চলতি আইপিএলে যে রকম ধ্বংসাত্মক ফর্মে রয়েছেন ফ্যাফ ডু'প্লেসি, তাতে দক্ষিণ আফ্রিকা যদি তাঁকে বিশ্বকাপের দলে না রাখে, তাহলে মহা ভুল করবে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এমনটাই দাবি দীনেশ কার্তিকের। বাস্তবিকই আরসিবি দলনায়ক চলতি আইপিএলে ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালাচ্ছেন, তাতে মাস ছয়েকের মধ্যেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস হতে পারেন তিনি।
ডু'প্লেসি টেস্ট ক্রিকেট ছেড়েছেন ২০২১ সালে। দক্ষিণ আফ্রিকার জার্সিতে তাঁকে শেষবার মাঠে নামতে দেখা যায় সেবছরই ফেব্রুয়ারিতে। সুতরাং, দীর্ঘ ২ বছর জাতীয় দলের বাইরে রয়েছেন ফ্যাফ। যদিও প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে নেই তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-২০ লিগ খেলে বেড়ান ডু'প্লেসি।
দেশকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া ফ্যাফ সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে মাঠে নামতে আগ্রহী। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাঁর দিক থেকে মুখ ফিরিয়েছে। এক্ষেত্রে ডু'প্লেসিকে সমর্থন করে দীনেশ কার্তিক দাবি করেন যে, যে রকম ধারাবাহিকভাবে রান করে চলেছেন প্রোটিয়া তারকা, তাতে তাঁর বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া উচিত।
দ্য আইসিসি রিভিউয়ে দীনেশ কার্তিক বলেন, ‘ফ্যাফের এমন দুর্দান্ত ফর্ম দেখে আমি মোটেও অবাক নই। কেননা ও অসাধারণ ক্রিকেটার। ও একজন দুর্দান্ত নেতাও। গত চার-পাঁচ বছর ধরে আইপিএলে ও অত্যন্ত ধারাবাহিক। এটা আইপিএলে ওর আরও একটা বছর, যেখানে ওকে আরও ধারাবাহিক, আরও কার্যকরী ও আরও শক্তিশালী দেখাচ্ছে।’
আরও পড়ুন:- SRH vs RCB: সেঞ্চুরির পালটা সেঞ্চুরি, ১৬ মরশুমের IPL ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা
কার্তিক আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা যদি ওকে বিশ্বকাপের দলে না নেয়, তবে ওরা বড় সুযোগ হাতছাড়া করবে। আমি মনে করি যে ফ্যাফ প্রস্তুত। ও এমন একজন ক্রিকেটার, যে নেতা হিসেবে এবং ব্যাটার হিসেবে তফাৎ গড়ে দিতে পারে। আমি আশা করব দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ওকে দলে নিতে চাইলে ফ্যাফ রাজি হয়ে যাবে। কেননা ও বিশ্বকাপের দলে থাকলে নিজের প্রভাব রাখতে পারে।’
ডু'প্লেসি চলতি আইপিএলের ১৩টি ম্যাচে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত ৫৮.৫০ গড়ে ৭০২ রান সংগ্রহ করেছেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৮টি। ১৫৩.৯৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন প্রোটিয়া তারকা। ৫৫টি চার ও ৩৬টি ছক্কা মেরেছেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট, ১৪৩টি ওয়ান ডে ও ৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ডু'প্লেসি। টেস্টে ৪১৬৩, ওয়ান ডে ক্রিকেটে ৫৫০৭ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৫২৮ রান সংগ্রহ করেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে ২৩টি সেঞ্চুরি ও ৬৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে ফ্যাফের। তিনি জাতীয় দলের হয়ে শেষবার ওয়ান ডে খেলেন ২০১৯ সালের জুলাইয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।