লিগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে দাপটের সঙ্গে হারিয়ে দেয় গুজরাট টাইটানস। পরে প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলার জিতে ফাইনালের টিকিট পকেটে পোরেন হার্দিক পান্ডিয়ারা। এবার খেতাবি লড়াইয়ে ফের সঞ্জু স্যামসনদের মুখোমুখি হয় গুজরাট। রয়্যালসের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করে আইপিএলের ট্রফি হাতে তোলেন পান্ডিয়ারা।
চ্যাম্পিয়ন গুজরাট
রাজস্থান রয়্যালসের ৯ উইকেটে ১৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি থাকতে ৭ উইকেট ম্যাচ জিতে আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। ১৮.১ ওভারে ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন করেন শুভমন গিল। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। মিলার ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩২ রান করে নট-আউট থাকেন। প্রথমবার আইপিএলে অংশ নিয়েই খেতাব জিতে রাজস্থানের রেকর্ড ছুঁয়ে ফেলে গুজরাট। কেননা একমাত্র রয়্যালসই ২০০৮-এর উদ্বোধনী মরশুমে চ্যাম্পিয়ন হয়ে এমন নজির গড়েছিল।
জয়ের দোরগোড়ায় গুজরাট
ফিনিশারের ভূমিকা যথাযথ পালন করে চলেছেন ডেভিড মিলার। গিলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। ১৭ ওভারে গুজরাটের স্কোর ৩ উইকেটে ১২২ রান। জয়ের জন্য ৩ ওভারে ৯ রান দরকার গুজরাটের। গিল ৩৮ বলে ৩৭ রান করেছেন। মিলার ১৭ বলে ২৯ রান করেছেন।
হার্দিক আউট
১৩.২ ওভারে চাহালের বলে স্লিপে যশস্বীর হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন পান্ডিয়া। ৮৬ রানে ৩ উইকেট হারায় গুজরাট। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। ১৪ ওভারে গুজরাটের স্কোর ৩ উইকেটে ৮৯।
অশ্বিনের ওভারে ১৫ রান
১২তম ওভারে অশ্বিনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ১৫ রান ওঠে। ১২ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ৭৭ রান। পান্ডিয়া ২৫ বলে ২৮ রান করেছেন। গিল ৩০ বলে ২৯ রান করেছেন।
৫০ টপকাল গুজরাট
দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় গুজরাট টাইটানস। ১০ ওভার শেষে গুজরাটের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান। গিল ২৩ ও পান্ডিয়া ১১ রানে ব্যাট করছেন।
৯ ওভারে গুজরাটের স্কোর ২ উইকেটে ৪৮
৯ ওভারে গুজরাট টাইটানসের সংগ্রহ ২ উইকেটে ৪৮ রান। ২৩ বলে ১৯ রান করেছনে শুভমন গিল। ১৪ বলে ৯ রান করেছেন হার্দিক পান্ডিয়া। গিল ৩টি ও পান্ডিয়া ১টি চার মেরেছেন।
পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাটের স্কোর ২ উইকেটে ৩১
পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাট টাইটানসের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। ১৪ বলে ১০ রান করেছনে শুভমন গিল। ৫ বলে ১ রান করেছেন হার্দিক পান্ডিয়া।
ওয়েডকে ফেরালেন বোল্ট
৪.৩ ওভারে বোল্টের বলে রিয়ানের হাতে ধরা পড়েন ম্যাথিউ ওয়েড। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ৮ রান করে মাঠ ছাড়েন ওয়েড। ২৩ রানে ২ উইকেট হারায় গুজরাট। ব্যাট হাতে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া।
৪ ওভারে গুজরাটের স্কোর ১ উইকেটে ২২
৪ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ২২ রান। ম্য়াথিউ ওয়েড ৮ ও শুভমন গিল ৪ রান করে অপরাজিত রয়েছেন।
ঋদ্ধি আউট
১.৪ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ঋদ্ধিমান সাহা। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে মাঠ ছাড়েন ঋদ্ধি। গুজরাট ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ম্যাথিউ ওয়েড। ২ ওভারে গুজরাটের স্কোর ১ উইকেটে ১১।
