HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs MI Qualifier 2: গিল-মোহিতের যুগলবন্দিতে মুম্বইকে বিধ্বস্ত করল গুজরাট, ফের IPL-এর ফাইনালে হার্দিকরা

GT vs MI Qualifier 2: গিল-মোহিতের যুগলবন্দিতে মুম্বইকে বিধ্বস্ত করল গুজরাট, ফের IPL-এর ফাইনালে হার্দিকরা

Gujarat Titans vs Mumbai Indians IPL 2023 Qualifier 2 Live Score: শুভমন গিলের ধ্বংসাত্মক শতরানের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বিরাট টার্গেট ঝুলিয়ে দেয় গুজরাট টাইটানস। মোহিত শর্মার ৫ উইকেটে রোহিত শর্মাদের অল-আউট করতে বিশেষ সমস্যা হয়নি হার্দিক পান্ডিয়াদের।

উচ্ছ্বসিত হার্দিকরা। ছবি- পিটিআই।

লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে উঠলেও আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয় গুজরাট টাইটানসকে। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়ারা সম্মুখমরে নামেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই চার নম্বর দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের যোগ্যতা অর্জন করে। তারা এলিমিনেটর ম্যাচে হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। যদিও আমদাবাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে আটকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী রবিবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় মুম্বইয়ের আইপিএল অভিযান শেষ হয়ে যায় এখানেই।

27 May 2023, 12:31 AM IST

ম্য়াচের সেরা শুভমন গিল

৭টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গুজরাট টাইটানসের তারকা ওপেনার শুভমন গিল।

27 May 2023, 12:00 AM IST

৫ উইকেট মোহিতের, ফাইনালে গুজরাট

১৮.২ ওভারে মোহিত শর্মার বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন কুমার কার্তিকেয়া। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করেন তিনি। গুজরাট টাইটানসের ৩ উইকেটে ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৭১ রানে অল-আউট হয়ে যায়। ৬২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে জায়গা করে নেয় গুজরাট। জেসন ৩ রানে অপরাজিত থাকেন। মোহিত শর্মা ২.২ ওভারে ১০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। রবিবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে গুজরাট টাইটানস। উল্লেখযোগ্য বিষয় হল, আমদাবাদেই গুজরাট বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে আইপিএল ২০২৩ শুরু হয়। এবার সেই একই মাঠে গুজরাট বনাম চেন্নাই ম্যাচ দিয়েই শেষ হবে টুর্নামেন্ট।

26 May 2023, 11:58 PM IST

লিটলের ওভারে ৬ রান

১৮তম ওভারে ৬ রান খরচ করেন জোশ লিটল। ১টি চার মারেন কার্তিকেয়া। ১৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৯ উইকেটে ১৭০ রান। লিটল ৩ ওভারে ২৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 11:51 PM IST

পীযূষ চাওলা আউট

১৬.৩ ওভারে মোহিত শর্মার বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন পীযূষ চাওলা। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। মুম্বই ১৬২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন বেহরেনডর্ফ। ১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৯ উইকেটে ১৬৪ রান। মোহিত ২ ওভারে ৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 11:49 PM IST

ক্রিস জর্ডন আউট

১৬.১ ওভারে মোহিত শর্মার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েন ক্রিস জর্ডন। ৫ বলে ২ রান করেন তিনি। ১৬১ রানে ৮ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন কুমার কার্তিকেয়া।

26 May 2023, 11:45 PM IST

টিম ডেভিড আউট

১৫.৩ ওভারে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টিম ডেভিড। ৩ বলে ২ রান করেন তিনি। ১৫৮ রানে ৭ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন পীযূষ চাওলা। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৭ উইকেটে ১৬১ রান। রশিদ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 11:40 PM IST

