বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ‘আমি কঠোর পরিশ্রম করছি;’ নিজের খারাপ ব্যাটিং প্রসঙ্গে মুখ খুললেন কেন উইলিয়ামসন

‘আমি কঠোর পরিশ্রম করছি;’ নিজের খারাপ ব্যাটিং প্রসঙ্গে মুখ খুললেন কেন উইলিয়ামসন

নিজের ব্যাটিং প্রসঙ্গে মুখ খুললেন কেন উইলিয়ামসন (ছবি:আইপিএল টুইটার) (IPL Twitter)

নিজের ব্যাটিং প্রসঙ্গে বলতে গিয়ে কেন উইলিয়ামসন বলেন, ‘আপনি সবসময় আরও রান চান। আমি অবশ্যই কঠোর পরিশ্রম করছি এবং দলের জন্য একটি ভূমিকা পালন করার চেষ্টা করছি। ধৈর্য ধরে আছি এবং নিজের খেলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দলকে এগিয়ে যাওয়ার জন্য অবদান রাখার চেষ্টা করছি।’

টানা তিনটি পরাজয়ের পর চাপে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কারণ এই মুহূর্তে দলের প্লে-অফের আশায় ধাক্কা খেয়েছে। অরেঞ্জ আর্মি এখন ১০ ম্যাচে পাঁচটি জিতেছে এবং পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে গেছে হায়দরাবাদ। এই ম্যাচ হারার পরে SRH ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লির বড় রান তাড়া করতে নেমে ১১ বল খেলে চার রান করে আউট হন তিনি। এমন পরিস্থিতিতে হায়দরাবাদের অধিনায়কের ব্যাটিং আতশ কাঁচের তলায় চলে এসেছে।

নিজের ব্যাটিং প্রসঙ্গে বলতে গিয়ে কেন উইলিয়ামসন বলেন,‘আপনি সবসময় আরও রান চান। আমি অবশ্যই কঠোর পরিশ্রম করছি এবং দলের জন্য একটি ভূমিকা পালন করার চেষ্টা করছি। ধৈর্য ধরে আছি এবং নিজের খেলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং দলকে এগিয়ে যাওয়ার জন্য অবদান রাখার চেষ্টা করছি।’

এ দিন দিল্লির কাছে হেরে পর পর তিনটি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে কেন উইলিয়ামসনরা। এরফলে ২০২২ আইপিএল-এর প্লে অফে ওঠার বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এমন পরিস্থিতিতে লিগের বাকি চারটি ম্যাচের মধ্যে চারটিতেই জিততে হবে তাদরে। হায়দরাবাদ এবার ব্যাঙ্গালোর, কলকাতা, মুম্বই ও পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচে ব্যাট হাতে কেন উইলিয়ামসনকেও ভাল কিছু করতে হবে।

বন্ধ করুন