ফেলে লখনউ। সেখান থেকে দীপক হুডার ৫৫ ও অভিষেক ম্যাচে আয়ুষ বাদোনির ৫৪ রানের সুবাদে ছয় উইকেটের বিনিময়ে ১৫৮ রানে ইনিংস শেষ করে লখনউ। ২৫ রানে তিন উইকেট নেন শামি। বল হাতে দুষ্মন্ত চামিরার সুবাদে লখনউও পরপর উইকেট নিয়ে দারুণ শুরু করে। তবে শেষমেশ রাহুল তওয়াটিয়ার পরিপক্ক ২৪ বলে অপরাজিত ৪০ রানের ইনিংসের সুবাদে দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট।

29 Mar 2022, 12:14:07 AM IST

ম্যাচ সেরা শামি

গুজরাটের হয়ে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে, নিজের দুর্দান্ত বোলিংয়ের জন্য় ম্যাচ সেরা হলেন মহম্মদ শামি।

28 Mar 2022, 11:28:03 PM IST

জয়ী গুজরাট

ওভারের প্রথম দুই বলেই দুই চার মেরে খেলা প্রায় শেষ করেই দিয়েছিলেন অভিনব মনোহর, বাকি কাজটা করলেন তেওয়াটিয়া। চার মেরে দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেটে দলকে জিতিয়ে দিলেন তিনি। অপরাজিত থাকলেন ৪০ রানে (২৪ বল)। শেষে মনোহর ১৫ রানের (৭ বল) তুখর এক ক্যামিও খেলেন অভিনব। 

28 Mar 2022, 11:20:59 PM IST

১৯তম ওভারে ৯ রান দিলেন চামিরা

চাপের মুখে বেশ ভাল ওভার করলেন চামিরা। ওভারে দু'টি চার খেলেও, মোট ৯ রান দিলেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য গুজরাটের ১১ রান দরকার। বর্তমান স্কোর ১৪৮-৫।

28 Mar 2022, 11:18:20 PM IST

জমে গেল ম্যাচ

সেট ওয়েডকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিলেন আবেশ খান। ১৮ ওভার শেষে গুজরাটের স্কোর ১৩৯-৫। দুই ওভারে গুজরাটকে জিততে হলে ২০ রান করতে হবে।

28 Mar 2022, 11:13:08 PM IST

মিলার আউট

পঞ্চম উইকেটে ৩৪ বলে ৬০ রানের এক তুখর পার্টনারশিপ ভাঙল। মিলারকে ৩০ রানে (২১ বল) ফেরালেন আবেশ খান। ১৩৮ রানে পঞ্চম উইকেট হারাল গুজরাট।

28 Mar 2022, 11:09:28 PM IST

তেওয়াটিয়া ঝড়

রবি বিষ্ণোইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে তুখর আক্রমণ রাহুল তেওয়াটিয়ার। একটি ছয় ও দুই চার হাঁকালেন তিনি। ওভার থেকে উঠল ১৭ রান। ১৭ ওভার শেষে গুজরাটের স্কোর ১৩০-৪। তেওয়াটিয়ার স্কোর ৩২ (১৮ বল), মিলার খেলছেন ২২ রানে (১৮ বল)।

28 Mar 2022, 11:01:31 PM IST

শতরানের গণ্ডি টপকাল গুজরাট

১৬তম ওভারে শতরানের গণ্ডি টপকাল গুজরাট টাইটানস। হুডার ওভারে উঠল ২২ রান। বর্তমানে স্কোর ১১৩-৪। মিলার খেলছেন ২১ রানে (১৭ বল), তেওয়াটিয়া খেলছেন ১৭ রানে (১৩ বল)। 

28 Mar 2022, 10:58:03 PM IST

১৫ ওভারে গুজরাটের স্কোর ৯১-৪

১৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৯১-৪। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য ৬৮ রান দরকার গুজরাটের।

