আইপিএলের ৬০তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) তাদের ১১২ রানে পরাজিত করেছে। এদিনের ম্যাচে আরসিবি-র অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৭১ রান তোলে। জবাবে রাজস্থানের দল ১০.৩ ওভারের মধ্যেই ৫৯ রানে গুটিয়ে যায়। এই ম্যাচে হেরে কোনও ভাষাই খুঁজে পাচ্ছেন না রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। কীভাবে দলের ব্যাটিং ভেঙে পড়ল, তার কোনও উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি।
আরও পড়ুন… RR vs RCB IPL Match LIVE: ৫৯ রানেই শেষ রাজস্থানের ইনিংস, ১১২ রানে জিতল RCB
ম্যাচের পরে সঞ্জু স্যামসন বলেন, ‘ব্যাটিং পতন দেখে শুধু ভাবছিলাম আমরা ভুল করলাম কোথায়? আমি এখনও এর উত্তর পেয়েছি বলে মনে হয় না। আমরা সকলেই আইপিএলের প্রকৃতি জানি, আমরা লিগ পর্বে কিছু মজার ঘটনা দেখেছি। এটা তার মধ্যে একটি হতে পারে।’ কীভাবে তার দল ফিরে আসবে এর উত্তর দিতে গিয়ে সঞ্জু বলেন, ‘আমাদের শক্ত থাকতে হবে, একদিন ছুটি নিয়ে ধরমশালায় খেলা নিয়ে ভাবতে হবে। আমি মনে করি আমাদের একটি শক্তিশালী নোটে শেষ করা দরকার। এই পারফরম্যান্সের জন্য দল হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে।’
আরও পড়ুন… ফুটবলারের বদলার কাহিনি! মায়ের প্রতি বাবার বঞ্চনার জবাব দিতে ফুটবলকেই বাছলেন প্রেমাংশু ঠাকুর
যেভাবে রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি ও টপ অর্ডার ব্যর্থ হয়েছে তাতেই যে দল ডুবেছে সেটা মেনে নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। সঞ্জু স্যামসন এই বিষয়ে বলেন, ‘আমি মনে করি আমাদের শীর্ষ তিনজন অনেক রান করছিল, আমরা পাওয়ারপ্লেতে কঠোর পরিশ্রম করেছি কিন্তু আজ তা হয়নি। আমি মনে করি গেমটিকে নিয়ে বিশ্লেষণ করা বা কাটা ছেঁড়া করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এরপরে অবশ্য এই জয়ের জন্য ব্যাঙ্গালোরের বোলারদের কুর্নিশ জানিয়েছেন সঞ্জু। ম্যাচের পরে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক আরও বলেন, ‘আপনাকে পাওয়ারপ্লেতে কঠোরভাবে যেতে হবে কারণ বলটি ধীর এবং পুরানো হয়ে যাচ্ছিল। আমি, জসওয়াল এবং জোস এইভাবে খেলে এসেছি। আরসিবি বোলারদের শক্তি এবং তীব্রতার জন্য কৃতিত্ব। আমি মনে করি এটি একটি টার্গেট ছিল যেটা তাড়া করা যেতে পারত, আমি একটি টাইট ম্যাচ আশা করেছিলাম, যদি আমারা পাওয়ারপ্লেতে ভালো করতাম তাহলে ছবিটা অন্য হতে পারত।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।