বিষ্ণু বিনোদ আউট

একই ওভারে ২টি উইকেট তুলে নিলেন মোহিত শর্মা। ১৪.৫ ওভারে মোহিতের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন বিষ্ণু বিনোদ। ৭ বলে ৫ রান করেন তিনি। মুম্বই ১৫৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রিস জর্ডন। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৭৮ রান দরকার মুম্বইয়ের।

26 May 2023, 11:37 PM IST

সূর্যকুমার আউট

১৪.৩ ওভারে মোহিত শর্মার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ৩৮ বলে ৬১ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ২টি ছক্কা। মুম্বই ১৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড।

26 May 2023, 11:30 PM IST

জীবনদান পেলেন বিনোদ, হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের

১৩.১ ওভারে জোশ লিটলের বলে বিষ্ণু বিনোদের ক্যাচ ছাড়েন মহম্মদ শামি। ওভারের দ্বিতীয় বলে চার মারেন সূর্যকুমার। চতুর্থ বলে ছক্কা মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ম করেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান সূর্যকুমার। ১৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১৪৯ রান। সূর্য ৫৫ রানে ব্যাট করছেন। লিটল ২ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 11:25 PM IST

নূরের বোলিং কোটা শেষ

১৩তম ওভারে নূর আহমেদের বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ৬ রান ওঠে। ১৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১৩৪ রান। সূর্যকুমার ৪২ রানে ব্যাট করছেন। নূর ৪ ওভারে ৩৫ রান খরচ করেন।

26 May 2023, 11:17 PM IST

ক্যামেরন গ্রিন আউট

১২তম ওভারে প্রথমবার বল করতে আসেন গুজরাটের ইমপ্যাক্ট পরিবর্ত জোশ লিটল। দ্বিতীয় বলেই তিনি তুলে নেন ক্যামেরন গ্রিনের উইকেট। ১১.২ ওভারে লিটলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন গ্রিন। ২০ বলে ৩০ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ১২৪ রানে ৪ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন বিষ্ণু বিনোদ। তিনি ইশান কিষাণের কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামেন। ১২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১২৮ রান। ৩৭ রানে ব্যাট করছেন সূর্যকুমার যাদব। 

26 May 2023, 11:12 PM IST

নূরের ওভারে ১৩ রান

১১তম ওভারে নূরের বলে ১টি ছক্কা মারেন ক্যামেরন গ্রিন। ওভারে ১৩ রান ওঠে। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১২৩ রান। গ্রিন ৩০ ও সূর্যকুমার ৩৫ রানে ব্যাট করছেন। নূর ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন।

26 May 2023, 11:08 PM IST

১০০ টপকাল মুম্বই

দশম ওভারে রশিদ খানের বলে ২টি চার মারেন সূর্যকুমার এবং ১টি চার মারেন গ্রিন। ওভারে ১৫ রান ওঠে। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১১০ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১২৪ রান। সূর্য ৩৩ ও গ্রিন ২১ রানে ব্যাট করছেন। রশিদ ৩ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 11:04 PM IST

নূরের বলে ছক্কা হাঁকালেন গ্রিন

নবম ওভারে নূর আহমেদের বলে ১টি ছক্কা মারেন ক্যামেরন গ্রিন। ওভারে ১১ রান ওঠে। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৯৫ রান। সূর্য ২২ ও গ্রিন ১৭ রানে ব্যাট করছেন। নূর ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।

26 May 2023, 11:00 PM IST

রশিদের ওভারে ৭ রান

অষ্টম ওভারে রশিদ খানের বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৮৪ রান। ২০ রানে ব্যাট করছেন সূর্য। রশিদ ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 10:56 PM IST

নূরের ওভারে ৫ রান

সপ্তম ওভারে ৫ রান খরচ করেন নূর আহমেদ। ৭ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৭৭ রান। ১৪ রানে ব্যাট করছেন সূর্যকুমার। ৭ রানে ব্যাট করছেন গ্রিন।