28 Mar 2022, 10:51:02 PM IST

গুজরাটের উপর চাপ অব্যাহত

শিশির ভেজা মাঠে যেখানে স্পিনারদের সমস্যা হওয়ার কথা, সেখানে লখনউ স্পিনাররা একের পর এক দুর্দান্ত ওভার করে গুজরাটের উপর চাপ বাড়াচ্ছেন। গত ওভারে ক্রুণাল ৪ রান দেওয়ার পর, ইনিংসের ১৪তম ওভারে দীপক হুডা মাত্র ৫ রান দিলেন। ১৪ ওভার শেষে গুজরাটের স্কোর ৮৮-৪।

28 Mar 2022, 10:47:19 PM IST

দারুণ স্পেল ক্রুণালের

শিশির ভেজা মাঠে চার ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে ভাই হার্দিকের উইকেট তুলে নিয়ে দুর্দান্ত এক স্পেল শেষ করলেন ক্রুণাল পান্ডিয়া। জমে গেছে ম্যাচ। ১৩ ওভার শেষে গুজরাটের স্কোর ৮৩-৪। জয়ের জন্য ৪২ বলে ৭৬ রান করতে হবে গুজরাটকে।

28 Mar 2022, 10:41:35 PM IST

ওয়েড আউট

সেট ম্যাথু ওয়েডকে ৩০ রানে (২৯ বল) ফিরিয়ে খেলা জমিয়ে দিলেন দীপক হুডা। ৭৯ রানে চতুর্থ উইকেট হারাল গুজরাট। ক্রিজে নতুন ব্যাটার রাহুল তেওয়াটিয়া। ১২ ওভার শেষে স্কোর ৮০-৪। 

28 Mar 2022, 10:40:19 PM IST

১১ ওভার শেষে গুজরাটের স্কোর ৭৫-৩

১১ ওভার শেষে গুজরাটের স্কোর ৭৫-৩। ওয়েড খেলছেন ২৯ রানে (২৬ বল), নতুন ব্যাটার মিলারের সংগ্রহ ১ রান (৩ বল)।

28 Mar 2022, 10:39:11 PM IST

ভাইকে ফেরালেন দাদা

৩৩ রানে (২৮ বল) হার্দিক পান্ডিয়াকে সাজঘরে ফেরালেন দাদা ক্রুণাল পান্ডিয়া। ৭২ রানে তৃতীয় উইকেট হারাল গুজরাট। ক্রিজে নতুন ব্যাটার ডেভিড মিলার।

28 Mar 2022, 10:32:49 PM IST

১০ ওভার শেষে গুজরাটের স্কোর ৭২/২

১০ ওভার হয়ে গিয়েছে। গুজরাট টানটানস বেশ ভালো জায়গায় রয়েছে। ২ উইকেট হারিয়ে তাদের স্কোর ৭২ রান। ৬০ বলে করতে হবে আরও ৮৭ রান। ২৭ বলে ৩৩ করে ক্রিজে রয়েছেন হার্দিক। ২৪ বলে অপরাজিত২৭ রান ম্যাথু ওয়েডের। উইকেট না ফেললে চাপে পড়তে হবে লখনউ-কে।

28 Mar 2022, 10:12:26 PM IST

পাওয়ার প্লে শেষ

প্রথম তিন ওভারে দুই উইকেট হারালেও পাওয়ার প্লেতে মোটামুটি খারাপ রান তোলেনি গুজরাট। ছয় ওভার শেষে গুজরাটের স্কোর ৪৪-২।

28 Mar 2022, 10:11:13 PM IST

তুখর ওভার আবেশের

প্রথম বলেই হার্দিক চার মারলেও, পরপর পাঁচ বল ডট খাওয়ালেন আবেশ। পাঁচ ওভারে গুজরাট তুলল ৩৯ রান, দুই উইকেটের বিনিময়ে। হার্দিক খেলছেন ১৯ রানে (১৫ বল), ম্য়াথু ওয়েডের সংগ্রহ ১০ রান (৬ বল)।

