বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs PBKS: ৬,৬,৬,৪,২,৪, এক ওভারে ২৮ রান! শামিকে নিয়ে ছেলেখেলা করলেন লিভিংস্টোন, ভিডিয়ো

GT vs PBKS: ৬,৬,৬,৪,২,৪, এক ওভারে ২৮ রান! শামিকে নিয়ে ছেলেখেলা করলেন লিভিংস্টোন, ভিডিয়ো

লিয়াম লিভিংস্টোন। ছবি- এএনআই (ANI)

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে IPL 2022-এর ফিরতি ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান লিয়াম লিভিংস্টোন। ম্যাচে তিনি একটি ১১৭ মিটারের বিশাল ছক্কা হাঁকান, যা এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সব থেকে বড় ছক্কা। 

গুজরাট টাইটানসের ৮ উইকেটে ১৪৩ রান তাড়া করতে নামা পঞ্জাব কিংসের জয়ের জন্য শেষ ৫ ওভারে দরকার ছিল ২৭ রান। তবে লিয়াম লিভিংস্টোন অযথা অপেক্ষা করতে রাজি ছিলেন না। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। সেই ওভারেই ম্যাচ গুটিয়ে দেন তিনি।

১৫.১ ওভারে শামিকে ১১৭ মিটারের বিশাল ছক্কা হাঁকান লিভিংস্টোন। সেই ওভারের দ্বিতীয় ও তৃীতয় বলে আরও দু'টি ছক্কা হাঁকান তিনি। চতুর্থ বলে চার মারে লিয়াম। পঞ্চম বলে ২ রান নেওয়ার পরে শেষ বলে চার মেরে পঞ্জাবকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ব্রিটিশ তারকা।

শামির ওভারে লিভিংস্টোনের ২৮ রান তোলার ভিডিয়ো দেখতে ক্লিক করুন:- https://www.iplt20.com/video/44358/liam-livingstones-lightning-fast-3010

ইনিংসের ১৬তম ওভারে শামির ৬টি বলে লিভিংস্টোন সংগ্রহ করেন যথাক্রমে ৬, ৬, ৬, ৪, ২ ও ৪ রান। সুতরাং এক ওভারে ২৮ রান তোলেন লিয়াম। শামি ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। লিভিংস্টেন ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন:- GT vs PBKS: কৃতিত্ব ফিল্ডারের, রান-আউট হয়ে অযথাই বোলারের উপর চটলেন গিল, ভিডিয়ো দেখেই বুঝবেন দোষ কার

পঞ্জাব কিংস ২৪ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটানসকে। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে গুজরাট। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ১৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে যায়।

বন্ধ করুন