26 May 2023, 10:49 PM IST

তিলক বর্মা আউট

৫.৬ ওভারে রশিদ খানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিলক বর্মা। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ৭২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে ফেরেন ক্যামেরন গ্রিন। রশিদ নিজের প্রথম ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 10:45 PM IST

শামির ওভারে ২৪ রান

পঞ্চম ওভারে মহম্মদ শামির বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিলক বর্মা। ওভারে ২৪ রান ওঠে। ৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৬৫ রান। তিলক ৩৮ রানে ব্যাট করছেন। ১০ রান করেছেন সূর্য। শামি ৩ ওভারে ৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 10:41 PM IST

হার্দিকের ওভারে ১২ রান

চতুর্থ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১টি ছক্কা মারেন তিলক বর্মা এবং ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১২ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৪১ রান। তিলক ১৪ ও সূর্যকুমার ১০ রানে ব্যাট করছেন। হার্দিক ২ ওভারে ২৪ রান খরচ করেছেন।

26 May 2023, 10:32 PM IST

রোহিত শর্মা আউট

২.২ ওভারে মহম্মদ শামির বলে জোশ লিটলের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ৭ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ২১ রানে ২ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন তিলক বর্মা। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান তিলক। ৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ২৯ রান। শামি ২ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 10:30 PM IST

অবসৃত গ্রিন

দ্বিতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই চার মারেন রোহিত শর্মা। ১.৫ ওভারে হার্দিকের বলে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমেই চার মারেন। দ্বিতীয় ওভারে ১২ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ২১ রান। রোহিত ৮ রানে ব্যাট করছেন।

26 May 2023, 10:17 PM IST

প্রথম ওভারেই আউট নেহাল ওয়াধেরা

ইশান কিষাণ চোট পেয়ে মাঠ ছাড়ায় ওপেন করতে পারেননি। রোহিত শর্মার সঙ্গে মুম্বই ইনিংসের গোড়াপত্তন করতে নামেন নেহাল ওয়াধেরা। তিনি আকাশ মাধওয়ালের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত শর্মা। চতুর্থ বলে চার মারেন নেহাল ওয়াধেরা। পঞ্চম বলে ঋদ্ধিমান সাহার হাতে ধরা পড়েন নেহাল। ৩ বলে ৪ রান করেন তিনি। মুম্বই ৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। তিনি মাঠে নেমেই চার মারেন। প্রথম ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৯ রান।

26 May 2023, 09:57 PM IST

মুম্বইয়ের সামনে বিরাট টার্গেট ঝুলিয়ে দিল গুজরাট

শেষ ওভারে ক্রিস জর্ডনের বলে ১টি চার মারেন রশিদ খান। ১টি চার ও ১টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে ১৯ রান ওঠে। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩৩ রান সংগ্রহ করে। হার্দিক ১৩ বলে ২৮ রান করে নট-আউট থাকেন। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। জর্ডন ৪ ওভারে ৫৬ রান খরচ করেন। জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ২৩৪ রান।

26 May 2023, 09:49 PM IST

রিটায়ার্ড আউট সুদর্শন

১৯তম ওভারে আকাশ মাধওয়ালের বলে ১টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে ৯ রান ওঠে। ওভারের শেষে রিটায়ার্ড আউট হন সুদর্শন। তিনি ৩১ বলে ৪৩ রান করেন। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ২১৪ রানে ৩ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন রশিদ খান। হার্দিক ১৬ রানে ব্যাট করছেন। আকাশ ৪ ওভারে ৫২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 09:44 PM IST

২০০ টপকাল গুজরাট

১৮তম ওভারে বেহরেনডর্ফের বলে ১টি চার মারেন সাই সুদর্শন। ওভারে ৭ রান ওঠে। ১৮ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ২০৫ রান। ৪৩ রানে ব্যাট করছেন সুদর্শন। ৭ রান করেছেন হার্দিক। বেহরেনডর্ফ ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন।

