বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: IPL-এ ইতিহাস GT-র! নিজেদের দ্বিতীয় মরশুমেই CSK, MI-কে ছাপিয়ে গড়ল রেকর্ড

IPL 2023: IPL-এ ইতিহাস GT-র! নিজেদের দ্বিতীয় মরশুমেই CSK, MI-কে ছাপিয়ে গড়ল রেকর্ড

গুজরাট টাইটানস দল। ছবি-এপি (AP)

গত বছর আইপিএলের অভিষেক হয়েই চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। এবারও প্রথম দল হিসাবে প্লেঅফে জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে মুম্বই, চেন্নাইকে পিছনে ফেলে রেকর্ড গড়ল গুজরাট।

গত বছর আইপিএলে নতুন দুই দল যুক্ত হয়েছে। একটি দল গুজরাট টাইটানস এবং অপরটি লখনউ সুপার জায়ান্টস। নতুন এই দুই দলই প্রথম বছর থেকেই বেশ নজর কেড়েছে। তারা প্লেঅফে জায়গা করে নেয়। সবচেয়ে বড় বিষয় হয়, প্রথম বছর আইপিএলে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে খুঁজে পায় ভারতীয় ক্রিকেট।

গত মরশুমের ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে গুজরাট। প্রথম দল হিসাবে প্লেঅফে জায়গা করে নেয় হার্দিক পান্ডিয়ার দল। অনেকেই এবারের আইপিএলে ফেভারিট হিসাবে ধরে রেখেছে গুজরাটকে। সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে গুজরাটের ব্যাটার শুভমন গিল যে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গত দুই ম্যাচে অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবং আরসিবির বিরুদ্ধে পরপর দুই ম্যাচে শতরান পেয়েছেন গিল। এই তরুণ ব্যাটারের দাপটেই জয় ছিনিয়ে নেয় গুজরাট।

আরসিবিকে হারিয়ে এবারের আইপিএলে গুজরাট তার গ্রুপ পর্বের ম্যাচ শেষ করেছে। যদিও তারা আগেই প্লেঅফে জায়গা করে নিয়েছে। ফলে শেষ কয়েকটি ম্যাচ নিয়মরক্ষার থাকলেও নিজেদের সেই দাপট বজায় রাখে তারা। ১০ ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে এবারের লিগ পর্ব শেষ করল গুজরাট। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে হারের মুখ দেখেছেন হার্দিক পান্ডিয়ারা। শুধু এই মরশুমেই নয়, গত বছরও ১০ ম্যাচে জয় এবং ৪ ম্যাচে হেরে প্লেঅফ পাকা করে তারা। পরপর দুই বছর একই পরিসংখ্যানে প্লেঅফে জায়গা করেছে।

পাশাপাশি বিশেষ রেকর্ডও গড়ে ফেলেছে হার্দিক পান্ডিয়ার দল। প্রথম কোনও দল হিসাবে পরপর দুই বছর ৫টি গ্রুপ ম্যাচেরও কম ম্যাচ হেরে প্লেঅফে জায়গা করে নিয়েছে। স্বাভাবিক ভাবে এটা স্পষ্ট হয়েছে গত বছরের মতো এবারও যে ধারা বজায় রেখেছে তাতে গুজরাট চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরসিবির বিরুদ্ধে ম্যাচ জেতার ফলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অর্থাৎ মঙ্গলবার চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটানস। আর সেই ম্যাচ যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। চেন্নাইকে হারাতে পারলেও সরাসরি ফাইনালে চলে যাবে গুজরাট। যদি এই ম্যাচ তারা হেরে যায়, তাহলে ফের আবার আরও একটি সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিলরা। এখন এটাই দেখার কোন দল জিতে ফাইনালে যায়।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন