মইন আলির ব্যাটিং প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। গত বছর সিএসকে দলে যোগদানের সময় ইংলিশ ক্রিকেটারের দক্ষতা বুঝতে পেরেছেন হাসি। মইন গত বছর আইপিএলে সিএসকে-এর হয়ে১৫ইনিংসে৩৫৭রান করেছিলেন। এর পাশাপাশি মইন আলির অফ-স্পিন বোলিংয়ে১৫টিম্যাচে ছয় উইকেট শিকার করেছিল চেন্নাই সুপার কিংস।মইন আলির দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে সিএসকে চতুর্থ আইপিএল শিরোপাও জিতেছে। সেই কারণেই চেন্নাই সুপার কিংস অনুপ্রেরণাদায়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা এবং রুতুরাজ গায়কোয়াড়ের সাথে মইন আলিকেও ধরে রেখেছে।
স্টার স্পোর্টসে সঙ্গে মইন আলির ব্যাটিং সম্পর্কে কথা বলতে গিয়ে হাসি বলেন,‘সত্যি বলতেমইন আলি একজন অবিশ্বাস্য খেলোয়াড়। আমি তাঁকে প্রথম দেখেছিলাম যখন সে গত মরশুমেCSK স্কোয়াডে যোগ দিয়েছিলেন। তাই আমি জানতাম না সে আসলে কতটা ভালো খেলোয়াড়। তিনি একজন সুন্দর ব্যাটসম্যান,একজন সুদর্শন খেলোয়াড়। তিনি যেভাবে ক্রিকেটকে সময় দেন তা অসাধারণ।’
চেন্নাই সুপার কিংস রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ২০২২ আইপিএল-এর তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচে ধোনিদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। আগের ম্যাচগুলো হেরে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে হলুদ আর্মি। কেন সিএসকে দল ব্যাক-টু-ব্যাক গেম হারার পরেও নার্ভাস দেখায় না জানতে চাইলে, হাসি বলেন,‘এটি কয়েক বছর ধরে সিএসকে-এর অন্যতম লক্ষণ। স্পষ্টতইএমএস ধোনি এই দলে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ সময় ধরে স্টিফেন ফ্লেমিংও কোচিং করিয়েছেন। দুজনের স্বভাব খুব শান্ত এবং সর্বদাই দলের উন্নতির জন্য কিছু না কিছু ভাবছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।