ওয়ানডে ইন্টারন্যাশনালে (ওডিআই) পাকিস্তানের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামাটা মোটেও পছন্দ নয় মহম্মদ রিজওয়ানের। আর সেই বিষয়টি রাখঢাক না করে, স্পষ্ট করে বলে দিলেন তারকা পাক উইকেটরক্ষক-ব্যাটার। রিজওয়ান চার নম্বরে ব্যাট করতে বেশি পছন্দ করেন। তবে সোমবার করাচিতে এক সংবাদিক সম্মেলনে মহম্মদ রিজওয়ান বলেন যে, দলের স্বার্থে তিনি তাঁর পছন্দের ব্যাটিং স্লট বিসর্জন দিতে প্রস্তুত।
রিজওয়ান বলেছেন, ‘আপনি যদি আমাকে সততার সঙ্গে জিজ্ঞেস করেন, আমি (ওয়ানডেতে) পাঁচ নম্বরে ব্যাট করে খুশি নই। কারণ আমি চার নম্বরে ব্যাট করতে চাই। তবে এটা গুরুত্বপূর্ণ নয় যে, আমি যা চাই তাই পাব। অধিনায়ক এবং কোচ তারা যেটা চাইবেন, সেটাই করবেন। চার নম্বরে ব্যাট করাটা আমার নিজের ইচ্ছা। কিন্তু আমি কারও কাছে অভিযোগ করিনি। আমি গত ১৫-১৬ বছর ধরে ত্যাগ স্বীকার করছি এবং এখনও অভিযোগ করছি না। অধিনায়ক ও কোচ আমাদের যা করতে বলে, আমরা তা করতে প্রস্তুত।’
আরও পড়ুন: কী ভাবে ধোনিকে কিস্তিমাত করে, আসল রাজা হলেন সিকান্দার!- ভিডিয়ো
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং উইকেটরক্ষক রশিদ লতিফও সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে চার নম্বর অবস্থানের জন্য পাকিস্তানের আদর্শ ব্যাটসম্যান সম্পর্কে তাঁর চিন্তাভাবনা শেয়ার করেছেন। লতিফের মতে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান এই ভূমিকার জন্য সেরা খেলোয়াড়। লতিফ একটি টুইটার পোস্টে লিখেছেন, ‘৪ নম্বরে সেরা ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান #PAKvNZ পরপর দু'টি সেঞ্চুরির জন্য ফখরকে শুভেচ্ছে এবং মিচেলের সেঞ্চুরির জন্য অভিনন্দন। পাকিস্তানক টিমকেও অভিনন্দন।’
আরও পড়ুন: 2023 IPL-ই কি তবে শেষ? ধোনির অবসর নিয়ে বড় আপডেট দিলেন CSK কোচ
রিজওয়ান নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দু'টি ওডিআই ম্যাচেই পাঁচ নম্বর পজিশনে ব্যাট করেছেন এবং অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছেন। প্রথম ম্যাচে তিনি ৩৪ বলে অপরাজিত ৪২ রান করার পর, রিজওয়ান তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন দ্বিতীয় ওডিআই-এও। ৪১ ডেলিভারিতে ৫৪ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন।
তবে চার নম্বরে ব্যাট করতে নেমে রিজওয়ানের রেকর্ডটি অবশ্যই চিত্তাকর্ষক। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২০ ইনিংসে ৪৩.৬৪ গড়ে ৭৪২ রান করেছেন। এই চার নম্বরে দু'টি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন ৩০ বছর বয়সের এই তারকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও, পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে প্রথম ২টি ম্যাচ জিতে ২-০ এগিয়ে রয়েছে পাকিস্তান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।