টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা খেলোয়াড় হরভজন সিং প্রায়ই তাঁর বক্তব্য নিয়ে আলোচনায় থাকেন। তিনি এবার আবারও নিজের বক্তব্য ঘিরে আলোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা করেছেন। হরভজন সিং এবার আরও একটি দাবি করেছেন, যা নিয়ে ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিভাবান ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে নিয়ে বড় ধরনের মন্তব্য করেছেন ভাজ্জি। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার কথা জানিয়ে বড় দাবি করেছেন হরভজন সিং। তিনি দাবি করেছেন যে এই খেলোয়াড় টিম ইন্ডিয়ার জন্য আরও ভালো পারফর্ম করতে পারেন। এর পাশাপাশি, এমএস ধোনির কথাও উল্লেখ করে সঞ্জুর প্রশংসা করেছিলেন হরভজন সিং।
আরও পড়ুন… অর্জুন তেন্ডুলকরের বোলিং গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়, ট্রোলড হলেন সচিন পুত্র
প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সঞ্জু স্যামসনকে নিয়ে বড় দাবি করে হরভজন সিং বলেছেন , ‘আপনি যদি আপনার খেলায় বিশ্বাস করেন তবে আপনি শেষ পর্যন্ত খেলাটি নিয়ে যেতে পারেন। ধোনি খেলা শেষ পর্যন্ত নিয়ে যেতেন। কারণ তার খেলা নিয়ে কোনও সন্দেহ ছিল না। গতকাল রাতে খেলা ম্যাচে শিমরন হেতমায়েরও একই কাজ করে ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যান। সঞ্জুও ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যান। তাঁর এত সম্ভাবনা আছে যে তিনি ভারতের হয়ে খেলতে পারেন।’
আরও পড়ুন… টেস্টের ইতিহাসে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়! ১০ উইকেট জয়সূর্যের, মেন্ডিসের রেকর্ড
আসলে সঞ্জু স্যামসন এখনও ভারতীয় দলে খুব একটা সুযোগ পাননি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে হরভজন সিং বলেন, ‘টিম ইন্ডিয়াতে সঞ্জুর আরও সুযোগ পাওয়া উচিত। আমরা স্যামসন সম্পর্কে জানি যে তিনি স্পিনার এবং পেসারদের সঠিকভাবে খেলেন। তাঁকে জাতীয় দলে একটানা সুযোগ দেওয়া উচিত। আমি আজ থেকে নয়, বহু বছর ধরে সঞ্জুর ভক্ত। কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং তাঁর বড় ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
চলতি আইপিএল-এর মরশুমের ২৩ তম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল গুজরাট। লক্ষ্য তাড়া করতে গিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ৩২ বলে ৬টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৬০ রান করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যেতে না পারলেও তাঁর জ্বলন্ত ইনিংসের কারণে রাজস্থান ম্যাচ জিতে নেয় ৫ বল বাকি থাকতেই। শিমরন হেতমায়েরও দুর্দান্ত একটি ইনিংস খেলে ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যান। তিনি ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপরেই সঞ্জু স্যামসনের হয়ে গলা ফাটান হরভজন সিং। ধোনির সঙ্গে তুলনা করে সঞ্জুর ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে যুক্তি দেন বাইশ গজের ভাজ্জি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।