দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরপর ম্যাচ হারের পর বেশ চাপে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লেঅফ থেকে ছিটকে যাওয়ার চাপ নিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে রাজস্থানকে ৫৯ রানে অল আউট করে দেয় আরসিবি। অন্যদিকে রাজস্থান আইপিএলের ইতিহাসে তৃতীয় নিম্মতম রানের লজ্জাজনক রেকর্ড করেছে।
ম্যাচের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট চলতে থাকে ফাফের। অর্ধশতরান করেন তিনি। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল অর্ধশত রান করেন। এর ফলে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে পুরোপুরি ভেঙে পরে রাজস্থানের ব্যাটিং লাইনআপ। পাওয়ার প্লেতে পাঁচটি উইকেট হারিয়ে ফেলায় তারা। পার্নেল তিনটি উইকেট নেন। অন্য বোলাররাও অসাধারণ বোলিং করেন। যার ফলে ১১ ওভারে ৫৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। ১১২ রানের ব্যবধানের হারেন তারা।
ম্যাচ জিতে ওঠার পরেই আরসিবি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়, 'একদম ঠিকঠাক একটা ম্যাচ আমাদের জন্য। গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট আমরা নিজেদের ব্যাগে তুলতে পেরেছি। পার্নেল, মহম্মদ সিরাজের জন্য আমরা এই জয় উপভোগ করতে পারছি।' ম্যাচ শেষের পর ড্রেসিংরুমের ভিডিয়ো প্রকাশ করে আরসিবির পক্ষ থেকে পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি বলছেন, 'এই ম্যাচে আমি যদি বল করতাম তাহলে ওদেরকে ৪০ রানে অলআউট করে দিতাম।'
বিরাটদের এই বড় ব্যবধানের জয়, তাদের রানরেট অনেকটা বাড়িয়ে দিতে সাহায্য করেছে। ১২টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতেছে তারা। ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা গ্রুপ টেবিলের ৫ নম্বর স্থানে রয়েছে। ম্যাচের পর আরসিবি অধিনায়ক ফাফ ডু'প্লেসি বলেন, 'এটা খুব কঠিন পিচ ছিল। আমরা শুরুতে ব্যাট করে যথাযথ সুবিধা কাজে লাগাতে পেরেছি। পাওয়ার প্লেতে ব্যাট করার সময় আমরা ভেবেছিলাম ১৬০ রান এই ম্যাচে একটা ভালো রান হতে চলেছে। আমরা ১৫ ওভার পর্যন্ত ভালো খেলে গিয়েছি। ছেলেরা অসাধারণ করেছে। এই ব্যবধানে জয় আমাদের রান রেটের ওপর অনেক ভালো প্রভাব ফেলবে।' তিনি আরও বলেন, 'ব্রাকওয়েল সপ্তাহের প্রতিটি দিন এখানে বল করতে চাইবে। আমাদের একজন বাঁহাতি স্পিন বোলারের প্রয়োজন ছিল। আজকের দিনটা আমাদের জন্য সত্যিই খুব ভাল ছিল। গত দুটি ম্যাচে হারের যন্ত্রণা এই ম্যাচের পর ভুলে যাবে ছেলেরা। আশা করি পরবর্তী ম্যাচ ঘরের মাঠেও আমরা ভালো করব।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।