গিলের ক্যাচ ছাড়লেন চাহাল
গুজরাটের হয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। তৃতীয় বলে ১ রান নেন ঋদ্ধিমান। চতুর্থ বলে গিলের সহজ ক্যাচ ছাড়েন চাহাল। শেষ বলে চার মারেন গিল। প্রথম ওভারে ৫ রান ওঠে।
রাজস্থান ২০ ওভারে ৯ উইকেটে ১৩০
রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩০ রান সংগ্রহ করে। সুতরাং জয়ের জন্য গুজরাট টাইটানসের দরকার ১৩১ রান।
রিয়ান আউট
১৯.৬ ওভারে শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রিয়ান পরাগ। ১৫ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন রিয়ান। শামি ৩৩ রানে ১ উইকেট দখল করেন।
রান-আউট ম্যাকয়
১৯.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ওবেদ ম্যাকয়। ৫ বলে ৮ রান করে মাঠ ছাড়েন ওবেদ। রাজস্থান ১৩০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন প্রসিধ কৃষ্ণা।
বোল্টকে ফেরালেন সাই কিশোর
১৭.২ ওভারে সাই কিশোরের বল তুলে মারেন বোল্ট। মিলার ক্যাচ ধরলেও বাউন্ডারি লাইনের বাইরে পা চলে যায়। ফলে ৬ রান পেয়ে যান বোল্ট। পরের বলও তুলে মারেন বোল্ট। তবে তেওয়াটিয়ার হাতে ধরা পড়ে যান। ৭ বলে ১১ রান করে মাঠ ছাড়েন বোল্ট। রাজস্থান ১১২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন ওবেদ ম্যাকয়। তিনি ওভারের শেষ বলে ছক্কা মারেন। ১৮ ওভারে রাজস্থানের স্কোর ৭ উইকেটে ১২০।
অশ্বিন আউট
১৫.৫ ওভারে সাই কিশোরের বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৯ বলে ৬ রান করে মাঠ ছাড়েন অশ্বিন। রাজস্থান ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা। ব্যাট হাতে মাঠে নামেন ট্রেন্ট বোল্ট।
হেতমায়ের আউট
১৪.৬ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শিমরন হেতমায়ের। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করে মাঠ ছাড়েন শিমরন। রাজস্থান ৯৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রিয়ান পরাগ। হার্দিক ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন।
বাটলারকে ফেরালেন পান্ডিয়া
প্রথমে সঞ্জু স্যামসনের উইকেট ও পরে জোস বাটলারের, আইপিএল ফাইনালে রাজস্থান শিবিরে সব থেকে বড় ধাক্কা দিলেন হার্দিক পান্ডিয়া। ১২.১ ওভারে পান্ডিয়ার বলে সাহার দস্তানায় ধরা পড়েন বাটলার। রাজস্থান ৭৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রবিচন্দ্রন অশ্বিন।
পাডিক্কাল আউট
১১.৫ ওভারে রশিদ খানের বলে মহম্মদ শামির হাতে ধরা পড়েন দেবদূত পাডিক্কাল। ১০ বলে ২ রান করেন পাডিক্কাল। রাজস্থান ৭৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন শিমরন হেতমায়ের।
১০ ওভারে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৭১
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান। হাত খুলছেন বাটলার। তিনি ২৯ বলে ৩৪ রান করেছেন।
স্যামসন আউট
৮.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সাই কিশোরের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন স্যামসন। ৬০ রানে ২ উইকেট হারায় রাজস্থান। ব্যাট হাতে ক্রিজে আসেন দেবদূত পাডিক্কাল।
৮ ওভারে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৫৯
৮ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৫৯ রান। ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২২ রান করেছেন জোস বাটলার। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৪ রান করেছেন সঞ্জু স্যামসন।
পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৪৪
পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান। ১৪ বলে ১০ রান করেছেন জোস বাটলার। ৬ বলে ১১ রান করেছেন স্যামসন।