28 Mar 2022, 10:09:07 PM IST

ফের ১০ রানের ওভার

দুই উইকেট হারিয়েও খোলসে ঢুকে পড়তে নারাজ গুজরাট। নাগাড়ে দ্বিতীয় ওভারে উঠল ১০ রান। চার ওভার শেষে গুজরাটের স্কোর ৩৫-২। 

28 Mar 2022, 10:01:01 PM IST

প্রতিআক্রমণ হার্দিকের

তিন ওভারে দুই উইকেট হারিয়ে ফেললও, ব্যাটে নেমেই প্রতিআক্রমণের পথ বেছে নিলেন হার্দিক। চামিরার ৫ বলে করলেন ১০ রান। তিন ওভার শেষে গুজরাটের স্কোর ২৫-২।

28 Mar 2022, 09:54:26 PM IST

দ্বিতীয় উইকেট চামিরার

একেবারে শামির মতোই পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন চামিরা। ৪ রানে (৬ বল) বোল্ড হলেন বিজয় শঙ্কর। ১৫ রানে দ্বিতীয় উইকেট হারাল লখনউ। ক্রিজে নতুন ব্যাটার গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

28 Mar 2022, 09:52:44 PM IST

দুই ওভারে গুজরাটের স্কোর ১৫-১

ইনিংসের দ্বিতীয় ওভারে উঠল আট রান। দুই ওভার শেষে গুজরাটের স্কোর ১৫-১।

28 Mar 2022, 09:47:12 PM IST

বল হাতে ভাল শুরু লখনউয়ের

প্রথম ওভার শেষে গিলের উইকেট হারিয়ে চাপে লখনউ। ওভার শেষে গুজরাটের স্কোর ৭-১।

28 Mar 2022, 09:43:24 PM IST

শূন্য রানে আউট গিল

লখনউ ইনিংসের মতো প্রথম ওভারেই উইকেট হারাল গুজরাট টাইটানসও। শূন্য রানে দুষ্মন্ত চামিরার বলে আউট হলেন শুভমন গিল। চার রানে প্রথম উইকেট হারাল গুজরাট। 

28 Mar 2022, 09:25:16 PM IST

১৫৮ রানে শেষ করল লখনউ

শেষ ওভারে উঠল ৯ রান। ২৯ রানে চার উইকেট হারানো থেকে দুর্দান্ত কামব্যাক করে, নির্ধারিত ২০ ওভারে ১৫৮-৬ তুলল লখনউ।

28 Mar 2022, 09:23:09 PM IST

বাদোনি আউট

দারুণ ৫৪ রানের (৪১ বল) ইনিংস খেলে বরুণ অ্যারনের বলে ইনিংসের শেষ ওভারে আউট হলেন বাদোনি। ১৫৬ রানে ষষ্ঠ উইকেট হারাল বাদোনি। ইনিংস শেষ হতে আর দুই বল বাকি। ১৬০ টপকাতে পারবে লখনউ?

28 Mar 2022, 09:18:47 PM IST

১৫০-র দোরগোড়ায় লখনউ

১৯তম ওভারে উঠল ১০ রান। লখনউয়ের স্কোর ১৪৯-৫।

28 Mar 2022, 09:17:06 PM IST

দুর্ধর্ষ ৫০ বাদোনির

লখনউয়ের হয়ে নিজের অভিষেকেই তাক লাগালেন বাদোনি। দল ২৯ রানে চার উইকেট হারানোর পর ব্যাটে নেমে ৩৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন তরুণ ব্যাটার।

28 Mar 2022, 09:12:29 PM IST

লখনউয়ের হিটিং অব্যাহত

শুরুতে দুর্দান্ত স্পেল করলেও ডেথ ওভারে মার খেয়ে গেলেন শামি। ১৫ রান উঠল তাঁর ওভারে। ১৮ ওভারে লখনউয়ের স্কোর ১৩৯-৫। অবশ্য লকি এই ওভারেই বাদোনির ক্যাচও মিস করেন, নাহলে চতুর্থ উইকেট পেতেই পারতেন শামি।