26 May 2023, 09:36 PM IST

শুভমন গিল আউট

১৬.৫ ওভারে আকাশ মাধওয়ালের বলে টিম ডেভিডের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৬০ বলে ১২৯ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১০টি ছক্কা। গুজরাট ১৯২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১৭ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ১৯৮ রান। সুদর্শন ৩৮ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন আকাশ মাধওয়াল।

26 May 2023, 09:29 PM IST

জর্ডনের ওভারে ১৭ রান

১৬তম ওভারে ক্রিস জর্ডনের বলে ১টি চার মারেন শুভমন গিল। ২টি চার মারেন সাই সুদর্শন। ওভারে ১৭ রান ওঠে। ১৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ১৮৩ রান। গিল ১২৩ রানে ব্যাট করছেন। ৩৬ রান করেছেন সাই সুদর্শন। জর্ডন ৩ ওভারে ৩৭ রান খরচ করেছেন। ওভারের শেষে জর্ডনের সঙ্গে ইশান কিষাণের সঙ্গে ধাক্কা লাগে ইশানের। চোট পেয়ে মাঠ ছাড়েন কিষাণ। পরিবর্তে কিপিং করতে নামেন বিষ্ণু বিনোদ।

26 May 2023, 09:16 PM IST

দুর্দান্ত শতরান শুভমন গিলের

৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। চলতি আইপিএলে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। ১৫তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন গিল। ওভারে ১৯ রান ওঠে। ১৫ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ১৬৬ রান। গিল ৫৩ বলে ১১৭ রান করেছেন। ২৭ রানে ব্যাট করছেন সুদর্শন। ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন গ্রিন।

26 May 2023, 09:13 PM IST

জর্ডনের ওভারে সুদর্শনের ছক্কা

১৪তম ওভারে ক্রিস জর্ডনের বলে ১টি ছক্কা হাঁকান সাই সুদর্শন। ওভারে ৮ রান ওঠে। ১৪ ওভার শেষে গুজরাটের স্কোর ৭ উইকেটে ১৪৭ রান। ৯৯ রানে ব্যাট করছেন শুভমন গিল। সুদর্শন ২৭ রান করেছেন। জর্ডন ২ ওভারে ২০ রান খরচ করেছেন।

26 May 2023, 09:06 PM IST

চাওলার ওভারে ২০ রান

১৩তম ওভারে পীযূষ চাওলার বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন শুভমন গিল। ওভারে ২০ রান ওঠে। ১৩ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ১৩৯ রান। গিল ৯৮ রানে ব্যাট করছেন। সুদর্শন করেছেন ২০ রান। চাওলা ৩ ওভারে ৪৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 09:01 PM IST

মাধওয়ালকে ৩টি ছক্কা গিলের

১২তম ওভারে আকাশ মাধওয়ালের বলে ৩টি ছক্কা মারেন শুভমন গিল। ওভারে ২১ রান ওঠে। ১২ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ১১৯ রান। গিল ৭৯ রানে ব্যাট করছেন। ১৯ রান করেছেন সুদর্শন। আকাশ ২ ওভারে ২৮ রান খরচ করেছেন।

26 May 2023, 08:58 PM IST

ফের জীবনদান পেলেন গিল

১০.৫ ওভারে নিজের বলেই শুভমন গিলের ক্যাচ ধরার সুযোগ ছিল ক্যামেরন গ্রিনের সামনে। যদিও কঠিন রিটার্ন ক্যাচ ধরতে পারেননি তিনি। ওভারে ১টি চার মারেন সুদর্শন। ১১ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৯৮ রান। গিল ৫৯ ও সুদর্শন ১৮ রানে ব্যাট করছেন। গ্রিন ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।

26 May 2023, 08:48 PM IST

দাপুটে হাফ-সেঞ্চুরি শুভমন গিলের

৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শুভমন গিল। কার্তিকেয়ার ওভারে ১টি ছক্কা মারেন গিল। ১০ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৯১ রান। গিল ৫৭ ও সুদর্শন ১৩ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১৫ রান খরচ করেছেন কার্তিকেয়া।

