গত দুই ম্যাচে হারের পর অবশেষে ঘরের মাঠে জয়ের মুখ দেখতে পেয়েছে চেন্নাই সুপার কিংস। শনিবার ডবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার দল। পর পর দুই ম্যাচ হারের পর মুম্বইয়ের বিরুদ্ধে ৬ উইকেটে বড় জয় পায় হলুদ বাহিনী।
প্রথম ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে ফেলে ডেভিড কনওয়েরা। ম্যাচ জিতে চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড জানান, এই জয় সম্পূর্ণ দলগত পারফরম্যান্সের ফলে এসেছে। এছাড়াও তিনি জানিয়েছেন ঘরের মাঠের সুবিধা পাওয়ার জন্য তারা যে কোনও পিচে খেলতে প্রস্তুত। এই ধরনের পিচে চেন্নাই সুপার কিংস খেলতে চায় কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে রুতুরাজ বলেন, 'আমরা যেকোনও পিচে খেলতে প্রস্তুত। তবে খারাপ আবহাওয়ার জন্য আমরা যা চাই তা হয় না। পিচ কিউরেটররাও বিশেষ কিছু করতে পারে না। আমরা এখানে যে দুটো ম্যাচ হেরেছি এমন নয় ম্যাচগুলিতে খুব খারাপ খেলেছি আমরা। অল্প রানের ব্যবধানেই হারাতে হয়েছে আমাদেরকে। ঘরের মাঠের সুবিধা পাওয়ার জন্য আমরা যে কোনও পিচে খেলতে রাজি আছি।'
পরপর দুটি ম্যাচ হারার পরে বেশ চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। শেষ কয়েকটি ম্যাচে চেন্নাইয়ের সব বিভাগ ঠিকঠাক ভাবে খেলতে পারেনি। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং থেকে বোলিং পুরনো ছন্দে ফিরে আসে। শ্রীলঙ্কার তরুণ জোরে বোলার মাথিশা পাথিরানা একাই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপে ধস নামান। একাই নেন তিন উইকেট। পাথিরানার প্রশংসা করে রুতুরাজ গায়কোয়াড বলেন, 'ওকে আমাদের দলের সদস্য হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি অনুশীলনের সময় নেটে ওর ১০ থেকে ১২টি ডেলিভারি খেয়েছি। এরপরে আমি আর ওর মুখোমুখি হতে চাইনা। কারণ ওর বলের লাইন ও লেন্থ বোঝা খুব কঠিন।'
আইপিএলে অন্যান দলের আগেই নিজেদের অনুশীলন শুরু করে চেন্নাই সুপার কিংস। সেই বিষয়ে এই তরুন ওপেনার বলেন, 'আইপিএলের প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই শুরু করি। অনেক ক্রিকেটার সেই সময় দলে যোগ দিতে পারে না দেশের হয়ে খেলার জন্য। তবে ঘরোয়া ক্রিকেটের প্লেয়াররা যোগ দেয় শিবিরে। প্রত্যেকেই নিজেদের মতামত তুলে ধরতে পারে কোচ ও অধিনায়কের সামনে।' মুম্বইয়ের বিরুদ্ধে জেতায় ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির দলের পরবর্তী ম্যাচ আগামী বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।