বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022 Final: ফ্লাডলাইট নিভিয়ে আইপিএল ফাইনালে মায়াবী আলোর খেলা, ভিডিয়ো

IPL 2022 Final: ফ্লাডলাইট নিভিয়ে আইপিএল ফাইনালে মায়াবী আলোর খেলা, ভিডিয়ো

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লাইট শো। ছবি- আইপিএল।

ক্রিকেট ছাড়াও দর্শকদের মনোরঞ্জনের উপকরণের অভাব ছিল না আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দিয়ে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনালের শুরু। ম্যাচ শুরুর আগে রণবীর সিং ও এআর রহমানের জমজমাট সমাপ্তি অনুষ্ঠান। পরে ব্যাট-বলের দুরন্ত লড়াই। এরই মাঝে মোতেরার লক্ষাধিক দর্শক সাক্ষী থাকল মায়াবী এক মুহূর্তের।

ক্রিকেট ছাড়াও দর্শকদের মনোরঞ্জনের উপকরণের অভাব ছিল না মোতেরায়। ম্যাচের বিরতিতে তেমনই চমক উপহার দেন আয়োজকরা। আমদাবাদে ফ্লাডলাইটের জন্য কোনও টাওয়ার নেই। বরং স্টেডিয়ামে ছাদজুড়ে বৃত্তাকারে লাগানো রয়েছে লাইট, যা রিং অফ ফায়ারের মতোই মনে হয়। ম্যাচের বিরতিতে নিভিয়ে দেওয়া হয় ফ্লাডলাইডের আলো।

আরও পড়ুন:- IPL 2022: গাড়ি জিতলেন কার্তিক, ৬ বিভাগে সেরা হয়ে বাটলার একাই পকেটে পুরলেন ৬০ লক্ষ টাকা

এর পরেই শুরু হয় রঙিন আলোর মায়াবী খেলা। লেজার লাইটের কারসাজিও চোখে পড়ে। তবে সব থেকে নজর কাড়ে দর্শকদের মোবাইলের ফ্লাশলাইটগুলি। প্রায় অন্ধকার স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের মোবাইলের ফ্লাশলাইটগুলি নক্ষত্রমণ্ডলের মতো উজ্জ্বল হয়ে ওঠে। এমন আলোর কারসাজিতে মন্ত্রমুগ্ধ হওয়া ছাড়া উপায় ছিল না দর্শকদের।

যদিও ব্যাট-বলের লড়াইয়ে ক্রিকেটপ্রেমীদের মন কেড়ে নেয় গুজরাট টাইটানস। তারা রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল ২০২২-এর ট্রফি হাতে তোলে।

আরও পড়ুন:- IPL 2022 Final: ম্যান অফ দ্য ম্যাচ থেকে গেম চেঞ্জার, হার্দিক একাই জিতলেন ফাইনালের ৩টি পুরস্কার

প্রথমে ব্যাট করে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে। জোস বাটলার ৩৯ রান করেন। হার্দিক পান্ডিয়া ১৭ রানে ৩ উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়। গিল অপরাজিত ৪৫, হার্দিক ৩৪ ও মিলার অপরাজিত ৩২ রান করেন। ম্যাচের সেরা হন হার্দিক।

বন্ধ করুন