বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs GT: এখন কেরিয়ারের সেরা T20 ক্রিকেট খেলছি, পরপর ২ ম্যাচে শতরানের পর বললেন বিরাট

RCB vs GT: এখন কেরিয়ারের সেরা T20 ক্রিকেট খেলছি, পরপর ২ ম্যাচে শতরানের পর বললেন বিরাট

শতরানের পর বিরাট কোহলি। ছবি- এপি (AP)

পরপর দুই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, এই মুহূর্তে সেরা টি-টোয়েন্টি খেলছেন।

সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এবারের আইপিএলে দ্বিতীয় শতরান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। গত ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেন কোহলি। ঠিক পরের ম্যাচেই অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেললেন তিনি। বিরাটের এই ইনিংসটি সাজানো ১৩টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির মাধ্যমে।

আর এই শতরান করার সঙ্গে সঙ্গে রেকর্ড গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসাবে পরপর দুই ম্যাচে শতরান করলেন। এর আগে শিখর ধাওয়ান পরপর দুই ম্যাচে ২০২০ আইপিএলে শতরান করেন। পাশাপাশি জস বাটলার ২০২২ সালে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেন। এবার সেই তালিকায় নাম লেখালেন কোহলি।

প্লেঅফে যেতে হলে এই ম্যাচে যেন তেন প্রকারে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। হারলেই বিদায় নেবে আরসিবি। তাই শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ফাফ ডু'প্লেসির দলের ক্রিকেটাররা। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে আরসিবি। শতরানের পর বিরাট কোহলি জানান, 'আমাদের পাঁচ উইকেট পড়ে য়াওয়ার পর ১৯০ তুললেই আমরা সন্তুষ্ট হতাম। কিন্তু শেষের দিকে আমরা ম্যাচটা আমাদের দিকে ঘুরিয়েছি। আমার ধারণা ২০০ রান জয়ের জন্য একেবারেই যথেষ্ট। তবে এটা পুরোটাই নির্ভর করছে বোলারদের ওপর। ওরা কতটা ভালো করতে পারছে তার ওপর সব কিছু নির্ভর করবে। তবে ভালো লাগছে।'

এখানেই থেমে থাকেননি কোহলি। সেই সঙ্গে বোর্ডকে খোঁচাও দিয়ে রেখেছেন। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে শোনা যাচ্ছে টি-টোয়েন্টি দলে আর জায়গা হবে না কোহলি এবং রোহিতের। তাদেরকে ওডিআই এবং টেস্টের জন্যই ভাবা হচ্ছে। সেই সব জল্পনা ওড়ালেনই নয়, সেই সঙ্গে যোগ্য জবাবও দিলেন ভিকে। শতরানের পর তিনি বলেন, ‘অনেকেই আমার টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে চিন্তিত। বিশেষ করে অনেকেই টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে অনেক কথা বলছে। তবে আমি একেবারেই তা মনে করি না। আমি আবার এই মুহূর্তে কেরিয়ারের সেরা টি-টোয়েন্টি খেলছি। আর আমি এটা খুব ভালো উপভোগ করছি।’

 বিরাট আরও বলেন,  'আমি যখন ব্যাট করি তখন দেখে নিই কোথায় মারলে ফিল্ডার ধরতে পারবে না। সেই গ্যাপেই মারার চেষ্টা করি। তবে আমি মনে করি, দলের যে কোনও পরিস্থিতিকেই প্রথমে তোমাকে ভালো ভাবে বুঝতে হবে তারপর ব্যবস্থা নিতে হবে। তবে এই পিচে স্পিনারদের বিরুদ্ধে খেলা খুব একটা সহজ ছিল না। আমাদেরও স্পিনার রয়েছে। ফলে ওরা সমস্যায় পড়বে। তবে ম্য়াচের শুরুতে যে বৃষ্টি হয়েছে, তা নিয়ে আমি একেবারেই চিন্তিত ছিলাম না। আমি চিন্তিত ছিলাম দলের জন্য আমি কী করতে পারি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.