28 Mar 2022, 09:06:13 PM IST

বাদোনির ভাল ব্যাটিং অব্যাহত

হুডা আউট হলেও তরুণ বাদোনি নিজের ইনিংস চালিয়ে যাচ্ছেন। ৩৩ বলে ৪০ করে ফেলেছেন তিনি। ১৭ ওভারে লখনউয়ের স্কোর ১২৪-৫।

28 Mar 2022, 09:00:34 PM IST

অবশেষে উইকেট পেলেন রশিদ

নিজের শেষ ওভারে অবশেষে ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন রশিদ খান। ৮৭ রানের পঞ্চম উইকেটের পার্টনারশিপ ভাঙলেন তিনি। হুডা ৫৫ রানের (৪১ বল) এক তুখর ইনিংস খেলে সাজঘরে ফিরলেন। ১৬ ওভার শেষে লখনউয়ের স্কোর ১১৬-৫। ক্রিজে নতুন ব্যাটার ক্রুণাল পান্ডিয়া।

28 Mar 2022, 08:51:45 PM IST

শতরানের গণ্ডি টপকাল লখনউ

১৫তম ওভারে শতরানের গণ্ডি টপকাল লখনউ। হার্দিকের ওভার থেকে উঠল ১৯ রান। ওভারের প্রথম তিন বলেই এক ছক্কা ও দুই চার হাঁকান বাদোনি। তিনি খেলছেন ২৮ রানে (২৬ বল), হুডার সংগ্রহ ৫৫ রান (৪০ বলে)।

28 Mar 2022, 08:49:15 PM IST

রশিদের ওভারে উঠল ১০ রান

ইনিংসের ১৪তম ওভারে রশিদ খানের বিরুদ্ধে ১০ রান করলেন হুডা-বাদোনি। লখনউয়ের স্কোর ৯০-৪।

28 Mar 2022, 08:45:30 PM IST

তুখর ৫০ হুডার

চাপের মুখে জাত চেনালেন দীপক হুডা। একদিকে যেখানে তাসের ঘরের মতো উইকেট পড়ছিল, সেখানে মাত্র ৩৬ বলে পাঁচ চার ও দুই ছক্কার মদতে এক অনবদ্য ৫০ রান করলেন হুডা।

28 Mar 2022, 08:43:49 PM IST

৫০ রানের পার্টনারশিপ

প্রথম পাঁচ ওভারের মধ্যেই চার উইকেট হারিয়ে যাওয়ার পর পঞ্চম উইকেটে ৫১ বলে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করলেন হুডা-বাদোনি। ১৩তম ওভারে উঠল ১৭ রান। লখনউয়ের স্কোর ৮০-৪।

28 Mar 2022, 08:39:00 PM IST

১২ ওভার শেষে স্কোর ৬৩-৪

১২ ওভার শেষে লখনউয়ের স্কোর ৬৩-৪।

28 Mar 2022, 08:34:19 PM IST

অবশেষে ৫০ পার করল লখনউ

১১তম ওভারে এসে অবশেষে ৫০ পার করল লখনউ। হাত খুললেন দীপক হুডা। হার্দিকের ওভার থেকে উঠল ১১ রান। ১১ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫৮-৪। হুডার স্কোর ২৫ রান (২৭ বল), বাদোনির স্কোর ৭ (১৫ বল)।

28 Mar 2022, 08:29:27 PM IST

১০ ওভারেও ৫০ হল না লখনউয়ের

ইনিংসের মাঝপথে এসেও ৫০ করতে পারল না লখনউ। ১০ ওভার শেষে চার উইকেটের বিনিময়ে মাত্র ৪৭ রান করে ধুঁকছে লখনউ।

28 Mar 2022, 08:23:34 PM IST

নয় ওভার শেষে লখনউ ৪২-৪

হার্দিকের ভাল বোলিং অব্যাহত, প্রথম ওভারে ১ রান দেওয়ার পর, তাঁর দ্বিতীয় ওভারে উঠল মাত্র ৬ রান। নয় ওভার শেষে লখনউয়ের স্কোর ৪২-৪।

