সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি করার পথে ঋদ্ধিমান সাহা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০ বাউন্ডারির মাইলস্টোন টপকে যান। এবার পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে গুজরাট টাইটানসের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের সামনে আরও একটি মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে।
পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১টি চার মারলেই টি-২০ ক্রিকেটে ৩৫০টি বাউন্ডারি মারার নজির গড়বেন ঋদ্ধিমান। আপাতত কেরিয়ারের ২১৩টি টি-২০ ম্যাচের ১৮৫টি ইনিংসে ঋদ্ধি ৩৪৯টি চার মেরেছেন। এছাড়া তিনি টি-২০ কেরিয়ারে ছক্কা হাঁকিয়েছেন ১২৫টি।
উল্লেখ্য, আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে ফ্যাফ ডু'প্লেসির ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই টি-২০ কেরিয়ারে উল্লেখযোগ্য একটি মাইলফলক ছুঁয়ে ফেলেন ঋদ্ধিমান। ক্যাচ ও স্টাম্প মিলিয়ে সেটি ছিল ঋদ্ধিমানের টি-২০ কেরিয়ারের ১৫০তম শিকার। ঋদ্ধি টি-২০ ক্রিকেটে ক্যাচ ধরেছেন ১১৭টি। স্টাম্প-আউট করেছেন ৩৩টি।
আরও পড়ুন:- GT vs SRH: দুর্দান্ত ‘ডাবল সেঞ্চুরি’ ঋদ্ধিমান সাহার, IPL-এ টপকে গেলেন সাঙ্গাকারা-হাসি-জয়াবর্ধনের নজির
ঋদ্ধিমান সাহা চলতি আইপিএলে গুজরাটের জার্সিতে এখনও পর্যন্ত মোট ৪টি ম্যাচে মাঠে নেমেছেন। চারটি ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১১, ২৫, ৬৮ ও ২৯ রান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪টি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১টি ক্যাচ ধরেন বাংলার তারকা উইকেটকিপার।
আরও পড়ুন:- IPL 2022: প্লে অফে জায়গা পাকা করতে পঞ্জাবের বিরুদ্ধে কোন একাদশ নামতে পারে গুজরাট
ঋদ্ধিমান ছাড়াও পঞ্জাব ম্যাচে ব্যাক্তিগত মাইলস্টোন ছুঁতে পারেন গুজরাট দলনায়ক হার্দিক পান্ডিয়া। ১টি ক্যাচ ধরলেই হার্দিক টি-২০ কেরিয়ারে ১০০টি ক্যাচ ধরার নজির গড়বেন। ৪টি উইকেট নিলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫০টি উইকেট পূর্ণ হবে পান্ডিয়ার।