শুভব্রত মুখার্জি: গত বছরেই আইপিএলে অভিষেক হয়েছে গুজরাট টাইটানস দলের। অভিষেক বর্ষেই ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দ্বিতীয় বছরেও তাদের পারফরম্যান্স যথেষ্ট ধারাবাহিক। তাদের এই ধারাবাহিক পারফরম্যান্সের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দলের নবীন ক্রিকেটারদের। যাদের মধ্যে অন্যতম হলেন অভিনব মনোহর। মঙ্গলবার রাতে গুজরাটের হয়ে দুরন্ত ফর্মে ধরা দিলেন অভিনব। খেললেন ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস। যা কার্যত পার্থক্য গড়ে দিল গুজরাট টাইটানস এবং মু্ম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। তাঁর এই পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন আমি ভাগ্যবান গুজরাট ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছি।
আরও পড়ুন… GT vs MI ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত বুমরাহ! ভাইরাল জসপ্রীতের ছবি
গুজরাট টাইটানস এদিন তাদের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫৫ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলকে। এই ম্যাচে দুই দলের মধ্যে কার্যত ফারাক গড়ে দিয়েছে গুজরাটের অভিনবের ব্যাটিং। ম্যাচ সেরা হয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনব জানিয়েছেন, ‘আমি ভাগ্যবান গুজরাট ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছি। এখানে নেটে অনুশীলনের সময়ে যতক্ষণ ইচ্ছা আমরা ততক্ষণ ব্যাট করার সুযোগ পাই। আমি প্রচুর অনুশীলন করি। আর সেই কারণেই আমার মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস রয়েছে। যে কোন পরিস্থিতিকে মোকাবিলা করে বেরিয়ে আসার বিশ্বাস রাখি।’
আরও পড়ুন… GT vs MI: গত মরশুমের বদলা নিল হার্দিক, মুম্বইকে ৫৫ রানে হারিয়ে টেবিলের ২ নম্বরে গুজরাট
অভিনবের মতে, ‘দীর্ঘদিনের এই কঠোর পরিশ্রম, অনুশীলনের সুফল এবার পাচ্ছি আমি। বলকে সঠিকভাবে টাইম করার ভগবান প্রদত্ত ক্ষমতা রয়েছে আমার। অনেক ছোটবেলা থেকেই আমার কাছে সেটা (টাইমিং করার ক্ষমতা) রয়েছে। এই পর্যায়ের ক্রিকেটে সেটা করতে পারাটা অনেকটা আমার কাছে স্বপ্নের মতন। এই ম্যাচে আমি প্রথম বল থেকেই মারতে পারেনি। তার কারণ ছিল সেই সময়ে ম্যাচের পরিস্থিতি অন্যরকম ছিল। তবে এটা আমাকে সাহায্যও করেছে। আমার চোখ অনেকটাই সেট হতে পেরেছে। আমি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছি।’ ম্যাচে এদিন ২১ বল খেলে ৪২ রান করেন অভিনব। হাঁকিয়েছেন তিনটি চার এবং তিনটি ছয়। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।