28 Mar 2022, 08:18:34 PM IST

লখনউয়ের উপর গুজরাটের দাপট অব্যাহত

বল হাতে গুজরাটের দাপট অব্যাহত। ইনিংসে অষ্টম ওভারে লকি ফার্গুসনের বিরুদ্ধে মাত্র তিন রান উঠল। লখনউয়ের স্কোর ৩৬-৪।

28 Mar 2022, 08:13:58 PM IST

দুর্দান্ত ওভার হার্দিকের

নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিলেন হার্দিক। সাত ওভার শেষে লখনউয়ের স্কোর ৩৩-৪।

28 Mar 2022, 08:10:48 PM IST

অপেক্ষার অবসান; দেখা মিলল বোলার হার্দিকের

আভাস আগেই ছিল, সেইমতো দুই মরশুম পর আইপিএলে বল হাতে দেখা মিলল হার্দিক পান্ডিয়ার। ম্যাচের সপ্তম ওভারে বল করতে এলেন হার্দিক।

28 Mar 2022, 08:09:18 PM IST

পাওয়ার প্লে শেষ 

পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে লখনউ বিরুদ্ধে একেবারে টপে গুজরাট। ৬ ওভারে লখনউয়ের স্কোর ৩২-৪। হুডা খেলছেন ৫ রানে (৭ বল), বাদোনির স্কোর ১ (৫ বল)। 

28 Mar 2022, 08:06:58 PM IST

চার উইকেট হারিয়ে ধুঁকছে লখনউ

পাঁচ ওভার শেষে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে লখনউ সুপার জায়ান্টস।

28 Mar 2022, 08:02:07 PM IST

শামিমিমিমিমিমি! তৃতীয় সাফল্য

প্রথম দুই ওভারে উইকেট নেওয়ার পর বাড়তি এক ওভার বল পেয়েই ফের সাফল্য পেলেন শামি। এবার তাঁর শিকার মণীশ পান্ডে। ৬ রানে (৫ বলে) আউট হলেন মণীশ। ২৯ রানে চতুর্থ উইকেট হারাল লখনউ। ক্রিজে নতুন ব্যাটার আয়ুষ বাদোনি।

28 Mar 2022, 07:58:03 PM IST

৪ ওভারে লখনউয়ের স্কোর ২৬-৩

উইকেট নিলেও বরুণের ওভার থেকে উঠল ১২ রান। চার ওভার শেষে লখনউয়ের স্কোর ২৬-৩।

28 Mar 2022, 07:54:56 PM IST

ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট!

মিড উইকেট থেকে প্রায় ২০-৩০ গজ ছুটে বাউন্ডারির কাছে এক অনবদ্য ক্যাচ ধরলেন শুভমন গিল। বরুণ অ্যারনের বলে ১০ রানে (৯ বলে) আউট হয়ে সাজঘরে ফিরলেন লুইস। মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে লখনউ ধ্বস অব্যাহত।  

28 Mar 2022, 07:51:03 PM IST

বিশাল চাপে লখনউ

তিন ওভার হয়ে গেলেও, এখনও লখনউ ব্যাটাররা নিজেদের খোলস ছেড়েই বেরোতে পারেননি। তিন ওভার শেষে লখনউয়ের স্কোর ১৪-২। এভিন লুইস খেলছেন ৬ রানে (৭ বল), মণীশ পান্ডের সংগ্রহ ১ (১ বলে)।

28 Mar 2022, 07:47:04 PM IST

অনবদ্য শামি

প্রথম ওভারে রাহুলকে আউট করার পর নিজের দ্বিতীয় ওভারে ডি'ককেও ৭ রানে (৯ বল) ফেরালেন শামি। ১৩ রানে দ্বিতীয় উইকেট হারাল লখনউ। 

28 Mar 2022, 07:45:23 PM IST

গুজরাটের ভাল স্টার্ট অব্যাহত

শামির দুর্দান্ত প্রথম ওভারের পর বরুণ অ্যারনও ভাল ওভার করলেন। মাত্র ৭ রান দিলেন তিনি। দুই ওভার শেষে লখনউ ৯-১।

