ভাইয়ের দলের বিরুদ্ধে ম্যাচে পুরো দলের খোলনলচে বদলে দিল দাদার টিম। একেবারে এক-আধটা নয়, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দলে পাঁচটি পরিবর্তন করে ফেলল লখনউ সুপার জায়ান্টস। বাদ দেওয়া হল নবীন-উল-হক, আয়ুশ বাদোনি, মনন ভোরা, কর্ণ শর্মা, কৃষ্ণাপ্পা গৌতমকে। বদলে দলে ঢুকলেন কুইন্টন ডি'কক, স্বপনীল সিং, আবেশ খান, দীপক হুডা, যশ ঠাকুর। বাঁ-হাতি স্পিনার স্বপনীল সিংয়ের আবার এ দিন অভিষেক হল।
আইপিএলের ইতিহাসে প্রথম বার দুই প্রতিপক্ষ দলের অধিনায়ক দাদা আর ভাই। ক্রুনাল পাণ্ডিয়া বনাম হার্দিক পাণ্ডিয়ার লড়াইয়ে তাই এই ম্যাচে আলাদা মাত্রা যোগ হয়েছে। কেএল রাহুল চোটের কারণে ছিটকে যাওয়ায় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক এখন ক্রুনাল। আর গুজরাট টাইটান্সের অধিনায়ক বরাবরই হার্দিকই ছিলেন। হার্দিক বনাম ক্রুনালের লড়াইয়ে দিনই লখনউ টিমে করা হল পাঁচ পরিবর্তন।
আরও পড়ুন: শামিকে টপকে বেগুনি টুপির মালিক তুষার, ৫০০-র গণ্ডি টপকে কমলা টুপির দখল নিলেন ফ্যাফ
এ দিকে গুজরাট টাইটান্স আইপিএলের লিগ টেবলের শীর্ষে রয়েছে। গুজরাট দুরন্ত ছন্দে রয়েছে। ভীষণই ব্যালেন্স টিম হিসেবে তারা কিন্তু খেলে চলেছে। আর লখনউ কখনও গুজরাটকে হারাতে পারেনি। দুই দল তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে তিনটিতেই হেরেছে লখনউ। এ দিন ক্রুনাল চাইবেন, ভাইয়ের দলকে হারিয়ে ইতিহাস বদলাতে। টস জিতে এ দিন ক্রুনাল প্রথমে বোলিং নেন।
টসের পর ক্রুনাল পাণ্ডিয়া বলেন, ‘গুজরাটের ব্যাটিংটা ভালো। ওদের রান তাড়া করে জেতার বড় সম্ভাবনা থাকত। তাই এটাই বোলিং নেওয়ার আসল কারণ। ওরা সামগ্রিক ভাবে ভালো ক্রিকেট খেলেছে, ভালো অবস্থানে আছে, যে কারণে ওরা আত্মবিশ্বাসী।’