সোমবার আইপিএলে মুখোমুখি হয় প্রাক্তন দুই ভারত অধিনায়কের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ২২৬ রান তোলে চেন্নাই। তখন অনেকেই ভাবে খেলাটা একতরফা হতে চলেছে। কিন্তু খেলাটার নাম ক্রিকেট। তাও আবার আইপিএল। কোনও কিছুই অসম্ভব নয় এখানে। ব্যাট করতে নেমে প্রথম দিকে দুই উইকেট হারানোর পর ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল দাপিয়ে খেলতে শুরু করেন।
চেন্নাইয়ের বোলাররা কার্যত চাপে পড়ে যায়। ক্রিকেট শেষ বলের খেলা। ফলে অনেক কিছু অপেক্ষা করে ছিয়। তারচেয়ে বড় কথা, যেখানে ধোনির মতো একজন অধিনায়ক রয়েছে। ফলে যে কোনও মুহূর্তে ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারে। ঠিক তাই হল। ফাফ এবং ম্যাক্সওয়েল দু'জনেই আউট হয়ে যান পরপর। খেলার পরিস্থিতি বদলে যায়। ম্যাচ জিতে নেয় চেন্নাই। ম্যাচের শেষে ম্যাক্সওয়েল জানান, তিনি এবং ফাফের মধ্যে কেউ একজন টিকে গেলে খেলার ফলাফল অন্যরকম হতে পারত।
ব্যাটে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন অস্ট্রেলিয়া তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৬ বলে ৭৬ রান করেন তিনি। তাঁর ঝুলিতে ৮টি ওভার বাউন্ডারি রয়েছে। তবুও তাঁর এই লড়াই কাজে আসেনি। ২১৮ রানের শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। ম্যাচ হেরে যাওয়ার পর ম্যাক্সওয়েল বলেন, 'আমি একটু হতাশ হয়েছি। তবে আমি মনে করি এত কাছাকাছি রানটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা ভালো খেলেছি। আমরা জেতার মতো অবস্থায় ছিলাম। ফাফ এবং আমার মধ্যে কোনও একজনের আরও কিছুক্ষণ উইকেটে টিকে থাকা উচিত ছিল। আমরা প্রয়োজনীয় রান রেটকে যথাসম্ভব ১০ এর নিচে রাখার জন্য অনেক চেষ্টা করি। বল একবার নরম হতে শুরু করলে সেটা কিছুটা সমস্যার সৃষ্টি করে। আমরা দেখেছি রবীন্দ্র জাদেজা দীনেশ কার্তিককে কীভাবে আউট করে। এই ম্যাচটি আইপিএলের দুর্দান্ত উত্তেজনাপূর্ণ খেলা ছিল। খেলায় হার-জিত আছে। দুর্ভাগ্যবশত আমরা হেরেছি।'
ম্যাক্সওয়েল যখন ক্রিজে আসেন তখন আরসিবির ২ ওভারে ১৫ রানে ২ উইকেট হারিয়ে ব্যাট করছে। এরপরই চালিয়ে খেলা শুরু করেন তিনি। অধিনায়ক ফাফের সঙ্গে ৬১ বলে ১২৬ রানের দুর্দান্ত জুটি বাঁধেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, 'এই মরশুমে আমি জানি দলে আমাকে কী ভূমিকা পালন করতে হবে। ফাফ আমার উপর থেকে অনেক চাপ সরিয়ে নিয়েছে। পাওয়ারপ্লে খেলা শেষ হয়ে গেলে, আমাদের লক্ষ্য ছিল প্রয়োজনীয় রান রেট কম রাখা এবং কম ডট বল খেলা। খারাপ বল থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছি।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।