গতকাল পঞ্জাব কিংস ২৪ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটানসকে। লিয়াম লিভিংস্টোনের তাণ্ডবে সহজ ম্যাচ আরও সহজে জেতে পঞ্জাব। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। সেই ওভারেই ২৮ রান মেরে ম্যাচ গুটিয়ে দেন। ম্যাচ শেষে লিয়াম জানান, তিনি ভাবেননি যে তাঁকে মাঠে নামতে হতে পারে। তবে তিনি নাকি অধিনায়ক মায়াঙ্কের কাছে আবদার করেছিলেন যে তিনি আগে নামতে চান ব্যাট করতে। অধিনায়ক সেই আবদার মেনেও নেন। আর তারপরই মাঠে আসে ‘সুনামি’। (আরও পড়ুন: ‘যে ফর্মে আছে, ওঁকে কোনও পরামর্শ দিতে হয় না’, অর্শদীপের ধারাবাহিকতায় মুগ্ধ রাবাডা)
ম্যাচ শেষে এদিন লিয়াম বলেন, ‘আমি ভাবিনি আজ রাতে আমি ব্যাট করতে হবে আমাকে। তবে মাঠে নেমে কয়েকটি বল মারতে পেরে ভালো লাগল। শিখর আজ দুর্দান্ত খেলেছে আজ। শিখর এবং ভানুর জুটি সুন্দরভাবে আমাদের জয়ের পছ মসৃণ করে দিয়েছিল। তাই ম্যাচটা এভাব শেষ করতে পারলাম আমরা। এটা একটা বড় জয়। গত কয়েকটা ম্যাচে খারাপ ক্রিকেটের পর আমাদের জন্য এই জয়টা খুব দরকার ছিল।’
পঞ্জাব তারকা আরও বলেন, ‘না রান রেট বাড়ানোর তাড়া ছিল না। আমি উঠে গিয়ে ময়াঙ্ককে বলি, আমি তোমার আগে যেতে চাই। সে বলল, ভানু আউট হলে তুমি ভিতরে যেও। আর শিখর আউট হলে আমি যাব। আমরা আমাদের ভূমিকা জানি। মায়াঙ্ক মিডল অর্ডারে থাকায় সুবিধা হয়েছিল। আমরা যদি কয়েকটি উইকেট হারাতাম, তাহলে আমাদের কিছুটা স্থিতিশীলতা এনে দিতে পারত মায়াঙ্ক। আমি মনে করি, মাঝে মাঝে আমরা এই টুর্নামেন্টে একটু বেশি কঠিন হয়ে গেছি। এটা বিশাল জয় আমাদের জন্য।’
লিভিংস্টোন বলেন, ‘আমি মনে করি আমাদের আরও শিখতে হবে। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে সবসময় খেলা খুব কঠিন হয়ে পড়ে। একটি নতুন দলের জন্য এটা বড় প্রশ্নচিহ্ন। আমি মনে করি আমরা যেতে যেতে শিখছি। আমরা আজকে একটু বুদ্ধিমানের মতো খেলেছি এবং কখনও কখনও আপনাকে সেভাবে খেলতে হবেই, বিশেষ করে এরকম পিচে। আমি ভেবেছিলাম শিখর খুব সুন্দর খেলেছে। আমরা রশিদকে উইকেট না দেওয়ার পরিকল্পনা করেছিলাম যাতে ও বেশি বিপজ্জনক না হয়ে ওঠে এবং তা আমরা এই কাজটা খুব সুন্দরভাবে করেতে সক্ষ হয়েছিলাম আজ। এখনও যতটা ইতিবাচক হওয়া সম্ভব হতে হবে আমাদের।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।