লিয়াম লিভিংস্টোন চলতি আইপিএলে বড়বড় ছক্কা হাঁকাচ্ছেন শুরু থেকেই। একাধিকবার তিনি বলকে ১০০ মিটারেরও দূরে উড়িয়ে দিয়েছেন। তবে তাই বলে ১১৭ মিটার লম্বা ছক্কা হাঁকাবেন, এমনটা কল্পনা করাও মুশকিল। ঠিক তেমন ছবিই দেখা গেল গুজরাট টাইটানস বনাম পঞ্জাব কিংস ম্যাচে।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৫.১ ওভারে মহম্মদ শামির বলে ১১৭ মিটারের বিশাল ছক্কা হাঁকান লিভিংস্টোন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটিই সব থেকে বড় ছক্কা।
আরও পড়ুন:- GT vs PBKS: কৃতিত্ব ফিল্ডারের, রান-আউট হয়ে অযথাই বোলারের উপর চটলেন গিল, ভিডিয়ো দেখেই বুঝবেন দোষ কার
লিভিংস্টোনের দৈত্যাকার ছক্কার ভিডিয়ো দেখতে ক্লিক করুন:- https://www.iplt20.com/video/44354/m48-gt-vs-pbks--liam-livingstone-six
এর আগে চলতি আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ডেওয়াল্ড ব্রেভিস ১১২ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়েছেন। পঞ্জাবের লিয়াম লিভিংস্টোন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০৮ মিটার লম্বা ছক্কা হাঁকান। লিভিংস্টোন সানরাজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরে ১০৬ মিটারের লম্বা একটি ছয় মারেন।
এছাড়া দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একই ম্যাচে দু'টি বিশাল ছক্কা মারেন রাজস্থান রয়্যালসের জোস বাটলার। তাঁর একটি ছক্কায় বল গিয়ে পড়ে ১০৭ মিটার দূরে। অপর ছক্কাটি ছিল ১০৫ মিটারের।