বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দেন মহেন্দ্র সিং ধোনি। জয়ের জন্য ম্যাচের শেষ ৪ বলে ১৬ রান দরকার ছিল সিএসকের। জয়দেব উনাদকাটের বলে ধোনি একটি ছক্কা ও ২টি চার মেরে দলের জয় নিশ্চিত করেন। মাঝে ১টি বলে ২ রান নেন তিনি।
তার পর থেকেই ফিনিশার ধোনিকে নিয়ে মাতামাতি চলছে ক্রিকেটবিশ্বে। সাধারণ ক্রিকেটপ্রেমীরা তো বটেই, এমনকি বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররাও ধোনিকে কুর্নিশ জানাচ্ছেন। সঙ্গত কারণেই পিছিয়ে থাকেনি আইসিসিও। তারাও সোস্যাল মিডিয়ায় ট্রিবিউট জানায় ফিনিশার ধোনিকে।
আইপিএলের আবহে আইসিসি ধোনির সেরা পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ ফিনিশ করার ঘটনা মনে করিয়ে দেয় ক্রিকেটপ্রেমীদের। দেখে নেওয়া যাক সেই তালিকা।
১. শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৫ সালে ৭ ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন ধোনি। অপরাজিত ১৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ধোনি ম্যাচ ছিনিয়ে নেন শ্রীলঙ্কার কাছ থেকে। যদিও শেষ ওভারে নয়, ভারত সেই ম্যাচ জিতেছিল ২৩ বল বাকি থাকতে।
২. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১২ সালে অ্যাডিলেডের ওয়ান ডে ম্যাচে জয়ের জন্য শেষ ৪ বলে ১২ রান দরকার ছিল ভারতের। ধোনি ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করেছিলেন।
৩. পোর্ট অফ স্পেনে ত্রিদেশিয় সিরিজের ফাইনালে শেষ ওভারে শ্রীলঙ্কাকে হারিয়েছিলেন ধোনি। জয়ের জন্য ১৫ রান দরকার ছিল ভারতের। মাহি নতুন ব্যাট চেয়ে পাঠান। ২টি ছক্কা ও ১টি চার মেরে ম্যাচ ফিনিশ করেন তিনি।
৪. ২০০৬ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ভারতকে ঠান্ডা মাথায় জয় এনে দিয়েছিলেন ধোনি। তাঁর ৪৬ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসটিই পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নেয়।
আরও পড়ুন:- IPL 2022: ফিনিশার ধোনির মতো ক্লোজ ম্যাচ জেতায় CSK-র জুড়ি মেলাও ভার
৫. সর্বোপরি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের ফাইনালে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জেতানোর কথা কেই বা ভুলতে পারে! নুয়ান কুলশেখরাকে মারা ধোনির সেই ছক্কাটি এবং ফাইনালে ধোনির সেই ইনিংসটি ভারতীয় ক্রিকেটের লোকগাথায় চিরকালীন জায়গা করে নিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।