বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs MI, IPL 2023: জর্ডনের কনুইয়ের গুঁতোয় মাঠ ছাড়লেন কিপার ইশান, বাঁ-চোখে চোটের জেরে করলেন না ওপেনও- ভিডিয়ো

GT vs MI, IPL 2023: জর্ডনের কনুইয়ের গুঁতোয় মাঠ ছাড়লেন কিপার ইশান, বাঁ-চোখে চোটের জেরে করলেন না ওপেনও- ভিডিয়ো

চোট পেয়ে মাঠ ছাড়লেন ইশান।

১৬তম ওভার শেষ করে ক্রিস জর্ডন ক্যাপ পরতে পরতে হেঁটে যাচ্ছিলেন যখন, তখন তাঁর কনুই দিয়ে কিষাণের বাঁ-চোখে সজোরে আঘাত লাগে। এত জোরে আঘাত লাগে তাঁর চোখে, তিনি রোহিতের সঙ্গে ওপেনও করতে পারেননি।

শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২০২৩ আইপিএলের কোয়ালিফায়ার-টু-র ম্যাচে চোট পান ইশান কিষাণ। যার জেরে গুজরাট টাইটান্সের ইনিংস চলার সময়ে মাঠ ছাড়তে বাধ্য হন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণ।

আরও পড়ুন: WTC Final-এর জন্য অনুশীলন শুরু, শার্দুলদের মজার ড্রিলে হাসির জোয়ার নেটপাড়ায়- ভিডিয়ো

ঘটনাটি ঘটেছে ১৭তম ওভার শুরু হওয়ার আগে। ১৬তম ওভার শেষ করে ক্রিস জর্ডন ক্যাপ পরতে পরতে হেঁটে যাচ্ছিলেন যখন, তখন তাঁর কনুই দিয়ে কিষাণের বাঁ-চোখে সজোরে আঘাত লাগে। আসলে ইশান সেই সময়ে জর্ডনের দিকেই ছুটে আসছিলেন। সেটা দেখেননি জর্ডন। তিনি ক্যাপ পরতে পরতে এগিয়ে যাচ্ছিলেন। তখনই লাগে চোটটা। এতটা জোরে আঘাত লেগেছিল যে, কিষাণকে মাঠ ছাড়তে হয়। তাঁর জায়গায় বিষ্ণু বিনোদ শেষ চার ওভারে উইকেটকিপিং করেন।

তবে ইশান কিষাণের চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি। তবে চোট যে গুরুতর, সে কথা বলাই যায়। কারণ ইশান রোহিত শর্মার সঙ্গে এ দিন ওপেন করতে নামেননি। নেহাল ওয়াধেরা ওপেন করতে নেমে ব্যর্থ হন। ৩ বলে ৪ রান করে আউট হন। রোহিতও এ দিন চূড়ান্ত নিরাশ করেন। গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ বলে ৮ করে সাজঘরে ফেরেন তিনি। ইশান ওপেন করতে না নামায় এ দিন মুম্বই ইন্ডিয়ান্স বড় ধাক্কা খায়।

আরও পড়ুন: বৈচিত্র্যের আতিশয্য না থাকাই মাধওয়ালের ট্রেন্ড হবে- নতুন তারায় মুগ্ধ মঞ্জরেকর

টস হেরে প্রথমে ব্যাট করে শুভমন গিলের ঝড়ে গুজরাট টাইটান্স এ দিন রানের পাহাড় গড়ে। শুভমনের ঝোড়ো ইনিংসের হাত ধরেই ৩ উইকেটে ২৩৩ রানের বড় স্কোর করল গুজরাট টাইটান্স। এ দিনে শুভমনে গিল ৩০ রানে ক্যাচ দিয়েছিলেন। সেটা মিস করার খেসারত হাতেনাতে দিতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। শুভমন শেষ পর্যন্ত ৬০ বলে ১২৯ করে আউট হলেন। আকাশ মাধওয়ালের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে মোট সাতটি চার এবং ১০টি ছক্কা। এ ছাড়া ৩১ বলে ৪৩ রান করে রিটায়ার্ড আউট হন। ১৩ বলে অপরাজিত ২৮ করেন হার্দিক। মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আকাশ মাধওয়াল এবং পিযূষ চাওলা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'কী কী কাজ করেছেন প্রচার করছেন না কেন?' ভোটারের প্রশ্নে মেজাজ হারালেন শতাব্দী ৩ উইকেট পেলেও, কোটা পূরণ করলেন না সন্দীপ,৪ ওভারে ৭৩ রান দিয়ে লজ্জার নজির মোহিতের তাপপ্রবাহের রেড অ্যালার্ট! তাপমাত্রা আরও কত ডিগ্রি বাড়বে? রইল আবহাওয়ার খবর দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ রাম হয়ে উঠতে কঠিন কসরত করছেন রণবীর, চেহারায় কোন কোন বদল আনলেন? শেষ ২ ওভারে DC হাফসেঞ্চুরি করল,পন্ত-স্টাবস ঝড়ে স্কোর পৌঁছে গেল ২২৪-এ, হল রেকর্ড বিড়ি বাঁধছে কন্যাশ্রীরা, লক্ষ্য স্বপ্নপূরণ, ভোটমুখী মুর্শিদাবাদে এ কোন ছবি! ‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.