এক সময়ে মাঠে নেমে সতীর্থদের সঙ্গে নিজে গতির দাপট দেখাতেন, এহেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ মজে উমরান মালিকের বোলিংয়ে। মুম্বইয়ের বিরুদ্ধে উমরানের বোলিং দেখে ইয়ান বলে দিলেন, আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের দলে জায়গা পাওয়া উচিত উমরান মালিকের। এদিন ৩ ওভারে ২৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন উমরান মালিক। এদিকে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে এক উউকেট তুলে মেডেন ওভার দেওয়ায় ভুবনেশ্বর কুমারেরও প্রশংসা করেন বিশপ।
উল্লেখ্য, এর আগেও বিশপের গলায় শোনা গিয়েছে উমরান বন্দনা। বিশপের মতে মালিকের গতিই তাঁকে ভারতের বাকি বোলারদের থেকে আলাদা করেছে। ১৫তম আইপিএলের অন্যতম আবিষ্কার উমরান। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ৯ রান প্রতি ওভার। তবে গতিতে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। ধারাবাহিকভাবে উমরান যেভাবে ১৫০ কিমি প্রতি ঘণ্টা বেগের গণ্ডি পার করেন, তা দেখার মতো। তবে তাঁর বোলিংয়ে আরও কিছুটা নিয়ন্ত্রণ প্রয়োজন।
তবে ইয়ান বিশপের অভিমত উমরান খুব দ্রুত সবকিছু শিখছে। জম্মু ও কাশ্মীরের পেসারকে বেশ পরিশ্রমী আখ্যা দিয়েছেন বিশপ। এর আগে স্টারস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে উমরান সম্পর্কে বিশপ বলেছিলেন, ‘বর্তমান পাওয়ার হিটারদের মারকুটে স্বভাবে উমরান একটুও ভীত নয়। বাউন্ডারি খাওয়ার পরেও ও যথেষ্ট দ্রুত গতিতে বল করছে। যা দুর্দান্ত মনোভাব। এর ফলে একটা বাজে ওভার বা একটা বাজে ম্যাচ ও সহজেই ভুলে গিয়ে পরের ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে পারবে। তবে এটা বলতেই হবে মালিকের এখনও অনেক কাজ বাকি রয়েছে। এখনও 'ফিনিশড প্রোডাক্ট' হতে ওর সময় লাগবে।’