ঝোড়ো ব্যাটিং করছেন চলতি আইপিএলের শুরু থেকেই। তবে ঋদ্ধিমান সাহার ঝড় খুব বেশিক্ষণ স্থায়ী হচ্ছিল না। আগ্রাসী শুরু করেই আউট হয়ে বসছিলেন তিনি।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে নিশ্চিত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হয় ঋদ্ধিকে। লখনউয়ের সেই ম্যাচে ৩৭ বলে ৪৭ রান করে আউট হন ঋদ্ধিমান। পরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে ৪১ রান করে নট-আউট থাকেন তিনি। এবার ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে ফিরতি ম্যাচে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান ঋদ্ধি। যদিও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গুজরাট টাইটানস। শুভমন গিলকে সঙ্গে নিয়ে যাথারীতি ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। ব্যাট হাতে প্রথম ওভার থেকেই ঝড় তোলেন তিনি।
পাওয়ার প্লে-র মধ্যেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋদ্ধিমান। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, ঋদ্ধি আইপিএলের ইতিহাসে গুজরাট টাইটানসের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেলেন। তিনি ভেঙে দেন বিজয় শঙ্করের রেকর্ড। বিজয় শঙ্কর চলতি মরশুমেই কেকেআরের বিরুদ্ধে মাত্র ২১ বলে হাফ-সেঞ্চুরি করেন। এতদিন সেটিই ছিল টাইটানসের জার্সিতে কোনও ক্রিকেটারের সব থেকে কম বলে করা অর্ধশতরানের নজির। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে ঋদ্ধির নামে।
চলতি আইপিএলে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়েন ঋদ্ধিমান। এবছর তাঁর মতোই ২০ বলে অর্ধশতরান করেছেন রাজস্থান রয়্যালসের জোস বাটলার, কেকেআরের শার্দুল ঠাকুর ও চেন্নাই সুপার কিংসের শিবম দুবে। চলতি আইপিএলে সব থেকে কম ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেছেন লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। এছাড়া ১৯ বলে অর্ধশতরান করেছেন চেন্নাইয়ের অজিঙ্কা রাহানে।
আরও পড়ুন:- লজ্জা পাবে টেস্ট ক্রিকেট, T20 ম্যাচের ২০ ওভারে উঠল ২১ রান, প্রতিপক্ষ ম্যাচ জিতল ১৫ বলে
ঋদ্ধি এই ম্যাচে ৪৩ বলে ৮১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ১০টি চার ও ৪টি ছক্কা মারেন। যেভাবে খেলছিলেন, তাতে ব্যক্তিগত শতরান বাঁধা দেখাচ্ছিল। তবে ১২.১ ওভারে আবেশ খানের বলে বাউন্ডারি লাইনে পরিবর্ত ফিল্ডার প্রেরক মানকড়ের হাতে ধরা পড়ে যান ঋদ্ধি। প্রেরক অনবদ্য ক্যাচ না ধরলে বল বাউন্ডারির বাইরে চলে যেত নিশ্চিত।
ঋদ্ধি চলতি আইপিএলের ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৭.৩০ গড়ে ২৭৩ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৩৭.১৮।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।