যশস্বী আউট
৩.৫ ওভারে যশ দয়ালকে ছক্কা হাঁকান যশস্বী। ঠিক পরের বলে সাই কিশোরের হাতে ধরা পড়েন তিনি। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২২ রান করে মাঠ ছাড়েন জসওয়াল। রাজস্থান ৩১ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন সঞ্জু স্যামসন।
৩ ওভারে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ২১
৩ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর বিনা উইকেটে ২১ রান। শামির ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন যশস্বী। বাটলার ৭ বলে ৭ রান করেছেন। জসওয়াল ১১ বলে ১৩ রান করেছেন।
ম্যাচ শুরু
রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন জোস বাটলার ও যশস্বী জসওয়াল। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ওভারে ২ রান ওঠে। ১ রান করেন বাটলার। ১ রান আসে লেগ-বাই থেকে।
রাজস্থানের প্রথম একাদশ
জোস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দেবদূত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাকয়, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।
গুজরাটের প্রথম একাদশ
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ম্যাথিউ ওয়েড, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ শামি, লকি ফার্গুসন ও যশ দয়াল।
টস জিতল রাজস্থান
আইপিএল ২০২২-এর ফাইনালে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সঞ্জু স্যামসন। সুতরাং ঘরের মাঠে রান তাড়া করতে হবে গুজরাট টাইটানসকে। রাজস্থান অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। গুজরাট আলজারি জোসেফের বদলে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় লকি ফার্গুসনকে।
জমজমাট সমাপ্তি অনুষ্ঠান
উপস্থাপক রবি শাস্ত্রী মঞ্চ ছাড়ার পরেই সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ মাতালেন রণবীর সিং। নাচের মাঝেই লোকেশ রাহুলের কানে আঙুল দিয়ে ট্রেডমার্ক সেলিব্রেশন নকল করেন রণবীর। তিনি পৌঁছে যান রাজস্থান রয়্যালসের ডাগ-আউটেও। হাই-ফাইভ করেন যশস্বী জসওয়ালের সঙ্গে। পরে মঞ্চের দখল নেন এআর রহমান। ৩০ মিনিট চলে সমাপ্তি অনুষ্ঠান।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আইপিএল ২০২২
ফাইনালে ম্যাচের আগে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট জার্সি উপস্থাপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলে আইপিএল। ৬৬x৪২ মিটারের সাদা জার্সিটিতে ১০টি আইপিএল দলের লোগো রয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, বোর্ড সচিব জয় শাহ ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের হাতে সংশাপত্র তুলে দেয় গিনেস কর্তৃপক্ষ।
কখন শুরু ম্যাচ?
সমাপ্তি অনুষ্ঠানের জন্য আইপিএল ২০২২-এর ফাইনাল ম্যাচের সময় বদল করা হয়েছে। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
জয়ের হ্যাটট্রিক করেলই গুজরাটের হাতে ট্রফি
লিগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে পরাজিত করে গুজরাট টাইটানস। পরে প্রথম কোয়ালিফায়ারের শেষ ওভারে মিলারের পরপর তিনটি ছক্কার সুবাদে রাজস্থানকে হারিয়ে দেন হার্দিক পান্ডিয়ারা। অর্থাৎ, আইপিএল ২০২২-তে দু'বারের মুখোমুখি সাক্ষাতে দু'বারই জয় তুলে নিয়েছে গুজরাট। ফাইনালে দু'দল তৃতীয়বারের জন্য সম্মুখসমরে নামছে। গুজরাট জয়ের হ্যাটট্রিক করলেই ট্রফি উঠবে তাদের হাতে। অন্যদিকে, রাজস্থান যদি ফাইনালের মঞ্চে প্রতিশোধ নিতে পারে, তবে ট্রফি নিয়ে মাঠ ছাড়বেন স্যামসনরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।