বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs MI: সূর্য ডুবিয়েও মুম্বইকে আঁধারে ঠেলে দেওয়া নিয়ে নিশ্চিন্ত ছিলেন না ১৪ বলে ৫ উইকেট নেওয়া মোহিত

GT vs MI: সূর্য ডুবিয়েও মুম্বইকে আঁধারে ঠেলে দেওয়া নিয়ে নিশ্চিন্ত ছিলেন না ১৪ বলে ৫ উইকেট নেওয়া মোহিত

দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫ উইকেট মোহিত শর্মার। ছবি- বিসিসিআই।

Gujarat Titans vs Mumbai Indians IPL 2023 Qualifier 2: আমদাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র ২.২ ওভার বল করেই ৫টি উইকেট তুলে নেন গুজরাট টাইটানসের অভিজ্ঞ পেসার মোহিত শর্মা।

টি-২০ ক্রিকেটে ২৩৩ রান তাড়া করে ম্যাচ জেতা সহজ নয়। তবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামলে কোনও টোটালই যে নিরাপদ নয়, সেটা ভালো মতোই বোঝেন হার্দিক পান্ডিয়ারা। আইপিএল ২০২৩-তেই চারটি ম্যাচে ২০০ বা তারও বেশি রান তাড়া করে ম্যাচ জিতেছে মুম্বই। তাই আমদাবাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে বিরাট ইনিংস গড়েও নিশ্চিন্ত ছিল না গুজরাট টাইটানস।

শুরুতে পরপর উইকেট হারিয়ে মুম্বই চাপে পড়লেও তিলক বর্মা ও ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে সূর্যকুমার যাদব সেই চাপ কাটিয়ে দেন। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে সূর্যকুমার যখন গুজরাট শিবিরের দুশ্চিন্তা বাড়িয়ে তুলছেন, হার্দিক আক্রমণে নিয়ে আসেন পোড়খাওয়া মোহিত শর্মাকে।

দ্বিতীয় ইনিংসের ১৫তম ওভারে প্রথমবার বল করতে আসেন মোহিত। দ্বিতীয় বলেই তাঁকে ছক্কা হাঁকান সূর্যকুমার। তবে ঘুরে দাঁড়াতে বিশেষ সময় নষ্ট করেননি মোহিত। ঠিক পরের বলেই (১৪.৩ ওভারে) সূর্যকুমার যাদবকে বোল্ড করে মুম্বই শিবিরে মোক্ষম আঘাত হানেন তিনি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি রোহিতরা। মুম্বই ১৭১ রানে অল-আউট হয়ে যায়। ৬২ রানে ম্যাচ জিতে আইপিএল ২০২৩-এর ফাইনালে ওঠে গুজরাট টাইটানস।

মোহিত শর্মা ২.২ ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। যে পিচে ব্যাটসম্যানদের হাতে বোলারদের যারপরনাই লাঞ্ছিত হতে হয়, মোহিত সেই পিচেই মাত্র ১৪টি বল করে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করেন। ম্যাচের শেষে গুজরাট টাইটানসের অভিজ্ঞ পেসার স্বীকার করে নেন যে, তিনি ভাগ্যবান এত তাড়াতাড়ি ৫টি উইকেট নিতে পেরেছেন। সঙ্গে মোহিত এটাও জানাতে ভোলেননি যে, সূর্যকুমার আর তিলক বর্মা যে রকম ব্যাট করছিলেন, তাতে দুই মুম্বই তারকা টিকে থাকলে ম্যাচ গুজরাটের হাতের বাইরে বেরিয়ে যেতে পারত।

আরও পড়ুন:- GT vs MI Qualifier 2: গিল-মোহিতের যুগলবন্দিতে মুম্বইকে বিধ্বস্ত করল গুজরাট, ফের IPL-এর ফাইনালে হার্দিকরা

মোহিত বলেন, ‘আমি ভাগ্যবান যে, এই পিচে এত তাড়াতাড়ি ৫ উইকেট নিতে পেরেছি। বল দারুণ স্কিড করছিল। যেভাবে সূর্যকুমার ও তিলক বর্মা ব্যাট করছিল, মনে হয়েছিল যে ওরা আউট না হলে ম্যাচ বেরিয়ে যেতে পারে। আমি ঠিক করেছিলাম, সূর্যকুমারের বিরুদ্ধে বল করতে হলে অকারণ পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটব না। কেননা প্রতিটা বলের জন্যই ওর ৩-৪টে শট ভাবা থাকে। টিম মিটিংয়েও আলোচনা হয়েছিল যে, সূর্যকুমারের বিরুদ্ধে বাড়তি চেষ্টা করতে গেলে তাতে ওর সুবিধাই হয়। আমরা ঠিক করেছিলাম, লেনথ বলে যদি ছটা ছক্কা হজম করতে হয়, তাতেও কিছু যায় আসে না। কেননা একমাত্র লেনথ বলেই শট খেলা সব থেকে কঠিন হয়ে দাঁড়ায় ওর পক্ষে।’

আরও পড়ুন:- ‘কিছু মানুষ হয়ত নিয়মের ঊর্ধ্বে’, ক্রিকেটের স্পিরিট না মানায় ধোনিকে তুলোধনা প্রাক্তন ICC আম্পায়ারের

অভিজ্ঞ পেসার স্পষ্ট জানান, সূর্যকুমারকে ফেরানোর পরে বুঝতে পারেন তাঁরা ম্যাচে ফিরেছেন। যদিও শেষ উইকেটের আগে পর্যন্ত জয় নিয়ে নিশ্চিন্ত হননি। কেননা এমন পরিস্থিতি থেকে গুজরাট আগেও ম্যাচ হেরেছে। মোহিতের কথায়, ‘সূর্যকুমার আউট হওয়ার পরে মনে হয় যে, আমরা ম্যাচে ফিরেছি। ওর উইকেটটা অত্যন্ত স্বস্তির ছিল। শেষ উইকেট পড়ার পরেই আমরা ফাইনাল খেলা নিয়ে নিশ্চিত হই। তার আগে পর্যন্ত নিশ্চিন্ত হওয়ার উপায় ছিল না। কেননা গুজরাট এমন পরিস্থিতি থেকে যেমন ম্যাচ জিতেছে, হেরেওছে একই পরিস্থিতি থেকে।’

মোহিত শর্মার কথায় স্পষ্ট যে, গুজরাট টাইটানস সম্ভবত রিঙ্কুর পাঁচ ছক্কায় ম্যাচ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা থেকে বড়সড় শিক্ষা নিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.