‘আমি ভারত ও পাকিস্তান উভয়ের অর্থনীতি সম্পর্কে জানি।’ পিসিবি প্রধান রামিজ রাজা একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। আইপিএল নিয়ে নিজের করা বক্তব্য থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেটের প্রধান।আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার তাঁর সেই বক্তব্য থেকে সরে এসেছেন রামিজ রাজা। তিনি বলেছেন যে তাঁর বক্তব্যকে অন্যভাবে দেখান হয়েছে। রাজা ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে নিলামের মডেল এবং পার্স বাড়ানোর পরে পাকিস্তান সুপার লিগ আইপিএলের শ্রেণিতে চলে যাবে।
ক্রিকইনফো রিপোর্ট অনুসারে রাজা বলেছিলেন,‘আর্থিকভাবে স্বাধীন হতে আমাদের একটি নতুন সম্পত্তি তৈরি করতে হবে। আমাদের শুধু পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং আইসিসি ফান্ড আছে। আগামী বছর থেকে এই মডেল নিয়ে আলোচনা হচ্ছে। আমি পরের বছর থেকে নিলাম মডেলে স্যুইচ করতে চাই। বাজার পরিস্থিতি এর জন্য অনুকূল তবে আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে বসে একবার আলোচনা করব।’
রামিজ রাজা আরও বলেছিলেন,‘এটা টাকার খেলা। পাকিস্তানে ক্রিকেটের অর্থনীতি বাড়লে আমাদের সম্মানও বাড়বে। সবচেয়ে বড় জয় পাকিস্তান সুপার লিগের আর্থিক অর্থনীতির বৃদ্ধি। আমরা যদি পাকিস্তানকে নিলামের মডেলে নিই, পার্স বাড়াই, তাহলে আমরা আইপিএল ক্যাটাগরিতে চলে যাব। তারপর দেখব কে পিএসএসের চেয়ে আইপিএলকে বেশি পছন্দ করে।’ আইপিএলের ১৫তম আসর শুরুর কিছুদিন আগে এমন মন্তব্য করেছিলেন রামিজ রাজা। সেই সময়ে বিসিসিআই আগামী পাঁচ বছরের জন্য আইপিএল সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করতে চলেছিল।
রামিজ রাজা সম্প্রতি নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছেন। তিনি নিজের কথা অস্বীকার করেছেন। রামিজ রাজা ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। রাজা বলেছিলেন যে তিনি ভারত ও পাকিস্তানের অর্থনীতির পার্থক্যটা জানেন। রাজা বলেন,‘আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি জানি কোথায় ভারতের অর্থনীতি আর কোথায় পাকিস্তানের। পাকিস্তান সুপার লিগের উন্নতি করার পরিকল্পনা আমাদের আছে। আমরা নিলামের মডেল নিয়ে আসব কিন্তু আমার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।