28 Mar 2022, 07:38:48 PM IST

দুর্ধর্ষ প্রথম ওভার শামির

দারুণ প্রথম ওভার করলেন মহম্মদ শামি। মাত্র দুই রান দিয়ে তুলে নিলেন রাহুলের উইকেট।

28 Mar 2022, 07:33:23 PM IST

প্রথম বলেই উইকেট পেল গুজরাট

ম্যাচের প্রথম বলেই লোকেশ রাহুলকে শূন্য রানে সাজঘরে ফেরালেন মহম্মদ শামি।

28 Mar 2022, 07:11:29 PM IST

গুজরাট টাইটানসের প্রথম একাদশ

দলে জায়গা হল না ঋদ্ধিমান সাহার। এই ম্যাচের জন্য গুজরাটের উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ১১ মরশুম পর আইপিএল খেলবেন অজি তারকা।গুজরাট টাইটানসের প্রথম একাদশ-শুভমন গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, লকি ফার্গুসন, বরুণ অ্যারন, মহম্মদ শামি 

28 Mar 2022, 07:08:06 PM IST

লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ

তিন বিদেশি নিয়ে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস।লখনউয়ের প্রথম একাদশ-লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), মণীশ পান্ডে, এভিন লুইস, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, আবেশ খান, মহসিন খান, রবি বিষ্ণোই, দুষ্মন্ত চামিরা

28 Mar 2022, 07:02:03 PM IST

টসে জিতল গুজরাট 

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাট টাইটানস অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

28 Mar 2022, 06:37:29 PM IST

একগুচ্ছ বিদেশি তারকা ছাড়াই মাঠে নামবে লখনউ

চোটের জন্য মার্ক উড আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলি হিসাবে লখনউ অ্যান্ড্রু টাইকে দলে নিলেও, নিভৃতবাস শেষ না হওয়ায় তিনি এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। অপরদিকে, জাতীয় দলের ডিউটির জেরে মার্কাস স্টইনিস, কাইল মায়ের্স এবং জেসন হোল্ডারও বেশ কিছু ম্যাচে খেলতে পারবেন না। তাই ৪ বিদেশি ছাড়াই অন্তত এই ম্যাচে মাঠে নামতে হবে লখনউকে। 

28 Mar 2022, 06:34:09 PM IST

দুই দলের দুই বন্ধু তথা অধিনায়কের উপর বিশেষ নজর

প্রথমবার আইপিএল দলের নেতৃত্ব করতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। তবে তাঁর কাছের বন্ধু এর আগেও বহু ম্যাচে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে, ভারতীয় দৃষ্টিকোণ থেকে দুই তারকা অধিনায়কের উপর বিশেষ নজর থাকবে। অধিনায়কত্ব না করলেও, বহু বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওয়াংখেড়েতে খেলায় আজকের ম্যাচের ভেন্যু হার্দিকের হাতের তালুর মত চেনা। 

28 Mar 2022, 06:31:22 PM IST

দুই নতুন দলের লড়াই

এ মরশুমের আইপিএলে দুই দল নতুন দল হিসাবে গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস যুক্ত হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে গুজরাট ও লখনউ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? প্রথম দফায় 'বাম্পার' ভোটিং, ‘মোদী-মোদী’ বলে ভোট মানুষের, BJP-র গ্রাফ উঠছে- শাহ অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২০ থেকে একলাফে ৪-এ কেএল রাহুল, বেগুনি টুপি দেখছেন মুস্তাফিজ এককালে যেখানে পোস্টার মেরেছি সেখানে আজ রোড শো করছি-রাজনৈতিক সফর নিয়ে অকপট শাহ ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ India-Pakistan Test Series নিয়ে রোহিত শর্মার দাবিকে সমর্থন করলেন শাহিদ আফ্রিদি সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের ভাগ্যে আজ কী রয়েছে? শনিবার ২০ এপ্রিলের রাশিফল দেখুন মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে শনিবার কে লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি

Latest IPL News

RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.