26 May 2023, 08:45 PM IST

চাওলাকে ছক্কা হাঁকালেন গিল

নবম ওভারে পীযূষ চাওলার বলে ১টি চার মারেন সাই সুদর্শন। ১টি ছক্কা হাঁকান শুভমন গিল। ওভারে ১৬ রান ওঠে। ৯ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ৮০ রান। গিল ৪৮ রানে ব্যাট করছেন। ১২ রান করেছেন সুদর্শন। চাওলা ২ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

26 May 2023, 08:42 PM IST

কার্তিকেয়ার ওভারে ৫ রান

অষ্টম ওভারে কুমার কার্তিকেয়ার বলে ৫ রান সংগ্রহ করে গুজরাট টাইটানস। ৮ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ৬৪ রান। ৩৭ রানে ব্যাট করছেন গিল। ৭ রান করেছেন সুদর্শন।

26 May 2023, 08:33 PM IST

ঋদ্ধিমান সাহা আউট

৬.২ ওভারের পরে পীযূষ চাওলার ওয়াইড বলে ঋদ্ধিমান সাহাকে স্টাম্প আউট করেন ইশান কিষাণ ১৬ বলে ১৮ রান করেন ঋদ্ধি। মারেন ৩টি চার। ৫৪ রানে ১ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন সাই সুদর্শন। ৭ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৫৯ রান। গিল ৩৫ রানে ব্যাট করছেন।

26 May 2023, 08:29 PM IST

গিলের ক্যাচ ছাড়লেন ডেভিড

৫.৫ ওভারে ক্রিস জর্ডনের বলে শুভমন গিলের ক্যাচ ছাড়েন টিম ডেভিড। গিল তখন ৩০ রানে ব্যাট করছিলেন। ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন শুভমন। পাওয়ার প্লের ৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ৫০ রান। গিল ৩১ ও সাহা ১৮ রানে ব্যাট করছেন।

26 May 2023, 08:24 PM IST

জেসনের ওভারে ১১ রান

পঞ্চম ওভারে জেসন বেহরেনডর্ফের বলে ১টি করে চার মারেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। সাহা ১৮ ও গিল ২০ রানে ব্যাট করছেন। বেহরেনডর্ফ ৩ ওভারে ২১ রান খরচ করেছেন।

26 May 2023, 08:20 PM IST

হেলমেটে বল লাগতেই পালটা দিলেন ঋদ্ধি

চতুর্থ ওভারে আকাশ মাধওয়ালের পঞ্চম বল ঋদ্ধিমান সাহার হেলমেটে লাগে। শেষ বলে বাউন্ডারি মারেন ঋদ্ধি। ওভারে ৭ রান ওঠে। ৪ ওভারে গুজরাটের স্কোর বিনা উইকেটে ২৭ রান। সাহা ১৩ ও গিল ১৪ রানে ব্যাট করছেন।

26 May 2023, 08:16 PM IST

বেহরেনডর্ফের ওভারে ৭ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন জেসন বেহরেনডর্ফ। ১টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে মোট ৭ রান ওঠে। ৩ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ২০ রান।

26 May 2023, 08:10 PM IST

গ্রিনের ওভারে ১০ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। ওভারে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে মোট ১০ রান ওঠে। ২ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ১৩ রান। ৯ রানে ব্যাট করছেন গিল। সুতরাং, ফ্যাফ ডু'প্লেসিকে টপকে অরেঞ্জ ক্যাপের দখল নিলেন শুভমন।

26 May 2023, 08:04 PM IST

ম্যাচ শুরু

যথারীতি শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন জেসন বেহরেনডর্ফ। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ঋদ্ধি। প্রথম ওভারে ৩ রান সংগ্রহ করে গুজরাট।

26 May 2023, 08:02 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়া ও আকাশ মাধওয়াল।
পরিবর্ত- নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, রাঘব গোয়েল, সন্দীপ ওয়ারিয়র ও রমনদীপ সিং।

