চেন্নাই সুপার কিংস তাদের দুই প্রধান খেলোয়াড় দীপক চাহার এবং রুতুরাজ গায়কোয়াড়ের ফিটনেস নিয়ে বেশ চিন্তায়। সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে চোট পান এই দুই তারকা ক্রিকেটার। রুতুরাজের হাতে চোট লাগে। আর ডান কোয়াড্রিসেপসে চোট পান দীপক চাহার। এখন প্রশ্ন হল, এই দুই ক্রিকেটার কি আদৌ এই বছর আইপিএল খেলতে পারবে? তাদের ফিটনেসের দিকে তাকিয়ে চেন্নাই সুপার কিংস।
তবে যা খবর, তাতে চাহারকে কোনও ভাবেই আইপিএলের প্রথম পর্বে পাওয়া যাবে না। সে ক্ষেত্রে রাজবর্ধন হাঙ্গারগেকার, যাকে এ বারের মেগা নিলামে চার বারের চ্যাম্পিয়নরা দেড় কোটিতে কিনেছে, তাঁকে চাহারের বদলে খেলানো হতে পারে। এমনটাই দাবি করেছেন বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
স্টার স্পোর্টেসে একটি আলোচনার সময়ে ইরফান বলেছেন, ‘চেন্নাই চাহারের প্রত্যাবর্তনের দিকে চেয়ে থাকবে। এবং তাঁর জায়গায় যদি হাঙ্গারগেকারকে খেলানো হয়, তিনি কী রকম পারফর্ম করেন, সেটা দেখার অপেক্ষা থাকবে সকলে। ওর সেই প্রতিভাটা রয়েছে এবং চাহারের জায়গায় খেলার সুযোগ পেতে পারেন। প্রতিভা ছাড়াও আইপিএলে অভিজ্ঞতাও অনেক গুরুত্বপূর্ণ এবং চেন্নাই তাদের পুরানো খেলোয়াড়দের ধরে রাখার বিষয়ে একটি ভালো কাজ করেছে। তারা এই বছরের জন্য জন্য কার্যত গোছানো দল পেয়েছে। তারা উথাপ্পা, রায়ডু এবং ব্র্যাভোর মতো প্লেয়ারদের কিনেছে। ধোনি, আলি, জাদেজা এবং রুতুরাজকে দলে রিটেন করেছে।’
প্রসঙ্গত, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মইন আলি এবং রুতুরাজ গায়কোয়াড়কে এই বছরের জন্য রিটেন করা হয়েছিল। আবার মেগা নিলামে দীপক চাহার, অম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা এবং ডোয়েন ব্র্যাভোকে কিনেছে। নিউজিল্যান্ডের বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারকেও ফিরিয়ে এনেছে চেন্নাই সুপার কিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।