বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs MI: গিলের জীবনদান নাকি সূর্যকুমারের উইকেট, গুজরাটের জয়ে সব থেকে বড় প্রভাব ফেলে কোনটি? ভিডিয়ো

GT vs MI: গিলের জীবনদান নাকি সূর্যকুমারের উইকেট, গুজরাটের জয়ে সব থেকে বড় প্রভাব ফেলে কোনটি? ভিডিয়ো

আউট হচ্ছেন সূর্যকুমার, গিলের ক্যাচ ছাড়ছেন টিম ডেভিড। ছবি- টুইটার।

Gujarat Titans vs Mumbai Indians IPL 2023 Qualifier 2: সূর্যকুমারের উইকেট নিঃসন্দেহে ম্যাচের টার্নিং পয়েন্ট, তবে শুভমন গিলের জীবনদান পাওয়াও গুজরাট টাইটানসের জয়ের অন্যতম কারণ, দেখুন দুই ইনিংসের মোড় ঘোরানো ২টি ঘটনার ভিডিয়ো। 

দুই ইনিংসের ২টি মোড় ঘোরানো ঘটনার জেরেই দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারিয়ে আইপিএল ২০২৩-এর ফাইনালে ওঠে গুজরাট টাইটানস। কোনও একটি ঘটনা যদি হার্দিকদের অনুকূলে না যেত, তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে ওঠা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াত।

প্রথমত, আমদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারের প্রথম ইনিংসের পাওয়ার প্লে-তেই আউট হতে পারতেন শুভমন গিল। তবে টিম ডেভিডের ভুলে জীবনদান পেয়ে যান গুজরাট টাইটানসের তারকা ওপেনার। ৫.৫ ওভারে ক্রিস জর্ডনের বলে গিলের ক্যাচ ছাড়েন ডেভিড। ক্যাচ ধরতে পারলে ২০ বলে ৩০ রান করে সাজঘরে ফিরতে হতো শুভমনকে।

জীবনদান পাওয়ার পরে ব্যাট হাতে তাণ্ডব চালান গিল। তিনি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান শুভমন। শেষমেশ ৭টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১২৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন গিল। অর্থাৎ, ক্যাচ মিস হওয়ার পরে গিল ৯৯ রান যোগ করেন নিজের ও দলের ইনিংসে। যার ফলেই গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩৩ রানের বিশাল ইনিংস গড়ে তুলতে সক্ষম হয়।

জর্ডনের বলে শুভমন গিলের ক্যাচ ছাড়েন টিম ডেভিড, ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে

দ্বিতীয়ত, গুজরাটের রানের পাহাড় টপকে মুম্বই ইন্ডিয়ান্স জয় তুলে নিতে পারত, যদি না মোহিত শর্মা বল হাতে নিয়েই সাজঘরে ফেরাতেন সূর্যকুমার যাদবকে। রান তাড়া করতে নেমে সূর্যকুমার ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিলক বর্মা ও ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি বেঁধে ২টি কার্যকরী পার্টনারশিপও গড়েন তিনি। তবে ১৪.৩ ওভারে মোহিত শর্মার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় যাদবকে।

আরও পড়ুন:- Vitality Blast: ৩৪ বলে ধ্বংসাত্মক শতরান IPL-এ অবিক্রিত অজি তারকার, অল্পের জন্য বেঁচে গেল ক্রিস গেইলের T20 রেকর্ড

সূর্যকুমার যতক্ষণ ক্রিজে ছিলেন, মুম্বই লড়াইয়ে টিকে ছিল পুরোদস্তুর। তবে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত ৬১ রান করে তিনি আউট হওয়ার পরেই মুম্বইয়ের আশা শেষ হয়ে যায়। তিনিই যে মুম্বই শিবিরের শেষ ভরসা ছিলেন, সেটা জানতেন সূর্যকুমারও। তাই আউট হওয়ার পরে দৃশ্যতই হতাশ দেখায় তাঁকে। মাঠে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকেন যাদব। মুম্বই ইন্ডিয়ান্স শেষমেশ ১৮.২ ওভারে ১৭১ রানে অল-আউট হয়ে যায়। ৬২ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে গুজরাট।

সুতরাং বলাই যায় যায যে, সূর্যকুমারকে মোহিতের বোল্ড করাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। মোহিত ২.২ ওভার বল করে ১০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। যদিও গিল ছাড়া ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া সম্ভব ছিল না কাউকেই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ডাক্তারকে লাথি থেকে থানায় সহকর্মীকে যৌন হেনস্থা, বাহিনীকে কড়া নির্দেশ CP মনোজের পুলকারে ধাক্কা বাইকের, আরোহীকে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, চতুর্থীতে শোরগোল হাওড়ায় ভারতীয় দলে অভিষেক! ১১ কোটির মালিক হচ্ছেন মায়াঙ্ক…IPL নিলামের আগে কোটিপতি নীতীশও… মাথাটা খাটা খেলার সময়-রান আউট হতেই শিষ্যকে ধমক গুরু যুবরাজের কতটা কষ্ট করেন জোম্যাটোর ডেলিভারি এজেন্টরা, মলে পৌঁছেই হাড়ে হাড়ে বুঝলেন সিইও রোজ তুলসী পাতা খান? শরীরে যা ঘটছে...! জানলে মাথা ঘুরে যাবে কুমারী পুজো হবে, সেনাপ্রধানের অনুরোধে সিদ্ধান্ত বদল ঢাকার রামকৃষ্ণ মিশনের বড় ধরনের বিধি সংশোধন, সরকারি কর্মীদের 'চিন্তা' দূর করল সরকার বিয়ের পর প্রথম পুজোয় সিঁদুর খেলবেন না সন্দীপ্তা! সৌম্যকে নিয়ে কী প্ল্যান? ‘সোনা পাচারে জড়িতরা বেশিরভাগই মুসলিম’, কর্ণাটকে CPM বিধায়কের মন্তব্যে বিতর্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.