প্রথম বার আইপিএলে খেলতে নেমেই সকলকে চমকে দিয়েছে গুজরাট টাইটানস। প্রথম দল হিসেবে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে তারা। এর পাশপাশি চলতি আইপিএল-এর গ্রুপ লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে হার্দিক পান্ডিয়াদের গুজরাট টাইটানস। ১৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। এই মুহূর্তে তারা ১০টি ম্যাচ জিতেছে এবং তিনটি ম্যাচ হেরেছে। যদিও গুজরাটের এই জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে ঋদ্ধিমান সাহার।
ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন বলেন, ‘খেলার পরিস্থিতিটা খুব ভালো বুঝতে পারে ঋদ্ধিমান সাহা। পাওয়ার প্লে-কে দারুণ কাজে লাগাতে পারে ঋদ্ধি। আমাদের কাছে ঋদ্ধিমান সাহা মূল্যবান সম্পদ। যখনই ওকে দরকার, তখনই এগিয়ে আসে এবং দলকে সাহায্য করে। ওকে নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারব না। কারণ কী ভাবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সেটা ওর থেকে ভালো কেউ জানে না। শর্ট বলে ওর খেলা দেখে আমি মুগ্ধ।’
ঋদ্ধিমান সাহা নিজেকে প্রায় প্রতি ম্যাচেই প্রমাণ করছেন। সুযোগ পেলেই ব্যাট হাতে জ্বলে উঠছেন। রান করচ্ছেন, ওপেনিং-এ এসে, দলের হয়ে দারুণ একটা শুরু করছেন। রবিবারই তাঁর ৬৭ রানের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে গুজরাট টাইটানস। ভারতীয় দলের উইকেটরক্ষকের এমন ছন্দে মুগ্ধ গ্যারি কার্স্টেন। বিশ্বকাপ জয়ী কোচ মনে করেন একাই তফাত গড়ে দিচ্ছেন ঋদ্ধিমান সাহা। প্রতি ম্যাচের পাওয়ার প্লে-তে দারুণ শুরু করছেন ঋদ্ধি। গুজরাটের মেন্টর হিসেবে দলের সঙ্গে রয়েছেন কার্স্টেন। রবিবার ম্যাচের পর তিনি বলেছেন, ‘ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে দলে পেয়ে অনেক সুবিধা হয়েছে আমাদের। সত্যিকারের পেশাদার ক্রিকেটার ও। তা ছাড়া আইপিএল এবং বাকি ফর্ম্যাটে ওর অভিজ্ঞতার সুফল পাচ্ছি আমরা।’