26 May 2023, 08:00 PM IST

গুজরাটের প্রথম একাদশ

ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমন গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ ও মহম্মদ শামি।
পরিবর্ত- জোশ লিটল, ওডিন স্মিথ, সাই কিশোর, শিবম মাভি ও কেএস ভরত।

26 May 2023, 07:47 PM IST

টস জিতলেন রোহিত

গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাট টাইটানসকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে মুম্বই। যদিও হার্দিক পান্ডিয়া জানান যে, তিনি টস জিতলেও রান তাড়া করার সিদ্ধান্তই নিতেন। মুম্বই ইন্ডিয়ান্স হৃত্বিক শোকিনকে বসিয়ে কুমার কার্তিকেয়াকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়। গুজরাট দর্শন নালকান্ডে ও দাসুন শানাকাকে বসিয়ে সাই সুদর্শন ও জোশ লিটলকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়।

26 May 2023, 07:32 PM IST

অরেঞ্জ ক্যাপের জন্য গিলের দরকার ৯ রান

ফ্যাফ ডু'প্লেসির থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেওয়ার জন্য শুভমন গিলের দরকার মাত্র ৯ রান। দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে ৭৩০ রান সংগ্রহ করা ফ্যাফের মাথায় রয়েছে কমলা টুপি। গিলের সংগ্রহে রয়েছে ৭২২ রান।

26 May 2023, 07:19 PM IST

রাত ৮টায় শুরু হবে ম্যাচ

টস অনুষ্ঠিত হবে ৭টা ৪৫ মিনিটে। খেলা শুরু হবে তার ১৫ মিনিট পরে। অর্থাৎ গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে রাত ৮টায়। সুতরাং, বৃষ্টির জন্য আইপিএল ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে। কোনও ওভার কাটা যাচ্ছে না। খেলা হবে ২০ ওভার প্রতি ইনিংসের।

26 May 2023, 07:01 PM IST

পিছিয়ে গেল টসের সময়

বৃষ্টি থেমেছে। পিচ থেকে কভার তুলে ফেলা হচ্ছে। আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন ৭টা ২০ মিনিটে। সুতরাং, পিছিয়ে গিয়েছে টসের সময়। ম্যাচ দেরিতে শুরু হওয়াও কার্যত নিশ্চিত।

26 May 2023, 06:51 PM IST

ম্যাচ ভেস্তে গেল কী হবে?

অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজন করা না গেলে সুপার ওভারে ফলাফল নির্ধারিত হতে পারে। সুুপার ওভার আয়োজন করা সম্ভব রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত। যদি সুপার ওভারও আয়োজন করা না যায়, তবে লিগ টেবিলে যাদের অবস্থান ভালো ছিল, তারা ফাইনালে উঠবে। এক্ষেত্রে ম্যাচ আয়োজিত না হলে গুজরাট টাইটানস ফাইনাসে উঠবে।

26 May 2023, 06:35 PM IST

আমদাবাদে বৃষ্টি

ম্যাচের আগে বৃষ্টি শুরু আমদাবাদে। ঢাকা দেওয়া রয়েছে পিচ। খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও হাতে সময় রয়েছে বিস্তর। ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে না এখনই। অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ শুরু হতে পারে রাত ১১টা ৫৬ মিনিটে। সেক্ষেত্রে ইনিংসের বিরতি হবে ১০ মিনিটের। কোনও স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে না।

26 May 2023, 06:33 PM IST

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে মুম্বই

ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে গুজরাট ও মুম্বই। ২টি ম্যাচ জিতেছে মুম্বই, একটি ম্যাচ জিতেছে গুজরাট। সুতরাং, গুজরাটের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলের প্রথম লেগে হার্দিকরা হারিয়ে দেন রোহিতদের। ফিরতি লেগে জয় তুলে নিয়ে মধুর প্রতিশোধ নেন রোহিতরা।

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.